১ অগ্রহায়ণ বাংলা বর্ষপঞ্জি অনুসারে বছরের ২১৭ তম দিন। বছর শেষ হতে আরো ১৪৮ দিন (অধিবর্ষে ১৪৯ দিন) বাকি রয়েছে।

ইতিহাস

সম্পাদনা

ঘটনাবলী

সম্পাদনা
  • ১৬২১ইং - উত্তর ভারতের কাংড়া দুর্গ মোগল সম্রাট জাহাঙ্গীরের দখলে আসে।
  • ১৭৯১ইং - আমেরিকায় প্রথম ক্যাথলিক কলেজ প্রতিষ্ঠিত হয়।
  • ১৭৯৫ইং - লিয়েবে দিযেফের উদ্যোগে বাংলার প্রথম মঞ্চনাটক ‘ছদ্মবেশী’ মঞ্চস্থ হয়।
  • ১৮০৬ইং - আমেরিকায় প্রথম কলেজ ম্যাগাজিন প্রকাশিত হয়।
  • ১৮৩০ইং - প্রথম ভারতীয় হিসেবে রাজা রামমোহন রায় ইংল্যান্ড যাত্রা করেন।
  • ১৮৩৭ইং - আইজাক পিটম্যানের শর্টহ্যান্ড পদ্ধতি প্রথম প্রকাশিত হয়।
  • ১৮৫৯ইং - প্রথম আধুনিক অলিম্পিক খেলা হয় গ্রিসের এথেন্সে।
  • ১৯০৪ইং - জিলেট ব্লেড প্যাটেন্ট করেন সি জিলেট।
  • ১৯১৩ইং - রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার লাভ।
  • ১৯২০ইং - জেনেভায় প্রথম লীগ অব নেশন্সের সভা হয়।
  • ১৯২৬ইং - রেডিও এনবিসি’র সম্প্রচার শুরু ২৪টি কেন্দ্র থেকে।
  • ১৯৩২ইং - ওয়াল্ট ডিজনি আর্ট স্কুল প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৩৫ইং - ফিলিপিন কমনওয়েলথের উদ্বোধন হয়।
  • ১৯৮৪ইং - জার্মানীর রাজধানী বার্লিনে আফ্রিকায় ইউরোপীয় উপনিবেশ গুলোকে ভাগ-বণ্টন করা নিয়ে একটি সম্মেলন হয়েছিল। ইতিহাসে এই সম্মেলনটি বার্লিন সম্মেলন নামে পরিচিত।
  • ১৯৮৮ইং - পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা ঘোষণা দেন।

মৃত্যু

সম্পাদনা
  • ১৬২৯ইং - হাঙ্গেরির রাজা বেথলেন গ্যাবর।
  • ১৬৩০ইং - জার্মানীর বিশিষ্ট নক্ষত্রবিদ জোহান্নেস কেপলার।
  • ১৮৫৬ইং - প্রথম শবব্যবচ্ছেদকারী বাঙালী চিকিৎসক মধুসূদন গুপ্ত।
  • ১৯১৬ইং - নোবেলজয়ী পোলিশ ঔপন্যাসিক হেনরিক সিয়েনকিয়েভিচ।
  • ১৯১৯ইং - নোবেলজয়ী সুইস রসায়নবিদ আলফ্রেড ভের্নের।
  • ১৯২৩ইং - সাংবাদিক-সম্পাদক পাঁচ কড়ি বন্দ্যোপাধ্যায়।
  • ১৯৫৯ইং - পদার্থবিজ্ঞানী, নোবেল বিজয়ী চার্লস উইলসন।

ছুটি এবং অন্যান্য

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা