২০১৪ এসিসি প্রিমিয়ার লিগ

(২০১৪ এসিসি প্রিমিয়ার লীগ থেকে পুনর্নির্দেশিত)

২০১৪ এসিসি প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতা ১ - ৭ মে পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতাটি বিলুপ্ত এসিসি ট্রফি এলিট ক্রিকেট প্রতিযোগিতা থেকে উদ্ভূত। এসিসি প্রিমিয়ার লিগ প্রতিযোগিতার মাধ্যমে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্যভূক্ত সহযোগী ও অনুমোদিত সদস্যদের দলের মধ্যে একদিনের আন্তর্জাতিকে খেলার অভিজ্ঞতা অর্জনসহ আঞ্চলিক র‌্যাঙ্কিংয়ে অগ্রসর করতে সহায়তা করে।

২০১৪ এসিসি প্রিমিয়ার লিগ
ব্যবস্থাপকএশিয়ান ক্রিকেট কাউন্সিল
খেলার ধরনদলপ্রতি ৫০ ওভার
প্রতিযোগিতার ধরনস্থান নির্ধারণীসহ রাউন্ড রবিন
দলের সংখ্যা
বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান
সর্বাধিক রানউসমান গনি (আফগানিস্তান (২২৮)
সর্বাধিক উইকেটসোমপাল কামি (নেপাল) (১৫)
ওয়েবসাইট[১]

শীর্ষস্থানীয় চারটি দল ২০১৪ সালের এসিসি চ্যাম্পিয়নশীপে খেলার যোগ্যতা অর্জন করবে। বাদ-বাকী দুই দলকে পুনরায় ২০১৬ সালের এসিসি প্রিমিয়ার লিগে অংশ নিবে। এ প্রতিযোগিতার ফলাফলে চূড়ান্ত পয়েন্ট তালিকায় র‌্যাঙ্কিংয়ের মাধ্যমে নির্ধারিত হয়। যদি কোন কারণে দুই দলের পয়েন্ট সমান হয়, তাহলে নেট রান রেটের মাধ্যমে র‌্যাঙ্কিং নির্ধারণ করা হবে।

অংশগ্রহণকারী দল

সম্পাদনা

দলের সদস্য

সম্পাদনা
    নেপাল   সংযুক্ত আরব আমিরাত   আফগানিস্তান   মালয়েশিয়া   হংকং   ওমান

পয়েন্ট তালিকা

সম্পাদনা
দল খেলা জয় পরাজয় টাই ফলাফল হয়নি পয়েন্ট নেট রান রেট
  আফগানিস্তান +১.০৬২
  সংযুক্ত আরব আমিরাত +০.২১৪
    নেপাল -০.০২৪
  ওমান -০.০৮২
  হংকং -০.১৩২
  মালয়েশিয়া -০.৯৫১
১ মে
৯:৩০
স্কোরকার্ড
মালয়েশিয়া  
১৯৫ (৪০.২ ওভার)
  ওমান
২৬৯/৬ (৫০ ওভার)
জিশান মাকসুদ ৭৭ (১০৮)
হাসান গুলাম ৪/৭২ (১০ ওভার)
  • ওমান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

১ মে
৯:৩০
স্কোরকার্ড
আফগানিস্তান  
২১৮/৪ (৪৩.১ ওভার)
  হংকং*
২১৬ (৪৯.৩ ওভার)
উসমান গনি ৭০ (৬৮)
এহসান নওয়াজ ১/১৯ (৩ ওভার)
বাবর হায়াত ৫৩ (৬৬)
আমির হামজা ২/২০ (১০ ওভার)
  আফগানিস্তান ৬ উইকেটে বিজয়ী
বেওয়েমাস ওভাল, কুয়ালালামপুর
আম্পায়ার: বিবি প্রধান ও সারিকা প্রসাদ
ম্যাচ সেরা খেলোয়াড়: উসমান গনি (আফগানিস্তান)
  • আফগানিস্তান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

১ মে
৯:৩০
স্কোরকার্ড
নেপাল    
১৯৫/৬ (৩৯.৫ ওভার)
  সংযুক্ত আরব আমিরাত
১৯১ (৪৮.১ ওভার)
সুবাশ খাকুরেল ৭১ (৯১)
ফয়েজ আহমেদ ২/৪৯ (৯.৫ ওভার)
স্বপ্নীল পাতিল ৭৬ (৯৫)
মেহবুব আলম ৩/২১ (৮ ওভার)
  • নেপাল টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২ মে
৯:৩০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত  
২৩২ (৪৪.৩ ওভার)
  আফগানিস্তান*
৩০২/৫ (৫০ ওভার)
আমজাদ আলী ৯৮ (১০৭)
রহমত শাহ ৫/৩২ (৫.৩ ওভার)
  আফগানিস্তান ৭০ রানে বিজয়ী
কিনরারা একাডেমী ওভাল, কুয়ালালামপুর
আম্পায়ার: বুদ্ধি প্রধান ও সারিকা প্রসাদ
ম্যাচ সেরা খেলোয়াড়: মোহাম্মাদ নবী (আফগানিস্তান)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২ মে
৯:৩০
স্কোরকার্ড
নেপাল    
১৫০/৫ (৩৭.৩ ওভার)
  মালয়েশিয়া
১৪৯ (৪৩ ওভার)
মেহবুব আলম ৫৩ (৭১)
সুরেশ নবরত্মম ৩/৩৩ (৯ ওভার)
    নেপাল ৫ উইকেটে বিজয়ী
বেওয়েমাস ওভাল, কুয়ালালামপুর
আম্পায়ার: বিনয় কুমার ঝা ও বিশ্বনন্দন কালিদাস
ম্যাচ সেরা খেলোয়াড়: সোমপাল কামি (নেপাল)
  • মালয়েশিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২ মে
৯:৩০
স্কোরকার্ড
ওমান  
১৪৩ (৪৫.১ ওভার)
  হংকং
১৩৪ (৪১.১ ওভার)
সুলতান আহমেদ ৩৭ (৫৫)
ইরফান আহমেদ ৩/১৭ (৭.১ ওভার)
হাসিব আমজাদ ৩৮ (৩৫)
অজয় লালচেতা ৪/২২ (১০ ওভার)
  ওমান ৯ রানে বিজয়ী
সেলাঙ্গর টার্ফ ক্লাব, সেলাঙ্গর
আম্পায়ার: রমনি বাতুমালাই ও পুবালন লোগানাথন
ম্যাচ সেরা খেলোয়াড়: অজয় লালচেতা (ওমান)
  • হংকং টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৪ মে
৯:৩০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত  
১৫৮/৮ (৪৮.৩ ওভার)
  হংকং*
১৫৭ (৪৫.২ ওভার)
ফয়েজ আহমেদ ৩৭ (৭৯)
তানভির আফজাল ২/২৭ (৯ ওভার)
ইরফান আহমেদ ৩০ (৩৫)
মোহাম্মদ শাহজাদ ৪/২৮ (১০ ওভার)
  সংযুক্ত আরব আমিরাত ২ উইকেটে বিজয়ী
কিনরারা একাডেমী ওভাল, কুয়ালালামপুর
আম্পায়ার: বুদ্ধি প্রধান ও সারিকা প্রসাদ
ম্যাচ সেরা খেলোয়াড়: মোহাম্মাদ শাহজাদ (সংযুক্ত আরব আমিরাত)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৪ মে
৯:৩০
স্কোরকার্ড
মালয়েশিয়া  
১৭৬/৭ (৩৭ ওভার)
  আফগানিস্তান
১৭৫ (৪৬ ওভার)
ফয়েজ আহমেদ ৪৪ (৪৯)
শাপুর জাদরান ২/৪৪ (৭ ওভার)
উসমান গনি ৩৬ (৪৮)
খিজির হায়াত ৪/২৯ (৮ ওভার)
  মালয়েশিয়া ৩ উইকেটে বিজয়ী
বেওয়েমাস ওভাল, কুয়ালালামপুর
আম্পায়ার: বিনয় কুমার ঝা ও উপুল কালুহেত্তি
ম্যাচ সেরা খেলোয়াড়: খিজার হায়াত (মালয়েশিয়া)
  • মালয়েশিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৪ মে
৯:৩০
স্কোরকার্ড
ওমান  
১৬১/৮ (৪৭.৫ ওভার)
    নেপাল
১৫৭ (৪৫ ওভার)
জিশান মাকসুদ ৪৪ (৪৯)
শক্তি গৌচাঁন ২/১৯ (১০ ওভার)
জ্ঞানেন্দ্র মল্ল ২৬ (২৪)
আমির কালিম ৪/৩৫ (১০ ওভার)
  ওমান ২ উইকেটে বিজয়ী
সেলাঙ্গর টার্ফ ক্লাব, সেলাঙ্গর
আম্পায়ার: বিশ্বনন্দন কালিদাস ও শাফিজান শাহরিমান
ম্যাচ সেরা খেলোয়াড়: আমির কালিম (ওমান)
  • ওমান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৫ মে
৯:৩০
স্কোরকার্ড
মালয়েশিয়া  
১৫৮ (৪৪.৪ ওভার)
  সংযুক্ত আরব আমিরাত
১৬২/৪ (২৫.৪ ওভার)
আনোয়ার আরুদিন ৩৭ (৪০)
ফয়েজ আহমেদ ৩/১২ (৪.৪ ওভার)
শাইমান আনোয়ার ৫৩ (৩৩)
হাসান গুলাম ২/৩১ (৫.৪ ওভার)
  সংযুক্ত আরব আমিরাত ৬ উইকেটে বিজয়ী
কিনরারা একাডেমী ওভাল, কুয়ালালামপুর
আম্পায়ার: বিনয় কুমার ঝা ও উপুল কালুহেত্তি
ম্যাচ সেরা খেলোয়াড়: ফয়েজ আহমেদ (সংযুক্ত আরব আমিরাত)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৫ মে
৯:৩০
স্কোরকার্ড
হংকং  
১৮১ (৪১.৫ ওভার)
    নেপাল
১৪৭/৩ (৩৪.১ ওভার)
ইরফান আহমেদ ১০৬ (১১৫)
সোমপাল কামি ৪/৩৪ (৭ ওভার)
পরস খদকা ৪৩* (৫২)
ইরফান আহমেদ ২/২৫ (৮ ওভার)
    নেপাল ৭ উইকেটে বিজয়ী (ডি/এল)
বেওয়েমাস ওভাল, কুয়ালালামপুর
আম্পায়ার: রমনি বাতুমালাই ও বিশ্বনন্দন কালিদাস
ম্যাচ সেরা খেলোয়াড়: ইরফান আহমেদ (হংকং)
  • নেপাল টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ৩৮ ওভারে জয়ের লক্ষ্যমাত্রা ১৪৪ রানে ধার্য্য করা হয় (ডি/এল)

৫ মে
৯:৩০
স্কোরকার্ড
ওমান  
১৮৬ (৪৮.১ ওভার)
  আফগানিস্তান
১৮৭/৫ (৩৪ ওভার)
জিশান মাকসুদ ৪৩ (৬১)
মোহাম্মাদ নবী ৩/২৬ (১০ ওভার)
নূর আলী জাদরান ৬৭ (৮৩)
আমির আলী ১/৪ (২ ওভার)
  আফগানিস্তান ৫ উইকেটে বিজয়ী
সেলাঙ্গর টার্ফ ক্লাব, সেলাঙ্গর
আম্পায়ার: লোগানাথন পুবালন ও নারায়ণন শিবন
ম্যাচ সেরা খেলোয়াড়: সামিউল্লাহ শেনওয়ারি (আফগানিস্তান)
  • আফগানিস্তান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৭ মে
৯:৩০
স্কোরকার্ড
নেপাল    
১২৮/৯ (৩২ ওভার)
  আফগানিস্তান
২৬২ (৪৯.৩ ওভার)
পরস খদকা ৩৩ (৫১)
দৌলত জাদরান ৪/২৬ (৭ ওভার)
উসমান গনি ৫১ (৬১)
শক্তি গৌচাঁন ৩/৩৯ (১০ ওভার)
  আফগানিস্তান ১০৮ রানে বিজয়ী (ডি/এল)
কিনরারা একাডেমী ওভাল, কুয়ালালামপুর
আম্পায়ার: সারিকা প্রসাদ ও শাফিজান শাহরিমন
ম্যাচ সেরা খেলোয়াড়: দৌলত জাদরান (আফগানিস্তান)
  • নেপাল টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ৩২ ওভারে জয়ের লক্ষ্যমাত্রা ২৩৭ রান ধার্য্য করা হয় (ডি/এল)।

৭ মে
৯:৩০
স্কোরকার্ড
ওমান  
১০৫ (৩৮ ওভার)
  সংযুক্ত আরব আমিরাত
১৬২ (৩৮.৪ ওভার)
  সংযুক্ত আরব আমিরাত ৫৭ রানে বিজয়ী
বেওয়েমাস ওভাল, কুয়ালালামপুর
আম্পায়ার: লোগননাথন পুবালন ও নারায়ণন শিবন
ম্যাচ সেরা খেলোয়াড়: মোহাম্মদ শাহজাদ (সংযুক্ত আরব আমিরাত)
  • ওমান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৭ মে
৯:৩০
স্কোরকার্ড
হংকং  
১৮৬/৬ (৪২.১ ওভার)
  মালয়েশিয়া
১৮৪ (৪৬.৫ ওভার)
হামাদুল্লাহ খান ৩৮ (৭৫)
নাদিম আহমেদ ৩/২৮ (৮.৫ ওভার)
বাবর হায়াত ৪৫ (৭৬)
খিজির হায়াত ২/২৯ (১০ ওভার)
  হংকং ৪ উইকেটে বিজয়ী
সেলাঙ্গর টার্ফ ক্লাব, সেলাঙ্গর
আম্পায়ার: বিনয় কুমার ও বুদ্ধি প্রধান
ম্যাচ সেরা খেলোয়াড়: ওয়াকাস বরকত (হংকং)
  • হংকং টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

পরিসংখ্যান

সম্পাদনা

সর্বাধিক রান

সম্পাদনা

সর্বমোট রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের তালিকা ছক আকারে তুলে ধরা হলো:

খেলোয়াড় দল রান ইনিংস গড় স্ট্রাইক রেট সর্বোচ্চ রান ১০০ ৫০
উসমান গনি   আফগানিস্তান ২২৮ ৪৫.৬০ ৮৫.০৭ ৭০
আমজাদ আলী   সংযুক্ত আরব আমিরাত ২০৭ ৪১.৪০ ৮৩.৪৬ ৯৮
ইরফান আহমেদ   হংকং ২০১ ৪০.২০ ৯৬.১৭ ১০৬
নূর আলী জাদরান   আফগানিস্তান ১৯৯ ৩৯.৮০ ৭৫.৬৬ ৬৭
সামিউল্লাহ শেনওয়ারি   আফগানিস্তান ১৭৩ ৫৭.৬৬ ১০০.৫৮ ৮২*

সর্বাধিক উইকেট

সম্পাদনা

সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী শীর্ষ পাঁচ বোলারের তালিকা নিম্নে দেয়া হলো:

খেলোয়াড় দল উইকেট খেলার সংখ্যা গড় স্ট্রাইক রেট ইকোনোমি সেরা বোলিং
সোমপাল কামি     নেপাল ১৫ ১৫.১৩ ১৭.২ ৫.২৫ ৫/৪৭
ইরফান আহমেদ   হংকং ১০ ১৬.৬০ ২২.৯ ৪.৩৪ ৩/১৭
আমির কালিম   ওমান ১৪.১১ ২১.৪ ৩.৯৪ ৪/৩৬
দৌলত জাদরান   আফগানিস্তান ১৫.৪৪ ১৮.৪ ৫.০২ ৪/২৬
বসন্ত রেগমি     নেপাল ২০.১১ ৩০.৮ ৩.৯০ ৩/৪২


তথ্যসূত্র

সম্পাদনা