২০১৮ নর্থ ইস্ট অলিম্পিক গেমস
উত্তরপূর্ব ভারতে অনুষ্ঠিত বহুক্রীড়া প্রতিযোগিতা
২০১৮ নর্থ ইস্ট অলিম্পিক গেমস হচ্ছে নর্থ ইস্ট অলিম্পিক গেমসের প্রথম সংস্করণ। এটি ২০১৮ সালে অক্টোবরে মনিপুরে অনুষ্ঠিত হয়।[১][২][৩]
২০১৮ নর্থ ইস্ট অলিম্পিক গেমস | |
---|---|
মাঠ | মনিপুর |
অবস্থান | ইম্ফল |
তারিখ |
|
দল | ৮ |
বিজয়ী | |
মনিপুর | |
নর্থ ইস্ট অলিম্পিক সংস্থা ও মনিপুর অলিম্পিক সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় খেলোয়াড়দের একাধিক ক্রীড়া শাখায় তাদের দক্ষতা প্রদর্শন ও পরিমার্জন করার একটি খামার হিসেবে কাজ করে।[৪][৫]
শৃঙ্খল
সম্পাদনাসর্বমোট ১২ ধরনের খেলা নিয়ে আয়োজিত এই সংস্করণটি প্রতিযোগিতার প্রথম সংস্করণ ছিল। খেলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যাডমিন্টন, ধনুর্বিদ্যা, ট্র্যাক অ্যান্ড ফিল্ড, ফুটবল ও তায়কোয়ান্দো।[৬] উত্তরপূর্ব ভারতের আটটি রাজ্য থেকে ২০০০ জন থেকেও বেশী ক্রীড়াবিদ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।[৪]
ফলাফল
সম্পাদনাপ্রতিযোগিতায় মণিপুর সামগ্রিকভাবে জয়ী হয়, আসাম এবং অরুণাচল প্রদেশ ক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে।[১][৭]
রাজ্য | সোনা | রূপা | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|
মনিপুর | ৮০ | ৪৮ | ৩১ | ১৫৯ |
আসাম | ৪৬ | ৫৩ | ৪১ | ১৪০ |
অরুণাচল প্রদেশ | ১৮ | ২০ | ৩৮ | ৭৬ |
মিজোরাম | ৮ | ১৫ | ২৯ | ৫২ |
নাগাল্যান্ড | ৬ | ৯ | ২৬ | ৪১ |
মেঘালয় | ৩ | ৮ | ২৯ | ৪০ |
সিকিম | ১ | ৬ | ১৮ | ২৫ |
ত্রিপুরা | ০ | ৩ | ১৭ | ২০ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "North East Olympic Games 2018" [নর্থ ইস্ট অলিম্পিক গেমস ২০১৮]। tnpscthervupettagam.com (ইংরেজি ভাষায়)। ১ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২৪।
- ↑ "1st North East Olympic Games Imphal" [১ম নর্থ ইস্ট অলিম্পিক গেমস ইম্ফল]। morungexpress.com (ইংরেজি ভাষায়)। ১৪ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২৪।
- ↑ Leivon, Jimmy (২৪ অক্টোবর ২০১৮)। "First edition of North East Olympic Games begins in Imphal" [নর্থ ইস্ট অলিম্পিক গেমসের প্রথম সংস্করণ শুরু হলো ইম্ফলে]। The Indian Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২৪।
- ↑ ক খ "First-ever Northeast Olympic Games in Manipur's host city Imphal" [মণিপুরের ইম্ফলে আয়োজিত হল প্রথম নর্থ ইস্ট অলিম্পিক গেমস]। এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (ইংরেজি ভাষায়)। ২ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২৪।
- ↑ Doley, M. (২৫ অক্টোবর ২০১৮)। "North East Olympic Games 2018 kicks off" [নর্থ ইস্ট অলিম্পিক গেমস ২০১৮ শুরু হলো]। The Arunachal Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২৪।
- ↑ "Manipur hosts 1st North East Olympic Games" [১ম নর্থ ইস্ট অলিম্পিক গেমসের আয়োজন করল মনিপুর]। business-standard.com (ইংরেজি ভাষায়)। ২ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২৪।
- ↑ Levion, Jimmy (২৮ অক্টোবর ২০১৮)। "Manipur emerege overall champions in first north east olympic games" [প্রথম নর্থ ইস্ট অলিম্পিক গেমসের শিরোপা অর্জন মণিপুরের]। দি ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২৪।