২০০৬ মুম্বই উপনগরীয় রেলে বোমা হামলা
(২০০৬ মুম্বাই উপনগরীয় রেলে বোমা হামলা থেকে পুনর্নির্দেশিত)
জুলাই ১১ ২০০৬ মুম্বই বিস্ফোরণ: মঙ্গলবার সন্ধ্যায় মুম্বই স্থানীয় ট্রেন হওয়া ৭ বিস্ফোরণে ১৩৫ বেশি মানুষ নিহত হয়েছে। বিস্ফোরণ মাটুঙ্গা, মাহিম, খার, সান্তাক্রুজ, জোগেশ্বরী, বরিভালি, মীরা রোড এবং ভাইন্দর এলাকায় স্থানীয় ট্রেনে হয়েছে।
বিস্তৃত তথ্য
সম্পাদনাজুলাই ১১ ২০০৬ মুম্বই বিষ্ফোরণ সংখ্যা | ||||
স্থান | সময় (সন্ধ্যায়) | নিহত |
আহত |
সূত্র |
মাহিম | ৬:৩০ | ৩০ | ২৭ | |
বরিভালি | ৬:২৬ | ৩০ | ১২ | |
জোগেশ্বরী | ৬:২৫ | ৩০ | ১৬ | |
খার রোড |
৬:২৪ | ২৯ | ১৪ | |
মাটুঙ্গা রোড | ৬:৩০ | ২৫ | ২৩ | |
মীরা রোড | ৬:২৯ | ১০ | - | |
সান্তক্রুজ | ২৯ | ৩৯ | ||
সর্বমোট | ১৮৩ | ১৩১ |