২০০৪ জালনা মসজিদ বোমা হামলা
২০০৪ জালনা মসজিদ বোমা হামলা হচ্ছে ২০০৪ সালের ২৪শে আগস্ট তারিখে ভারতের মহারাষ্ট্রের জালনার একটি স্থানীয় মসজিদে সংগঠিত দুটি পৃথক অপরিশোধিত বোমা হামলা।[১][২] জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার তথ্য মতে, জালনার কাদরিয়া মসজিদে প্রথম বোমা হামলাটি ঘটে দুপুর ১:৪৫ মিনিটে এবং এর ১৫ মিনিট পরে পূর্না শহরের উপকণ্ঠে পার্বণী জেলাতে অবস্থিত অন্য আরেকটি মসজিদে দ্বিতীয় হামলাটি ঘটে।[৩] শুক্রবারের নামাজের সময় এই হামলা চালানো হয়েছিল এবং এতে মোট ১৮ জন আহত হয়েছিল।[৪] পরে ২০১২ সালের ১৮ই জুলাই তারিখে, জেলা ও দায়রা আদালতের কাছে প্রমাণের অভাবে সাতজন আসামিকে খালাস পেয়ে গিয়েছে।[৫]
২০০৪ জালনা মসজিদ বোমা হামলা | |
---|---|
স্থান | জালনা, মহারাষ্ট্র, ভারত |
তারিখ | ২৭ আগস্ট ২০০৪ দুপুর ১:৪৫ (জিএমটি +০৮:০০) |
লক্ষ্য | বেসামরিক মুসলিমের নামাজ[১] |
হামলার ধরন | বোমা[১] |
নিহত | ০ |
আহত | ১৮ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "'Bomb blasts' at Indian mosques" (ইংরেজি ভাষায়)। BBC News। ২৭ আগস্ট ২০০৪। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৬।
- ↑ "Hearing in Jalna Mosque Bomb Blast Case Begins" (ইংরেজি ভাষায়)। Outlook। ৭ ডিসেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৬।
- ↑ চৌধুরী, প্রবীণ কুমার। Communal Crimes and National Integration: A Socio-legal Study (ইংরেজি ভাষায়)। Readworthy। পৃষ্ঠা 108। আইএসবিএন 9789350180402। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৬।
- ↑ "Bomb attacks, arson in Maharashtra; 18 hurt" (ইংরেজি ভাষায়)। The Tribune (Chandigarh)। ৪ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৬।
- ↑ "Lack of proof bails out 7 Jalna blast suspects" (ইংরেজি ভাষায়)। The Times of India। ২৮ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৬।