২০২২ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ দলীয় সদস্য
২০২২ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২২ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজ অঞ্চলে অনুষ্ঠিত হয়।[১] দক্ষিণ আফ্রিকা প্রথম দল হিসেবে তাদের দলীয় সদস্যসমূহের নাম ঘোষণা করে।[২] টুর্নামেন্টের জন্য নিম্নলিখিত দল ঘোষণা করা হয়।[৩]
অস্ট্রেলিয়া
সম্পাদনাঅস্ট্রেলিয়ার দল ২০২১ সালের ১৪ ডিসেম্বর ঘোষিত হয়।[৪][৫]
- কুপার কনোলি (অধি.) (উই.)
- আইজ্যাক হিগিনস
- উইলিয়াম সল্জমান
- এইডান কাহিল
- কোরি মিলার
- ক্যাম্পবেল কেলাওয়ে
- জশুয়া গার্নার
- জ্যাক নিসবেট
- জ্যাকসন সিনফিল্ড
- টম হুইটনি
- টিগ ওয়াইলি
- টোবিয়াস স্নেল (উই.)
- নিবেতন রাধাকৃষ্ণন
- লাখলান শ
- হরকিরত বাজওয়া
অব্রে স্টকডেল, জোয়েল ডেভিস, লিয়াম ডডরেল, লিয়াম ব্ল্যাকফোর্ড ও স্যাম রাহেলিকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।
আফগানিস্তান
সম্পাদনাআফগানিস্তানের দল ২০২১ সালের ৪ ডিসেম্বর ঘোষিত হয়।[৬]
- সুলেমান সাফি (অধি.)
- ইজাজ আহমেদ আহমদজাই (সহ-অধি.)
- আবদুল হাদি (উই.)
- আল্লাহ নুর
- ইজহারুলহক নাভিদ
- ইজাজ আহমেদ
- খলিল আহমদ
- খাইবার ওয়ালি
- নানগয়ালিয়া খারোটি
- নাভিদ জাদরান
- নুর আহমদ
- ফয়সাল খান আহমদজাই
- বিলাল আহমদ তারিন
- বিলাল সাইদি
- বিলাল সামি
- মোহাম্মদ ইউনুস
- মোহাম্মদ ইসহাক (উই.)
- মোহাম্মদউল্লাহ নাজিবুল্লাহ
- শাহিদউল্লাহ হাসানি
- সুলেমান আরবজাই
আয়ারল্যান্ড
সম্পাদনাআয়ারল্যান্ডের দল ২০২১ সালের ১৫ ডিসেম্বর ঘোষিত হয়।[৭]
- টিম টেকটর (অধি.)
- জশুয়া কক্স (উই.)
- জেমি ফোর্বস
- জ্যাক ডিকসন (উই.)
- ডিয়ারমুইড বার্ক
- ডেভিড ভিনসেন্ট
- ড্যানিয়েল ফোরকিন
- নাথান ম্যাকগুয়ায়ার
- ফিলিপাস ল্য রু
- মুজামিল শেরজাদ
- ম্যাথিউ হামফ্রেস
- রুবেন উইলসন
- লিয়াম ডোহার্টি
- লুক হোয়েলান (উই.)
- স্কট ম্যাকবেথ
এওয়ান উইলসন, রবি মিলার ও রায়ান হান্টারকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।
ইংল্যান্ড
সম্পাদনাইংল্যান্ডের দল ২০২১ সালের ২২ ডিসেম্বর ঘোষিত হয়।[৮] পিঠের চোটের কারণে সনি বেকার ইংল্যান্ডের দল থেকে ছিটকে গেলে বেনজামিন ক্লিফকে রিজার্ভ তালিকা থেকে মূল দলে নেয়া হয়।[৯]
- টম প্রেস্ট (অধি.)
- জেকব বেথেল (সহ-অধি.)
- অ্যালেক্স হর্টন (উই.)
- উইলিয়াম লাক্সটন
- জর্জ টমাস
- জর্জ বেল
- জশুয়া বয়ডেন
- জেমস কোলস (উই.)
- জেমস রু (উই.)
- জেমস সেলস
- টমাস অ্যাস্পিনওয়াল
- নাথান বার্নওয়েল
- ফতেহ সিং
- বেনজামিন ক্লিফ
- রেহান আহমেদ
সনি বেকার
জশ বেকারকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।
উগান্ডা
সম্পাদনাউগান্ডার দল ২০২১ সালের ৭ ডিসেম্বর ঘোষিত হয়।[১০][১১]
- প্যাসকাল মুরুংগি (অধি.) (উই.)
- মুনির ইসমাইল (সহ-অধি.)
- আইজ্যাক আতেগেকা
- আকরাম ন্সুবুগা
- ইউনুসু সোওবি
- এডউইন নুওয়াগাবা
- ক্রিস্টোফার কিদেগা
- জুমা মিয়াগি
- জোসেফ বাগুমা
- পায়াস ওলোকা
- ফাহাদ মুতাগানা
- ব্রায়ান আসাবা
- ম্যাথিউ মুসিংগুজি
- রোনাল্ড ওপিও
- রোনাল্ড ওমারা (উই.)
- রোনাল্ড লুতায়া
- সাইরাস কাকুরু (উই.)
জাফর ওচায়া, মুহাম্মদ আসিমোয়ে আব্দুল্লাহ ও রাইমা মুসাকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।
ওয়েস্ট ইন্ডিজ
সম্পাদনাওয়েস্ট ইন্ডিজের দল ২০২১ সালের ৩ ডিসেম্বর ঘোষিত হয়।[১২]
- আকিম ওগুস্ত (অধি.)
- জোভোন্তে দেপেইজা (সহ-অধি.)
- অ্যান্ডারসন মাহেজ
- ইয়োহান লেইন
- ইসাই থর্ন
- ওনাজে আমোরি
- কার্লন বোওয়েন-টাকেট (উই.)
- কেভিন উইকহ্যাম
- জর্ডান জনসন
- জেডেন কারমাইকেল
- টেডি বিশপ
- নাথান এডওয়ার্ড
- ম্যাককেনি ক্লার্ক
- ম্যাথিউ নন্দু
- রিভালদো ক্লার্ক (উই.)
- শাকেরে প্যারিস
- শিব শংকর
অ্যান্ডারসন আমুরদান, অ্যান্ডেল গর্ডন ও বসন্ত সিংকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।
কানাডা
সম্পাদনাকানাডার দল ২০২১ সালের ৮ ডিসেম্বর ঘোষিত হয়।[১৩]
- মিহির প্যাটেল (অধি.)
- অনুপ চিমা (উই.)
- অর্জুনা সুখু
- ইথান গিবসন
- ইয়াসির মাহমুদ
- কৈরব শর্মা
- গুরনেক জোহাল সিং
- গ্যাভিন নিব্লক
- পরমবীর খারুদ
- মোহিত পরাশর
- যশ শাহ
- শিল প্যাটেল
- সাহিল বাদিন
- সিদ্ধ লাড় (উই.)
- হরজপ সাইনি
আয়ুশ সিং, এরান মালিদুওয়াপাথিরানা, রমনবীর ধালিওয়াল ও যশ মোন্দকরকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।
জিম্বাবুয়ে
সম্পাদনাজিম্বাবুয়ের দল ২০২১ সালের ২৮ ডিসেম্বর ঘোষিত হয়।[১৪]
- এমানুয়েল বাওয়া (অধি.)
- অ্যালেক্স ফালাও
- কনর মিচেল
- ডেভিড বেনেট
- তাশিংগা মাকোনি
- তেন্দেকাই মাতারান্য়িকা
- ন্গেনিয়াশা জ্ভিনোয়েরা
- পানাশে তারুভিংগা (উই.)
- ব্রায়ান বেনেট
- ভিক্টর চিরোয়া
- ম্খিনি দুবে
- ম্যাথিউ ওয়েলচ
- ম্যাথিউ শোংকেন
- রোগান ওলহুটার (উই.)
- স্টিভেন সাউল (উই.)
আইশা চিবান্দা, ডেকলান রাগ, তাদিওয়ানাশে মোয়ালে, তানাকা জ্ভাইতা ও লুইয়ান্দা ম্তোম্বাকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।
দক্ষিণ আফ্রিকা
সম্পাদনাদক্ষিণ আফ্রিকার দল ২০২১ সালের ১৭ নভেম্বর ঘোষিত হয়।[১৫]
- জর্জ ফন হেরডেন (অধি.) (উই.)
- আন্দিলে সিমেলানে
- আপিওয়ে ম্নিয়ান্দা
- আসাখে ৎসাকা
- ইথান-জন কানিংহ্যাম
- কেডেন সলোমনস (উই.)
- কোয়েনা মাপাকা
- খেরহার্ডাস মারে (উই.)
- জশুয়া স্টিফেনসন
- জেড স্মিথ
- ডেওয়াল্ড ব্রেভিস
- ভ্যালেন্টাইন কিতিমে
- মাইকেল কোপল্যান্ড
- ম্যাথিউ বোস্ট
- লিয়াম অল্ডার
ক্যালেব সেলেকা, রোনান হেরমান ও হার্ডাস কুটজারকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।
পাকিস্তান
সম্পাদনাপাকিস্তানের দল ২০২১ সালের ২ ডিসেম্বর ঘোষিত হয়।[১৬] ২০২২ সালের ৬ জানুয়ারি কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ায় আবদুল ওয়াহিদ বংগলজাই দল থেকে ছিটকে যান। তাঁর বদলি হিসেবে আব্বাস আলিকে দলে নেয়া হয়।[১৭]
- কাসেম আকরাম (অধি.)
- আওয়াইস আলি
আবদুল ওয়াহিদ বংগলজাই- আবদুল ফাসিহ
- আব্বাস আলি
- আরহাম নওয়াব
- আলি আসফন্দ
- আহমেদ খান
- ইরফান খান
- জিশান জমির
- ফয়সাল আকরাম
- মাজ সাদাকাত
- মেহরান মমতাজ
- মোহাম্মদ শেহজাদ
- রিজওয়ান মাহমুদ
- হাসিবুল্লাহ খান (উই.)
গাজি গৌরি ও মোহাম্মদ জিশানকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।
পাপুয়া নিউ গিনি
সম্পাদনাপাপুয়া নিউ গিনির দল ২০২১ সালের ২২ ডিসেম্বর ঘোষিত হয়।[১৮][১৯]
- বারনাবাস মাহা (অধি.)
- আউয়ে ওরু
- কাতেনালাকি সিংগি
- কারোহো কেভাউ
- ক্রিস্টোফার কিলাপাত
- জন কারিকো
- জুনিয়র মোরেয়া
- তোউয়া বোয়ে
- পিটার কারোহো (উই.)
- প্যাট্রিক নোউ
- বোইও রে (উই.)
- ম্যালকম আপোরো (উই.)
- রাসান কেভাউ
- রায়ান আনি
- সিগো কেলি
আপি ইলা, গাতা মিকা ও ভেলে কারিকোকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।
বাংলাদেশ
সম্পাদনাবাংলাদেশের দল ২০২১ সালের ৭ ডিসেম্বর ঘোষিত হয়।[২০]
- রাকিবুল হাসান (অধি.)
- প্রান্তিক নওরোজ নাবিল (সহ-অধি.)
- আইচ মোল্লা
- আবদুল্লাহ আল মামুন
- আরিফুল ইসলাম
- আশিকুর জামান
- ইফতেখার হোসেন
- গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম (উই.)
- তানজিম হাসান সাকিব
- নাইমুর রহমান
- মাহফিজুল ইসলাম
- মুশফিক হাসান
- মেহেরাব হাসান
- মোহাম্মদ ফাহিম (উই.)
- রিপন মণ্ডল
আহসান হাবীব ও জিশান আলমকে রিজার্ভ খেলোয়াড় এবং গোলাম কিবরিয়া, তৌহিদুল ইসলাম ফেরদৌস, মহিউদ্দিন তারেক ও সাকিব শাহরিয়ারকে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।
ভারত
সম্পাদনাভারতের দল ২০২১ সালের ১৯ ডিসেম্বর ঘোষিত হয়।[২১]
- যশ ধুল (অধি.)
- শেখ রশিদ (সহ-অধি.)
- অংকৃশ রঘুবংশী
- অনীশ্বর গৌতম
- আরাধ্য যাদব (উই.)
- কৌশল তাম্বে
- গর্ব সাংওয়ান
- দিনেশ বানা (উই.)
- নিশান্ত সিন্ধু
- বসু বৎস
- ভিকি ওস্তওয়াল
- মানব পরখ
- রাজ আংগড় বাওয়া
- রাজবর্ধন হ্যাংগারগেকর
- রাজেন্দ্র সিং রবি কুমার
- সিদ্ধার্থ যাদব
- হরনুর সিং
অমৃত রাজ উপাধ্যায়, অংশ গোসাই, উদয় সহরণ, ঋষিত রেড্ডি ও পুষ্পেন্দ্র সিং রাঠোরকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।
শ্রীলঙ্কা
সম্পাদনাশ্রীলঙ্কার দল ২০২২ সালের ২ জানুয়ারি ঘোষিত হয়।[২২]
- দুনিথ ভেল্লালাগে (অধি.)
- রাভিন দে সিলভা (সহ-অধি.)
- অঞ্জলা বণ্ডারা (উই.)
- অভিষেক লিয়নআরচ্চি
- ইয়াসিরু রোদ্রিগো
- চামিন্দু বিক্রমসিংহ
- ট্রেভিন ম্যাথিউ
- পবন পতিরাজ
- বনুজ কুমার
- বিনুজ রনপুল
- মতীশ পতিরণ
- মালশা তরুপতি
- রানুদা সোমরত্ন
- শেভন ড্যানিয়েল
- সদীশ জয়াবর্ধন (উই.)
- সদীশ রাজপক্ষ
- সাকুনা নিদর্শন লিয়ানাগে (উই.)
সংযুক্ত আরব আমিরাত
সম্পাদনাসংযুক্ত আরব আমিরাতের দল ২০২২ সালের ৪ জানুয়ারি ঘোষিত হয়।[২৩]
- আলিশান শরাফু (অধি.)
- আদিত্য শেঠি
- আয়ান আফজাল খান
- আর্যাংশ শর্মা (উই.)
- আলি আমির নাসির
- কাই স্মিথ (উই.)
- ধ্রুব পরাশর
- নীলাংশ কেসওয়ানি
- পুণ্য মেহরা
- বিনায়ক বিজয়রাঘবন
- যশ গিয়ানানি
- রোনক পানোলি
- শিবল বাওয়া
- সূর্য সতীশ
- সেইলস জয়শংকর
অনন্ত ভার্গব, মুহাম্মদ জুহাইব, হামাদ মোহাম্মদ আরশাদ ও হাসান খালিদকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।
স্কটল্যান্ড
সম্পাদনাস্কটল্যান্ডের দল ২০২১ সালের ২৩ ডিসেম্বর ঘোষিত হয়।[২৪]
- চার্লি পিট (অধি.)
- টমাস ম্যাকিনটশ (সহ-অধি.) (উই.)
- অলিভার ডেভিডসন
- আয়ুশ দাসমহাপাত্র
- ক্রিস্টোফার কোল
- গ্যাব্রিয়েল গলম্যান-ফিন্ডলে
- চার্লি টিয়ার (উই.)
- জেমি কেয়ার্নস
- জ্যাক জারভিস
- মুহাইমিন মাজিদ
- রাফায় খান
- রুয়ারিধ ম্যাকইন্টায়ার
- লাইল রবার্টসন
- শন ফিশার-কিও
- স্যামুয়েল এলস্টোন
জ্যাক ল্যাম্বলি, ড্যান স্টিভেনস, ফ্রেডি হাডলস্টন, ম্যাক্স লেটন ও হারিস আলিকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Cricket's future stars to compete in Caribbean for U19 Men's World Cup honours"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২১।
- ↑ "George van Heerden to lead South Africa Under-19 in 2022 World Cup"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২১।
- ↑ "Every ICC Men's U19 Cricket World Cup 2022 squad announced so far"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২১।
- ↑ "West Indies bound: Australia reveal U19 World Cup squad"। ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২১।
- ↑ "Connolly named Australian captain for U19 World Cup"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২১।
- ↑ "Suliman Safi to lead Afghanistan at the ICC U19 Cricket World Cup"। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২১।
- ↑ "Interview with Peter Johnston as Ireland Under-19s World Cup squad named"। ক্রিকেট আয়ারল্যান্ড (ইংরেজি ভাষায়)। ১৫ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২১।
- ↑ "Young Lions announce England U19 World Cup squad"। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২১।
- ↑ "England's Sonny Baker ruled out of ICC Under-19 World Cup"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২।
- ↑ @CricketUganda। "Our U-19 World Cup Team!" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- ↑ "Final 15 For ICC U-19 World Cup 2022 In West Indies Named"। উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২১।
- ↑ "CWI names West Indies Rising Stars U19 squad for ICC U19 Men's Cricket World Cup"। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২১।
- ↑ "Canada U19 squad for ICC 2022 Men's U19 World Cup, West Indies"। ক্রিকেট কানাডা (ইংরেজি ভাষায়)। ৮ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২১।
- ↑ "Zimbabwe starlets brace up for Under-19 World Cup challenge"। জিম্বাবুয়ে ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২১।
- ↑ "CSA announce SA U19 touring squad for outbound tour and junior World Cup in the Caribbean"। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (ইংরেজি ভাষায়)। ১৭ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২১।
- ↑ "Qasim Akram to lead Pakistan in ICC U19 Men's Cricket World Cup"। পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২১।
- ↑ "Pakistan's Abdul Bangalzai to miss U-19 World Cup after testing positive for Covid-19"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২২।
- ↑ @Cricket_PNG। "Cricket PNG PIH U19 Squad Announcement" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- ↑ "U-19 World Cup: Barnabas Maha to lead Papua New Guinea in U-19 World Cup"। ইনসাইড স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২১।
- ↑ "Bangladesh announce squad for U19 Asia Cup 2021 and U19 WC 2022"। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২১।
- ↑ "Four-time winners India announce ICC U19 Cricket World Cup 2022 squad"। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২১।
- ↑ "Sri Lanka U19 Team to the World Cup"। শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২২।
- ↑ "Emirates Cricket Board announce team to compete in ICC U19 Cricket World Cup 2022"। আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২২।
- ↑ "Scotland aim to make most of ICC Men's U19 World Cup experience"। ক্রিকেট স্কটল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২২।