১৯৮৭–৮৮ সন্তোষ ট্রফি

১৯৮৭–৮৮ সন্তোষ ট্রফি ছিল সন্তোষ ট্রফির ৪৪তম সংস্করণ আসর, ভারতে ফুটবলের প্রধান রাজ্য প্রতিযোগিতা। এটি কেরালার কোল্লামে অনুষ্ঠিত হয়েছিল। পাঞ্জাব ফাইনালে কেরালাকে টাইব্রেকারে ৫–৪ গোলে পরাজিত করে ষষ্ঠবারের মতো প্রতিযোগিতা জিতেছেন।

১৯৮৭–৮৮ সন্তোষ ট্রফি
জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
বিবরণ
দেশ ভারত
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়নপাঞ্জাব (৬ষ্ঠ শিরোপা)
রানার-আপকেরালা
পরিসংখ্যান
খেলা৫৬
গোল সংখ্যা১৪৫ (ম্যাচ প্রতি ২.৫৯টি)
শীর্ষ গোলদাতাদরবারা সিং (৭ গোল)

প্রথম পর্ব

সম্পাদনা

গ্রুপ ১

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
পাঞ্জাব ১০ +১০ চূড়ান্ত পর্বে অগ্রসর
উত্তরপ্রদেশ
দিল্লি −২
হিমাচল প্রদেশ ১০ −৮

গ্রুপ ২

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
তামিলনাড়ু +৬ চূড়ান্ত পর্বে অগ্রসর
সার্ভিসেস ১০ +৯
নাগাল্যান্ড −৩
ত্রিপুরা ১২ −১২

গ্রুপ ৩

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
কর্ণাটক +৭ চূড়ান্ত পর্বে অগ্রসর
মধ্যপ্রদেশ +৩
মেঘালয় −৩
গুজরাত −৭

গ্রুপ ৪

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
গোয়া +৯ চূড়ান্ত পর্বে অগ্রসর
হরিয়ানা +২
রাজস্থান −২
পুদুচেরি −৯

গ্রুপ ৫

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
জম্মু ও কাশ্মীর +১ চূড়ান্ত পর্বে অগ্রসর
অন্ধ্রপ্রদেশ +১
সিকিম −২

গ্রুপ ৬

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
মহারাষ্ট্র +৭ চূড়ান্ত পর্বে অগ্রসর
উড়িষ্যা
আসাম −২
মণিপুর −৫

চূড়ান্ত পর্ব

সম্পাদনা

সন্তোষ ট্রফির ১৯৮৬-৮৭ সেমি-ফাইনালিস্ট বাংলা, বিহার, কেরল ও রেলওয়ে সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পায়।

গ্রুপ এ

সম্পাদনা

কর্ণাটক তাদের প্রথম তিন ম্যাচে ০–০ গোলে ড্র করেছিল। বাংলাকে দ্বিতীয় স্থান থেকে সরিয়ে সেমি-ফাইনালে যোগ্যতা অর্জনের জন্য লিগের শেষ ম্যাচে বিহারকে ৫–০ ব্যবধানে পরাজিত করতে হবে তাদের। বিহার ৬–০ গোলের ব্যবধানে হেরে যায়। বাংলার খেলোয়াড়রা ফলাফলের প্রতিবাদে "কালো পতাকা প্রদর্শন" করার চেষ্টা করেছিলেন। এতে অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়, ম্যানেজার মন্টু ঘোষ, সহকারী প্রদীপ দত্ত-সহ ৯ জন বাংলার খেলোয়াড় আহত হন।[]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
পাঞ্জাব +২ সেমি-ফাইনালে উত্তীর্ণ
কর্ণাটক +৬
বাংলা +৪
বিহার −৬
তামিলনাড়ু −৬

গ্রুপ বি

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
কেরালা +৮ সেমি-ফাইনালে উত্তীর্ণ
মহারাষ্ট্র +৫
রেলওয়েজ +২
গোয়া +১
জম্মু ও কাশ্মীর ১৬ −১৬

সেমি-ফাইনাল

সম্পাদনা

ফাইনাল

সম্পাদনা
পাঞ্জাব০–০ (অ.স.প.)কেরালা
প্রতিবেদন
পেনাল্টি
  • পরমিন্দর সিং  
  • জি এস পারমার  
  • জগমোহন সিং  
  • দীপক কুমার  
  • অবতার সিং  
  • ধনবন্ত কুমার  
৫–৪
  •   ক্লেটাস
  •   চেরিয়ান পেরুমলি
  •   ভি. পি. সত্যান
  •   এন গণেশএন গণেশ
  •   শরাফ আলী
  •   কুরিকেশ ম্যাথু

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Nine Bengal players injured, Indian Express, 19 April 1988, p.14
  2. Indian Express, 19 April 1988
  3. Indian Express, 20 April 1988
  4. Indian Express, 22 April 1988

বহিঃসংযোগ

সম্পাদনা