২০১৪-১৫ অস্ট্রেলিয়ায় হংকং বনাম পাপুয়া নিউগিনি ক্রিকেট দল
হংকং ক্রিকেট দল ও পাপুয়া নিউগিনি ক্রিকেট দল ৮-১৩ নভেম্বর, ২০১৪ তারিখ পর্যন্ত অস্ট্রেলিয়া সফর করে। এ সফরে উক্ত দল দু’টি দুইটি একদিনের আন্তর্জাতিক ও একটি তিনদিনের খেলায় অংশগ্রহণ করে।[১] আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে একদিনের আন্তর্জাতিকের মর্যাদাপ্রাপ্তির পর পাপুয়া নিউগিনি দলের এটিই প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় অংশগ্রহণ।[২] একদিনের আন্তর্জাতিক সিরিজে পাপুয়া নিউগিনি ক্রিকেট দল ২-০ ব্যবধানে সিরিজ জয় করে।
২০১৪-১৫ অস্ট্রেলিয়ায় হংকং বনাম পাপুয়া নিউগিনি ক্রিকেট দল | |||
---|---|---|---|
হংকং | পাপুয়া নিউগিনি | ||
তারিখ | ৮ নভেম্বর – ১৩ নভেম্বর, ২০১৪ | ||
অধিনায়ক | জেমস অ্যাটকিনসন | ক্রিস আমিনি | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে পাপুয়া নিউগিনি ২–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | জেমস অ্যাটকিনসন (৮১) | লেগা সিয়াকা (১৪০) | |
সর্বাধিক উইকেট | তানভির আফজাল (৩) | নরম্যান ভানুয়া (৪) |
দলের সদস্য
সম্পাদনাএকদিনের আন্তর্জাতিক | |
---|---|
হংকং[৩] | পাপুয়া নিউগিনি[৪] |
ওডিআই সিরিজ
সম্পাদনা১ম ওডিআই
সম্পাদনা ৮ নভেম্বর, ২০১৪
স্কোরকার্ড |
ব
|
||
- হংকং টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- চার্লস আমিনি, ক্রিস আমিনি, মহুরু দাই, উইলি গাভেরা, ভনি মোরিয়া, পিপি রাহো, লেগা সিয়াকা, টনি উরা, আসাদ ভালা, জ্যাক ভারে ও জারেইন্ট জোন্স - প্রত্যেকেরই পাপুয়া নিউগিনি’র পক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে। তন্মধ্যে জোন্স ইংল্যান্ডের পক্ষে ৪৯টি ওডিআইয়ে অংশ নিয়েছিলেন।
- আইজাজ খান, অংশুমান রথ ও কিঞ্চিৎ শাহের হংকংয়ের পক্ষে ওডিআইয়ে অভিষেক ঘটে।
২য় ওডিআই
সম্পাদনাব
|
||
- হংকং টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পাপুয়া নিউগিনির পক্ষে নরম্যান ভানুয়া’র একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে।
তিনদিনের খেলা
সম্পাদনাএকটিমাত্র তিনদিনের খেলা
সম্পাদনা১১-১৩ নভেম্বর, ২০১৪
স্কোরকার্ড |
ব
|
||
- পাপুয়া নিউগিনি টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- প্রতি দলে খেলোয়াড়ের সংখ্যা ১৪ (১১ ব্যাটিং, ১১ ফিল্ডিং)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Hong Kong tour of Australia, 2014/15"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৪।
- ↑ "Papua New Guinea set to make ODI debut"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৪।
- ↑ "Hong Kong Squad"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৪।
- ↑ "Sport: PNG cricket team named for historic internationals"। Radio NZ। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৪।