১ টাকার বউ

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি চলচ্চিত্র

১ টাকার বউ পি এ কাজল পরিচালিত ২০০৮ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী-নাট্য চলচ্চিত্র। ছবিটির কাহিনী লিখেছেন কমল সরকার, চিত্রনাট্য লিখেছেন পি এ কাজল এবং সংলাপ লিখেছেন ছটকু আহমেদ। ঋদ্ধি টকিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন নিশা তাসনিম শেখ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, শাবনূররুমানা খান[]

১ টাকার বউ
১ টাকার বউ
পরিচালকপি এ কাজল
প্রযোজকনিশা তাসনিম শেখ
রচয়িতাছটকু আহমেদ (সংলাপ)
চিত্রনাট্যকারপি এ কাজল
কাহিনিকারকমল সরকার
শ্রেষ্ঠাংশে
সুরকারশওকত আলী ইমন
চিত্রগ্রাহকমজিবুল হক ভূঁইয়া
সম্পাদকচিশতী জামাল
প্রযোজনা
কোম্পানি
ঋদ্ধি টকিজ
মুক্তি২ অক্টোবর, ২০০৮
স্থিতিকাল১৩৭ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

চলচ্চিত্রটি ২০০৮ সালের ২ অক্টোবর ঈদুল ফিতরে বাংলাদেশে ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[] এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রার্থনা ফারদিন দিঘী ৩৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে পুরস্কৃত হন[] এবং শাবনূর ১১তম মেরিল-প্রথম আলো পুরস্কারে তারকা জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হন।[] এছাড়া রুমানা মোর্শেদ কনকচাঁপা শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[]

কাহিনী সংক্ষেপ

সম্পাদনা

কাজল ও কিরণ দুই বোন তাদের মামাতো ভাই রাজকে পছন্দ করে। রাজ দুই বোনের সাথে প্রেম বিষয়ে ঠাট্টা-তামাশা করে। কিরণ সারাদিন রাজের বাবা শওকত চৌধুরীকে নিয়ে মশগুল থাকে এবং তাকে সে বাবা বলেই ডাকে। অন্যদিকে কাজল রাজের অফিসে তার সহকারী হিসেবে কাজ করে। অফিসে তাদের মধ্যে অফিস রোম্যান্স চলে, যা পরিবারের কাউকে না জানিয়ে রেজিস্টার অফিসে গিয়ে বিয়ে পর্যন্ত গড়ায়। বিয়ের কিছু দিন পরে কাজল জানতে পারে তার মামা রাজ আর কিরণের বিয়ের বন্দোবস্ত করছে। ছোট বোনের সুখের কথা ভেবে কাজল মোহাব্বতকে বিয়ে করার নাটক সাজিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়।

কাজলের একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে। সে তাকে নিয়ে একটি ছোট বাসায় বসবাস করে। একদিন রাজের গাড়ির সামনে এসে পরে কাজলের মেয়ে দিঘী। শুরু হয় তাদের মধ্যে বন্ধুত্ব। রাজ প্রায়ই দিঘীর সাথে দেখা করতে আসে। এভাবে একদিন সে দিঘীর আসল পরিচয় জানতে পারে।

অভিনয়শিল্পী

সম্পাদনা

নৃত্য পরিচালনা করেন ইমদাদুল হক খোকন, হাবিবুর রহমান ও আজিজ রেজা


সঙ্গীত

সম্পাদনা

১ টাকার বউ চলচ্চিত্রের গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন এবং আবহ সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। গীত রচনা করেছেন কবির বকুল। ছবিতে ৫টি গান রয়েছে। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, রুনা লায়লা, কুমার বিশ্বজিৎ, রুমানা মোর্শেদ কনকচাঁপাখান আসিফ আগুন

গানের তালিকা

সম্পাদনা
নং.শিরোনামকণ্ঠশিল্পীদৈর্ঘ্য
১."আওলা প্রেমের বাউলা বাতাস"কুমার বিশ্বজিৎ৪:২৮
২."মন দিলাম প্রাণ দিলাম"কুমার বিশ্বজিৎরুনা লায়লা৪:৩৯
৩."একটা নৌকা কিনে দিব"খান আসিফ আগুন 
৪."আমি তোমার প্রেমে"সাবিনা ইয়াসমিন 
৫."ও লিটল ফ্রেন্ড"এন্ড্রু কিশোরসাবিনা ইয়াসমিন 
৬."ভালোবাসা ভালোবাসা থাক তুমি"কনকচাঁপা৫:২৩

পুরস্কার

সম্পাদনা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
মেরিল-প্রথম আলো পুরস্কার

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Shazu, Shah Alam (২০ জুলাই ২০১১)। "Romana's winning streak"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৭ 
  2. "'My Name is Khan' to be released in Eid"বিজনেসনিউজ২৪বিডি। ২৯ জুলাই ২০১৩। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৭ 
  3. মুৎসুদ্দী, ইলা (১২ নভেম্বর ২০১৫)। "জাতীয় পুরস্কার প্রাপ্ত নায়িকা দীঘি"দৈনিক আজাদী। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "Meril-Prothom Alo Award ceremony held"দ্য ডেইলি স্টার। ১১ এপ্রিল ২০০৯। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৭ 
  5. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৮ ঘোষণা"দৈনিক প্রথম আলো। ১২ ফেব্রুয়ারি ২০১০। ৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা