২০১১ কমনওয়েলথ যুব গেমসে জিব্রাল্টার
৭ থেকে ১৩ সেপ্টেম্বর ২০১১ তে আইল অব ম্যান-এ অনুষ্ঠিত ২০১১ কমনওয়েলথ যুব গেমস-এ (আনুষ্ঠানিকভাবে চতুর্থ কমনওয়েলথ যুব গেমস হিসাবে পরিচিত) অংশ নেন। এটা কমনওয়েলথ যুব গেমস তাদের দ্বিতীয় বার উপস্থিতি হওয়া। জিব্রাল্টারের ব্রিটিশ উপনিবেশ কমনওয়েলথ গেমস এসোসিয়েশন অফ জিব্রাল্টারের মাধ্যমে প্রতিনিধিত্ব করে, যা কমনওয়েলথ গেমস এবং জিব্রাল্টারে কমনওয়েলথ যুব গেমসের জন্য দায়িত্বপূর্ণ। এসোসিয়েশন পাঁচজন পুরুষ প্রতিযোগীর একটি প্রতিনিধিদল নির্বাচন করে, যারা এগারটি ইভেন্টের তিনটি ভিন্ন খেলাধুলায় নেন। কোন ক্রীড়াবিদ একটি পদকও জেতেননি। জেরাই তোরেস ২০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে পৌঁছান,যেখানে তিনি সবার পরে থেকে দৌড় শেষ করেন। অন্য দুই অ্যাথলেটিক্স প্রতিযোগী,শেন কলাডো এবং কার্ল বালদাছিনো,তাদের নিজ নিজ ইভেন্টের প্রাথমিক পর্যায়ে পার হতে ব্যর্থ হন। সাইকেলিস্ট ফ্রাঙ্ক ওয়ারউইক ট্রায়াল ইভেন্টে ৩৫তম এবং রোড রেস ইভেন্টে ৩৭তম স্থান অর্জন করেন। জেমস স্যান্ডারসন সাঁতার এর পাঁচটি ভিন্ন ইভেন্টে -বাটারফ্লাই এর দুইটি এবং ফ্রিস্টাইলের তিনটি ইভেন্টে অংশগ্রহণ করেন,তিনি পাঁচটি কোনোটিও ফাইনালে পৌঁছাতে পারেননি।
চতুর্থ কমনওয়েলথ যুব গেমস | |||
---|---|---|---|
স্বাগতিক শহর | আইল অব ম্যান | ||
অংশগ্রহণকারী জাতিসমূহ | ৬৪ | ||
অংশগ্রহণকারী ক্রীড়াবিদ | ৮০০ | ||
বিষয়সমূহ | ৭টি ক্রীড়াতে ১১০টি | ||
উদ্বোধনী অনুষ্ঠান | ৭ সেপ্টেম্বর | ||
সমাপ্তি অনুষ্ঠান | সেপ্টেম্বর ১৩ | ||
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন | প্রিন্স এডওয়ার্ড, ওয়েসেক্সের আর্ল [১] | ||
প্রধান মিলনস্থন | জাতীয় ক্রীড়া কেন্দ্র | ||
|
পটভূমি
সম্পাদনাজিব্রাল্টার ১৯৫৪ সালে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে সর্বপ্রথম অংশগ্রহণ করে। তারপর থেকে দেশটি প্রতিযোগিতাটির প্রতিটি আসরেই অংশগ্রহণ করেছে।[২] জিব্রাল্টার কমনওয়েলথ গেমস এসোসিয়েশন জিব্রাল্টার কমনওয়েলথ ও কমনওয়েলথ যুব গেমস এর দায়িত্ব নেয়।[৩] জিব্রাল্টার কমনওয়েলথ যুব গেমসের প্রথম দুই সংস্করণ এডিনবরা (২০০০) এবং বেন্ডিগো(২০০৪) এর জন্য কোন প্রতিনিধি পাঠায়নি।[৪][৫] জিব্রাল্টার থেকে সাত ক্রীড়াবিদের একটি প্রতিনিধিদল পুনেতে ২০০৮ কমনওয়েলথ যুব গেমসে অংশ নেয়।[৬] সাত ক্রীড়াবিদের কেউই কোন পদক জেতেননি ।[৭] ৭ থেকে ১৩ সেপ্টেম্বর আইল অব ম্যানের ব্রিটিশ ক্রাউন ডিপেনসিতে অনুষ্ঠিত ২০১১ কমনওয়েলথ যুব গেমসে অংশগ্রহণকারী ৬৩ টি দেশের মধ্যে একটি হল জিব্রাল্টার, এটি ছিল কমনওয়েলথ যুব গেমসে তাদের দ্বিতীয় আসর।[৮] কমনওয়েলথ গেমস এসোসিয়েশন অফ জিব্রাল্টার পাঁচজন প্রতিযোগীর একটি প্রতিনিধিদল নির্বাচন করে। প্রতিনিধিদলে শুধু পুরুষ ক্রীড়াবিদ ছিলেন এবং তারা অ্যাথলেটিক্স, সাইক্লিং এবং সাঁতার এর এগারটি ভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।[৯]
শরীরচর্চা
সম্পাদনাশরীরচর্চায়,কমনওয়েলথ গেমস এসোসিয়েশন অফ জিব্রাল্টার তিন জন প্রতিযোগীর নিবন্ধন করিয়েছিল: শেন কলাডো, জেরাই তোরেস এবং কার্ল বালদাছিনো। তিন ক্রীড়াবিদের সবাই দুইটি ইভেন্টে অংশ নেন (২০০ মিটার এবং ৪০০মিটার স্প্রিন্ট রেস)। জেরাই তোরেস উভয় ইভেন্টে অংশ নেন এবং ২০০ মিটার দৌড়ের সেমিফাইনালে পৌঁছান। তিনি দৌড় শেষ করতে ২৩.২৫ সেকেন্ড সময় নেন যার ফলে তিনি তালিকার তলানিতে স্থান পান, যা তার চূড়ান্ত দৌড়ে অংশ নেওয়ার জন্য যথেষ্ট ছিল না। শেন কলাডো এবং কার্ল বালদাছিনো উভয়েই তাদের নিজ নিজ পর্ব থেকে বিদায় নিতে নেন।[১০][১১]
ক্রীড়াবিদ | ইভেন্ট | হেট | সেমিফিনাল | ফাইনাল | |||
---|---|---|---|---|---|---|---|
ফল | মর্যাদাক্রম | ফল | মর্যাদাক্রম | ফল | মর্যাদাক্রম | ||
শেন কলাডো | ২০০ মি. স্প্রিন্ট | ২৫.৩৬ | ৮ম | অগ্রসর হতে পারেননি | |||
জেরাই তোরেস | ২০০ মি. স্প্রিন্ট | ২২.৮৩ | ৪য | ২৩.২৫ | ৫ম | অগ্রসর হতে পারেননি | |
৪০০ মি. স্প্রিন্ট | ৫৩.১১ | ৫ম | অগ্রসর হতে পারেননি | ||||
কার্ল বালদাছিনো | ৪০০ মি. স্প্রিন্ট | ৫৩.৯৭ | ৫ম | অগ্রসর হতে পারেননি |
- য= পরের রাউন্ডের জন্য যোগ্য
সাইক্লিং
সম্পাদনাফ্রাঙ্ক ওয়ারউইক ছিলেন জিব্রাল্টার প্রতিনিধিদলের একমাত্র সাইক্লিস্ট। তিনি টাইম ট্রায়াল এবং রোড রেস উভয় সাইক্লিং ইভেন্টে অংশ নেন। তিনি দুটি ইভেন্টের কোনটিতেই পদক পাননি।[১২][১৩]
ক্রীড়াবিদ | ইভেন্ট | সময় | মর্যাদাক্রম |
---|---|---|---|
ফ্রাঙ্ক ওয়ারউইক | টাইম ট্রায়াল | ১১.০৮ | ৩৫ |
রোড রেস | @ ৫ ল্যাপ | ৩৫ |
সাঁতার
সম্পাদনাজেমস স্যান্ডারসন সাঁতার এর পাঁচটি বিভিন্ন ইভেন্টে জিব্রাল্টারের প্রতিনিধিত্ব করেন -৫০ মিটার বাটারফ্লাই, ২০০ মিটার ফ্রিস্টাইল, ১০০ মিটার ফ্রিস্টাইল, ১০০ মিটার বাটারফ্লাই এবং ৫০মিটার ফ্রিস্টাইল। তার সেরা ফল ছিল ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে, যেখানে তিনি চূড়ান্ত তালিকায় দ্বাদশ স্থান অর্জন করেন।[১৪]
ক্রীড়াবিদ | ইভেন্ট | হিট | ফাইনাল | ||
---|---|---|---|---|---|
ফল | মর্যাদাক্রম | ফল | মর্যাদাক্রম | ||
জেমস স্যান্ডারসন | ৫০ মি বাটারফ্লাই | ২৬.৬৩ | ১২তম | অগ্রসর হতে পারেননি | |
২০০ মি ফ্রিস্টাইল | ১:৫৬.৩৯ | ১৬তম | অগ্রসর হতে পারেননি | ||
১০০ মি ফ্রিস্টাইল | ৫৩.৭৮ | ১৬তম | অগ্রসর হতে পারেননি | ||
১০০ মি বাটারফ্লাই | ৫৮.৫৭ | ১৩তম | অগ্রসর হতে পারেননি | ||
৫০ মি ফ্রিস্টাইল | ২৪.৮৪ | ১৫তম | অগ্রসর হতে পারেননি |
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Hawley, Tessa (১১ আগস্ট ২০১১)। "Prince Edward to open Commonwealth Youth Games"। isleofman.com। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১১।
- ↑ "Countries – Gibraltar – Results by Games" (ইংরেজি ভাষায়)। thecgf.com. কমনওয়েলথ গেমস ফেডারেশন। ১৪ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১২।
- ↑ "Countries – Gibraltar" (ইংরেজি ভাষায়)। thecgf.com. কমনওয়েলথ গেমস ফেডারেশন। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টে ২০১২।
- ↑ "Commonwealth Youth Games – Edinburgh 2000" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। thecgf.com. কমনওয়েলথ গেমস ফেডারেশন। ১৪ অক্টোবর ২০১১ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১২।
- ↑ "About the Games – Countries" (ইংরেজি ভাষায়)। bendigo2004.thecgf.com. 2011 Commonwealth Youth Games আয়োজক কমিটি। ৫ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১২।
- ↑ "Gibraltar – Athletes List" (ইংরেজি ভাষায়)। cygpune২০০৮.com. ২০০৮ Commonwealth Youth Games আয়োজক কমিটি। ১৭ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১২।
- ↑ "Overall Medal Standings" (ইংরেজি ভাষায়)। results.cygpune২০০৮.com. ২০০৮ Commonwealth Youth Games আয়োজক কমিটি। ১২ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১২।
- ↑ "Countries" (ইংরেজি ভাষায়)। cyg২০১১1results.com. CYG ২০১১ আয়োজক কমিটি। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১২।
- ↑ "Countries – Gibraltar – Entries" (ইংরেজি ভাষায়)। cyg২০১১results.com. CYG ২০১১ আয়োজক কমিটি। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১২।
- ↑ "Athletics – ২০০ men" (ইংরেজি ভাষায়)। cyg২০১১results.com. CYG ২০১১ আয়োজক কমিটি। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১২।
- ↑ "Athletics – ৪০০ men" (ইংরেজি ভাষায়)। cyg২০১১results.com. CYG ২০১১ আয়োজক কমিটি। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১২।
- ↑ "Cycling – Road race men" (ইংরেজি ভাষায়)। cyg২০১১results.com. CYG ২০১১ আয়োজক কমিটি। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১২।
- ↑ "Cycling – Time trail men" (ইংরেজি ভাষায়)। cyg২০১১results.com. CYG ২০১১ আয়োজক কমিটি। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১২।
- ↑ "Competitor Details – James Sanderson" (ইংরেজি ভাষায়)। cyg২০১১results.com. CYG ২০১১ আয়োজক কমিটি। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১২।
বহিঃসংযোগ
সম্পাদনা- (ইংরেজি) খেলার অফিসিয়াল ওয়েবসাইট
- (ইংরেজি) খেলার(ফলাফল) অফিসিয়াল ওয়েবসাইট