২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে কম্বোডিয়া
কম্বোডিয়া টোকিওতে ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। মূলত ২৪ জুলাই - ৯ আগস্ট ২০২০ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে সময়সূচি পিছিয়ে দেওয়া হয় [১] সোভিয়েত-পরবর্তী সময়ে এটি ছিল গ্রীষ্মকালীন অলিম্পিকে দেশটির টানা সপ্তম উপস্থিতি। [২]
২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে কম্বোডিয়া | |
---|---|
আইওসি কোড | CAM |
এনওসি | ন্যাশনাল অলিম্পিক কমিটি অফ কম্বোডিয়া |
ওয়েবসাইট | www |
টোকিও, জাপান | |
প্রতিযোগী | ২টি ক্রীড়ায় ৩ জন |
পতাকা বাহক | খেউন বুনপিছমোরাকাত পেন সোকং |
পদক ১ম স্থান |
|
গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ | |
প্রতিযোগী
সম্পাদনাগেমসে অংশগ্রহণকারী প্রতিযোগীদের সংখ্যার তালিকা নিচে দেওয়া হল।
খেলা | পুরুষ | নারী | মোট |
---|---|---|---|
অ্যাথলেটিক্স | 1 | 0 | 1 |
সাঁতার | 1 | 1 | 2 |
মোট | 2 | 1 | 3 |
মল্লক্রীড়া
সম্পাদনাঅলিম্পিকে একজন ক্রীড়াবিদ পাঠানোর জন্য কম্বোডিয়া বিশ্ব অ্যাথলেটিকস থেকে সর্বজনীনতা স্লট পায়। [৩]{{Smalldiv|1=;Key
- ট্র্যাক এবং রোড ইভেন্ট
ক্রীড়াবিদ | ইভেন্ট | হিট | কোয়ার্টার ফাইনাল | সেমি ফাইনাল | ফাইনাল | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
ফলাফল | র্যাংক | ফলাফল | র্যাংক | ফলাফল | র্যাংক | ফলাফল | র্যাংক | |||
পেন সোকং | পুরুষ ১০০ মিটার | ১১.০২ | ৬ | অগ্রসর হননি |
সাঁতার
সম্পাদনা
ফিনা থেকে সার্বজনীন আমন্ত্রণ পেয়ে কম্বোডিয়া থেকে দুইজন সাঁতারু অলিম্পিকে অংশগ্রহণ করে।
ক্রীড়াবিদ | ইভেন্ট | হিট | সেমি ফাইনাল | ফাইনাল | |||
---|---|---|---|---|---|---|---|
সময় | র্যাংক | সময় | র্যাংক | সময় | র্যাংক | ||
পুচ হেম | পুরুষ ৫০ মিটার ফ্রিস্টাইল | ২৪.৯১ | ৫২ | অগ্রসর হননি | |||
বুনপিছমোরাকাত খেউন | নারী ৫০ মিটার ফ্রিস্টাইল | ২৯.৪২ | ৬৫ | অগ্রসর হননি |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Joint Statement from the International Olympic Committee and the Tokyo 2020 Organising Committee"। Olympics। ২৪ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০।
- ↑ "Two Cambodian swimmers to compete in Tokyo 2020"। Khmer Times। ১৮ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২১।
- ↑ "Road to Olympic Games 2020"। World Athletics। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২১।