২০১৪ নেদারল্যান্ডস ক্রিকেট দলের স্কটল্যান্ড সফর
নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক স্কটল্যান্ড সফর করে। জুলাই, ২০১৪ সালে স্কটল্যান্ডে অনুষ্ঠিত খেলায় দলটি স্কটল্যান্ড দলের বিপক্ষে তিনটি লিস্ট এ ক্রিকেটে অংশ নেয়। এ সিরিজটি ১-১ ড্র হয়। এরপূর্বে দল দুইটি মে-জুন, ২০১৪ সালে নর্থ সী প্রো ২০ ও নর্থ সী প্রো ৫০ ওভারের সীমিত ওভারের প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিল। এ সফরের প্রধান উদ্দেশ্য হচ্ছে স্কটল্যান্ড দলের ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় দলের সদস্য নির্বাচন করা।[১]
২০১৪ নেদারল্যান্ডস ক্রিকেট দলের স্কটল্যান্ড সফর | |||
---|---|---|---|
স্কটল্যান্ড | নেদারল্যান্ডস | ||
তারিখ | ১ জুলাই, ২০১৪ – ৪ জুলাই, ২০১৪ | ||
অধিনায়ক | কাইল কোয়েতজার | পিটার বোরেন, মাইকেল সোয়ার্ট | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র | ||
সর্বাধিক রান | ক্যালাম ম্যাকলিওড (১৮২) | মাইকেল সোয়ার্ত (৮৯) | |
সর্বাধিক উইকেট | মাইকেল লিস্ক (৬) | আহসান মালিক (৮) |
দলের সদস্য
সম্পাদনালিস্ট এ ক্রিকেট | |
---|---|
স্কটল্যান্ড[২] | নেদারল্যান্ডস |
|
অন্যান্য একদিনের সিরিজ
সম্পাদনা১ম অন্যান্য একদিন
সম্পাদনাব
|
||
- নেদারল্যান্ডস টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
২য় অন্যান্য একদিন
সম্পাদনাব
|
||
- নেদারল্যান্ডস টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- নেদারল্যান্ডসের ইনিংস চলাকালে ২২.৩ ওভারের সময় বৃষ্টির কারণে বন্ধ
- স্কটল্যান্ডের পক্ষে মার্ক পেত্রি ও গেভিন মেইন এবং নেদারল্যান্ডসের পক্ষে মোহাম্মদ ওয়াসিম ও দিজ ফন শেলভেন প্রথম ক্যাপ পড়েন।
৩য় অন্যান্য একদিন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Scotland gear for World Cup prep
- ↑ ক খ গ ঘ Withdrawn list[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Hamish Gardiner
- ↑ Gavin Main
- ↑ "Wasim makes Dutch debut"। ১৪ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৪।