১৯৮৪ এশিয়া কাপ
আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা
১৯৮৪ এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতের শারজায় ৬-১৩ এপ্রিল, ১৯৮৪ তারিখে অনুষ্ঠিত হয়।[১] এশিয়া কাপের ইতিহাসে এ প্রতিযোগিতা এর সূচনালগ্ন হিসেবে বিবেচিত। ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা - এ তিন দেশের পুরুষদের জাতীয় ক্রিকেট দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। সম্প্রচারস্বত্ত্বজনিত কারণে প্রতিযোগিতাটি রথম্যান্স এশিয়া কাপ নামে পরিচিত হয়।
তত্ত্বাবধায়ক | এশিয়ান ক্রিকেট কাউন্সিল |
---|---|
ক্রিকেটের ধরন | একদিনের আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন |
আয়োজক | সংযুক্ত আরব আমিরাত |
বিজয়ী | ভারত (১ম শিরোপা) |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৩ |
খেলার সংখ্যা | ৪ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | সুরিন্দর খান্না |
সর্বাধিক রান সংগ্রহকারী | সুরিন্দর খান্না (১০৭) |
সর্বাধিক উইকেটধারী | রবি শাস্ত্রী (৪) |
রাউন্ড-রবিন লীগ পদ্ধতিতে দলগুলো একে-অপরের বিরুদ্ধে দুইটি খেলায় প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। ভারত উভয় খেলায় বিজয়ী হয়ে শীর্ষস্থান অর্জনের মাধ্যমে এশিয়া কাপের শিরোপা জয় করে।[২] শ্রীলঙ্কা ২য় স্থান এবং পাকিস্তান সর্বনিম্ন স্থান অধিকার করে।
খেলা
সম্পাদনাগ্রুপ পর্ব
সম্পাদনাদল | খেলা | জয় | পরাজয় | টাই | ফলাফল হয়নি | এনআরআর | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|
ভারত | ২ | ২ | ০ | ০ | ০ | +৪.২১২ | ৮ |
শ্রীলঙ্কা | ২ | ১ | ১ | ০ | ০ | +৩.০৫৯ | ৪ |
পাকিস্তান | ২ | ০ | ২ | ০ | ০ | +৩.৪৮৯ | ০ |
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ক্রিকইনফোতে সিরিজের পাতা (ইংরেজি)