১৯০৫ কোপা দেল রেই

(১৯০৫ কোপা দেল রে থেকে পুনর্নির্দেশিত)

১৯০৫ কোপা দেল রে স্পেনের ফুটবল কাপ প্রতিযোগিতা, কোপা দেল রের তৃতীয় আসর।

১৯০৫ কোপা দেল রে
৩য় কোপা দেল রে
বিবরণ
দেশস্পেন
দল
পূর্ববর্তী বিজয়ীঅ্যাথলেতিক বিলবাও
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়নরিয়াল মাদ্রিদ (১ম শিরোপা)
রানার-আপঅ্যাথলেতিক বিলবাও
পরিসংখ্যান
খেলা2
গোল সংখ্যা৪ (ম্যাচ প্রতি ২টি)
শীর্ষ গোলদাতাআন্তোনিও আলোনসো
মানুয়েল প্রাস্ত
(২টি করে গোল)

প্রতিযোগিতার এই আসরটি ১৯০৫ সালের ১৬ই এপ্রিল তারিখে শুরু হয় এবং ১৯০৫ সালের ২০শে এপ্রিল তারিখে সমাপ্ত হয়। এটি একটি গ্রুপভিত্তিক প্রতিযোগিতা ছিল, যেখানে গ্রুপ পর্বের ম্যাচ শেষে রিয়াল সোসিয়েদাদ এবং অ্যাথলেতিক বিলবাও-এর বিরুদ্ধে ২ জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদ প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়। তিন দলের এই প্রতিযোগিতায় তিনটি দল একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়। কাতালান ফুটবল প্রতিযোগিতা এই আসরের পূর্বে সম্পন্ন হতে ব্যর্থ হওয়া সেখান থেকে তারা কোন প্রতিযোগী প্রেরণ করতে পারেনি।[]

বাছাই ম্যাচ

সম্পাদনা

গ্রুপ পর্বের ম্যাচ

সম্পাদনা
রিয়াল মাদ্রিদ৩–০[]রিয়াল সোসিয়েদাদ
মানুয়েল প্রাস্ত   ২০'
আন্তোনিও আলোনসো   ৩০'
আন্তোনিও আলোনসো  
রেফারি:   প্রাদো
ক্লাব খেলেছে জয় ড্র হার স্বগো বিগো পয়েন্ট
রিয়াল মাদ্রিদ
অ্যাথলেতিক বিলবাও
রিয়াল সোসিয়েদাদ
কোপা দেল রে ১৯০৫ বিজয়ী
রিয়াল মাদ্রিদ
১ম শিরোপা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৯ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৯ 
  2. http://www.corazonblanco.com/wiki/copa_del_rey_alfonso_xiii
  3. http://www.athletic-club.eus/en/match-statistics/1_2358/1904-05_athletic-club_real-madrid-cf.html
  4. Athletic Bilbao, who had lost their first match of any edition of the Copa del Rey, refused to play and went back to Bilbao.

বহিঃসংযোগ

সম্পাদনা