১৯৯৪ শীতকালীন প্যারালিম্পিক

১৯৯৪ শীতকালীন প্যারালিম্পিক (অফিসিয়ালিভাবে ষষ্ঠ শীতকালীন প্যারালিম্পিক নামে পরিচিত) হল আন্তর্জাতিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা শীতকালীন প্যারালিম্পিক গেমসের ৬ষ্ঠ আয়োজন ১০ - ১৯ মার্চ ১৯৯৪ সালে নরওয়ের লিলেহামারে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এবং আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি) এর মধ্যে সম্পাদিত সহযোগিতা চুক্তি অনুযায়ী এটাই ছিল প্রথম শীতকালীন প্যারালিম্পিক গেমস, যা শীতকালীন অলিম্পিক গেমসের সাথে একই শহরে অনুষ্ঠিত হয়।

৬ষ্ঠ প্যারালিম্পিক শীতকালীন গেমস
স্বাগতিক শহরলিলেহামার, নরওয়ে
নীতিবাক্যNo Limits (Norwegian: Ingen Grenser)
অংশগ্রহণকারী জাতিসমূহ৩১
অংশগ্রহণকারী ক্রীড়াবিদ৪৭১
বিষয়সমূহ৫ টি ক্রীড়ার ১৩৩ টি বিষয়
উদ্বোধনী অনুষ্ঠান১০ মার্চ
সমাপ্তি অনুষ্ঠান১৯ মার্চ
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেনরাণী সোনজা
ক্রীড়াবিদের শপথCato Zahl Pedersen
পারালিম্পিক টর্চHelge Bjørnstad
পারালিম্পিক স্টেডিয়ামHåkons Hall
শীতকালীন:
টিগনেপ আলবার্টভিল ১৯৯২ নাগানো ১৯৯৮  >

১৯৯৪ শীতকালীন প্যারালিম্পিক ছিল আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি কর্তৃক আয়োজিত প্রথম শীতকালীন প্যারালিম্পিক গেমস। এর পূর্বের শীতকালীন গেমসসমূহ আইপিসি এর আয়োজন ছিল না।

ক্রীড়াসমূহ

সম্পাদনা

১৯৯৪ শীতকালীন প্যারালিম্পিকে ৪ টি ক্রীড়ার ৫ বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত। আইস স্লেজ হকি শীতকালীন প্যারালিম্পিক গেমসে প্রথমবারের মত অন্তর্ভুক্ত করা হয়।[]

পদক তালিকা

সম্পাদনা

স্বর্ণ পদক অর্জনকারী শীর্ষ ১০ টি জাতীয় প্যারালিম্পিক কমিটি হল :

  *   স্বাগতিক দেশ (নরওয়ে)

1   নরওয়ে 29 22 13 64
2   জার্মানি 25 21 18 64
3   মার্কিন যুক্তরাষ্ট্র 24 12 7 43
4   ফ্রান্স 14 6 11 31
5   রাশিয়া 10 12 8 30
6   অস্ট্রিয়া 7 16 12 35
7   ফিনল্যান্ড 6 7 12 25
8   সুইডেন 3 3 2 8
9   অস্ট্রেলিয়া 3 2 4 9
10   নিউজিল্যান্ড 3 0 3 6

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Lillehammer 1994"International Paralympic Committee। ২০০৮। সংগ্রহের তারিখ ২০১১-০৭-১২ 

বহিঃসংযোগ

সম্পাদনা