২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিলিস্তিন
টোকিওতে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিলিস্তিন অংশগ্রহণ করে। শুরুতে ২০২০ সালের ২৪শে জুলাই থেকে ২০শে আগস্ট পর্যন্ত অলিম্পিক আয়োজনের কথা থাকলেও কোভিড-১৯ মহামারীজনিত কারণে এটি পিছিয়ে দেওয়া হয়। ২০২১ সালের ২৩শে জুলাই প্রতিযোগিতাটি শুরু হয়ে ৮ই আগস্ট শেষ হয়।[১] এটি ছিল গ্রীষ্মকালীন অলিম্পিকে দেশটির সপ্তম উপস্থিতি।
২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিলিস্তিন | |
---|---|
আইওসি কোড | PLE |
এনওসি | ফিলিস্তিন অলিম্পিক কমিটি |
ওয়েবসাইট | www |
টোকিও | |
প্রতিযোগী | ৪টি ক্রীড়ায় ৫ জন |
পতাকা বাহক | মুহাম্মাদ হামাদা দানিয়া নুর |
পদক |
|
গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ (সারাংশ) | |
প্রতিযোগী
সম্পাদনাখেলা | পুরুষ | নারী | মোট |
---|---|---|---|
অ্যাথলেটিক্স | ০ | ১ | ১ |
জুডো | ১ | ০ | ১ |
সাঁতার | ১ | ১ | ২ |
ভারোত্তোলন | ১ | ০ | ১ |
মোট | ৩ | ২ | ৫ |
অ্যাথলেটিক্স
সম্পাদনাঅলিম্পিকে একজন নারী অ্যাথলেটকে পাঠানোর জন্য বিশ্ব অ্যাথলেটিকস ফিলিস্তিনকে একটি ইউনিভার্সালিটি স্লট প্রদান করে।[২]
ক্রীড়াবিদ | ইভেন্ট | হিট | সেমিফাইনাল | ফাইনাল | |||
---|---|---|---|---|---|---|---|
ফলাফল | র্যাংক | ফলাফল | র্যাংক | ফলাফল | র্যাংক | ||
হানা বারাকাত | মহিলাদের ১০০ মি | ১২.১৬ | ৫ | অগ্রসর হতে পারেননি |
জুডো
সম্পাদনাআন্তর্জাতিক জুডো ফেডারেশন তাদের ত্রিপক্ষীয় আমন্ত্রণ কোটা প্রদান করায় একজন ফিলিস্তিনি প্রতিযোগী এই ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পান।
ক্রীড়াবিদ | ইভেন্ট | রাউন্ড অব ৩১ | রাউন্ড অব ১৬ | কোয়াটার ফাইনাল | সেমিফাইনাল | Repechage | ফাইনাল/ ব্রোঞ্জ ম্যাচ | |
---|---|---|---|---|---|---|---|---|
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
র্যাংক | ||
ওয়েসাম আবু রমিলাহ | পুরুষদের –৮১ কেজি | রেসেল (GER) হার ০০–১০ |
অগ্রসর হতে পারেননি |
সাঁতার
সম্পাদনাফিনা তাদের পয়েন্ট সিস্টেমের ভিত্তিতে (২৮ জুন ২০২১ অনুযায়ী) অলিম্পিকে ফিলিস্তিনের দুই শীর্ষ সাঁতারুকে (একজন পুরুষ ও একজন মহিলা) পাঠানোর জন্য আমন্ত্রণ জানায়।
ক্রীড়াবিদ | ইভেন্ট | হিট | সেমিফাইনাল | ফাইনাল | |||
---|---|---|---|---|---|---|---|
সময় | র্যাংক | সময় | র্যাংক | সময় | র্যাংক | ||
ইয়াজান আল-বাওওয়াব | পুরুষদের ১০০ মিটার মুক্ত সাঁতার | ৫৪.৫১ | ৬৬ | অগ্রসর হতে পারেননি | |||
দানিয়া নুর | মহিলাদের ৫০ মিটার মুক্ত সাঁতার | ৩০.৪৩ | ৭১ | অগ্রসর হতে পারেননি |
ভারোত্তোলন
সম্পাদনাত্রিপক্ষীয় কমিশন এবং আইডব্লিউএফ পুরুষদের-৯৬ কেজি বিভাগে মুহাম্মাদ হামাদাকে অলিম্পিকে পাঠানোর জন্য ফিলিস্তিনকে আমন্ত্রণ জানায়।
ক্রীড়াবিদ | ইভেন্ট | স্ন্যাচ | ক্লিন এন জার্ক | মোট | র্যাংক | ||
---|---|---|---|---|---|---|---|
ফলাফল | র্যাংক | ফলাফল | র্যাংক | ||||
মুহাম্মাদ হামাদা | পুরুষদের ৯৬ কেজি | ১৩৭ কেজি | ১৫ | ১৭৩ কেজি | ১২ | ৩১০ কেজি | ১৩ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Joint Statement from the International Olympic Committee and the Tokyo 2020 Organising Committee" (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। ২৪ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০।
- ↑ "Road to Olympic Games 2020" (ইংরেজি ভাষায়)। বিশ্ব অ্যাথলেটিকস। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২১।