২০১৬ বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর

বাংলাদেশ মহিলা ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক সেপ্টেম্বর, ২০১৬-এর প্রথম সপ্তাহে আয়ারল্যান্ড সফর করে।[][][] এ সফরে দলটি আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিপক্ষে দুইটি একদিনের আন্তর্জাতিক এবং দুইটি টুয়েন্টি২০ আন্তর্জাতিকে প্রতিদ্বন্দ্বিতা করে।

২০১৬ বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর
 
  আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল
তারিখ ৫ সেপ্টেম্বর – ১০ সেপ্টেম্বর
অধিনায়ক লরা ডেলানি জাহানারা আলম
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ১–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান সেসেলিয়া জয়েস (৭২) সানজিদা ইসলাম (৩৩)
সর্বাধিক উইকেট অ্যামি কেনিলি (৪) রুমানা আহমেদ (৩)
সিরিজ সেরা খেলোয়াড় রুমানা আহমেদ (বাংলাদেশ)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দল ১–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান ক্লার শিলিংটন (২৬) ফারজানা হক (২৪)
সর্বাধিক উইকেট লুসি ও’রিলি (২) খাদিজা তুল কুবরা (৩)

২ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে বাংলাদেশ দল উত্তর আয়ারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করে। সবগুলো খেলাই লন্ডনবেরির ব্রিডি ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। ৫ ও ৬ সেপ্টেম্বর টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। অতঃপর ৮ ও ১০ সেপ্টেম্বর ওডিআই অনুষ্ঠিত হয়। আঘাতপ্রাপ্ত সালমা খাতুনকে ছাড়াই বাংলাদেশ দলের সদস্যদের তালিকা প্রকাশ করা হয়।[] টুয়েন্টি২০ আন্তর্জাতিকে ১-০ ব্যবধানে পরাজিত হলেও বৃষ্টির কারণে পরিত্যক্ত ১ম ওডিআইয়ের জন্য পরবর্তীকালে যুক্ত হওয়া অতিরিক্ত একদিনের আন্তর্জাতিকে জয়লাভের মাধ্যমে বাংলাদেশ ১-০ ব্যবধানে সিরিজ জয় করে।[]

দলীয় সদস্য

সম্পাদনা
ওডিআই টি২০আই
  আয়ারল্যান্ড[]   বাংলাদেশ[]   আয়ারল্যান্ড[]   বাংলাদেশ[]

টি২০আই সিরিজ

সম্পাদনা

১ম টি২০আই

সম্পাদনা
৫ সেপ্টেম্বর
১০:৩০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড  
৫৪/৮ (১০ ওভার)
  বাংলাদেশ
৪৮/৬ (১০ ওভার)
ফারজানা হক ২৪ (২৪)
লুসি ও’রিলি ২/৫ (২ ওভার)
আয়ারল্যান্ড ৬ রানে বিজয়ী
ব্রিডি ক্রিকেট ক্লাব, মাগেরামাসন, ব্রিডি
আম্পায়ার: রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড) ও অ্যালান নেল (আয়ারল্যান্ড)
  • বাংলাদেশ মহিলা দল টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে উভয় দলের ইনিংস ১০ ওভারে নির্ধারিত হয়

২য় টি২০আই

সম্পাদনা
৬ সেপ্টেম্বর
১০:৩০
স্কোরকার্ড
  • বৃষ্টির কারণে বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত

ওডিআই সিরিজ

সম্পাদনা

১ম ওডিআই

সম্পাদনা
৮ সেপ্টেম্বর
১০:৩০
স্কোরকার্ড
ফলাফল হয়নি
ব্রিডি ক্রিকেট ক্লাব, মাগেরামাসন, ব্রিডি
আম্পায়ার: রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড) ও নোয়েল ডান (আয়ারল্যান্ড)
  • বৃষ্টির কারণে বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত

২য় ওডিআই

সম্পাদনা
১০ সেপ্টেম্বর
১০:৩০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড  
৬৮/০ (১৮ ওভার)
  • বাংলাদেশ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে উভয় দলের ইনিংস ৪৭ ওভারে নির্ধারণ করা হয়।
  • আয়ারল্যান্ডের পক্ষে মেগ কেন্ডলের ওডিআই অভিষেক ঘটে। আয়ারল্যান্ডের ইনিংস চলাকালে ১৮ ওভারের সময় পুনরায় বৃষ্টি আঘাত হানে ফলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

৩য় ওডিআই

সম্পাদনা
১০ সেপ্টেম্বর 2016
১৩:৩০
স্কোরকার্ড
বাংলাদেশ  
১০৬ (৪০.১ ওভার)
  আয়ারল্যান্ড
৯৬ (৩৭.৫ ওভার)
সানজিদা ইসলাম ৩৩ (৫৩)
অ্যামি কেনিলি ৪/৩২ (১০ ওভার)
বাংলাদেশ ১০ রানে জয়ী
শ’স ব্রিজ লোয়ার গ্রাউন্ড, বেলফাস্ট
আম্পায়ার: চার্লি ম্যাকয়েলি (আয়ারল্যান্ড) ও অ্যালান নেল (আয়ারল্যান্ড)
  • বাংলাদেশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বাংলাদেশের পক্ষে রুমানা আহমেদ হ্যাট্রিক করেন।[১০]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Bangladesh Women tour of Ireland, 2016"Cricinfo (ইংরেজি ভাষায়)। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ মহিলা দল"দৈনিক জনকন্ঠ। ২৯ আগস্ট ২০১৬। 
  3. "আয়ারল্যান্ড সফর : মহিলা ক্রিকেট দলের প্রাথমিক ক্যাম্প কাল শুরু"নয়া দিগন্ত। ৯ আগস্ট ২০১৬। 
  4. Isam, Mohammad (২৮ আগস্ট ২০১৬)। "Injured Salma Khatun out for Bangladesh Women"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। 
  5. "Ireland Women To Play Bangladesh At Shaws Bridge"Cricket Ireland (ইংরেজি ভাষায়)। ১০ সেপ্টেম্বর ২০১৬। ১২ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬ 
  6. "Ireland women Squad"ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৬ 
  7. "Bangladesh women Squad"ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৬ 
  8. "Ireland T20I squad"ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৬ 
  9. "Bangladesh T20I squad"ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৬ 
  10. "Rumana's historic hat-trick seals series for Bangladesh, Ireland v Bangladesh, 3rd Women's ODI, Belfast" (ইংরেজি ভাষায়)। espncricinfo। ১০ সেপ্টে ২০১৬। সংগ্রহের তারিখ ১১ সেপ্টে ২০১৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা