১৮ এপ্রিল
তারিখ
<< | এপ্রিল | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | |||
২০২৫ |
১৮ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১০৮তম (অধিবর্ষে ১০৯তম) দিন। বছর শেষ হতে আরো ২৫৭ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ১০২৫ - বলেস্ল ক্রব্রি পোলান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
- ১৫৫২ - মরিশাস লিঞ্জ দখল করে।
- ১৭৫৭ - অস্ট্রিয়া ও ফ্রান্স যুদ্ধবিরতি ঘোষণা করে।
- ১৮৫৩ - এশিয়ায় প্রথম ট্রেন চালু হয়।
- ১৯৩০ - ব্রিটিশবিরোধী সশস্ত্র সংগ্রামে অংশ নিয়ে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রাম অস্ত্রাগার দখল করে।
- ১৯৪৬ - আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত, নেদারল্যান্ডের হেগ শহরে উদ্বোধনী বৈঠকে বসে।
- ১৯৪৬ - জেনিভাতে লীগ অব নেশনসএর শেষ অধিবেশন অনুষ্ঠিত গঠিত হয়।
- ১৯৫৪ - জামাল আব্দেল নাসের, মিশরের ক্ষমতা দখল করে।
- ১৯৫৫ - ইন্দোনেশিয়ায় আফ্রিকা ও এশিয়ার ২৯টি দেশের প্রতিনিধিদের অংশ গ্রহণে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
- ১৯৭১ - কলকাতায় বাংলাদেশ মিশনে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা উত্তোলন।
- ১৯৭৫ - কম্বোডিয়া সাম্রাজ্যবাদী বিদেশীদের কবল থেকে মুক্ত হয়।
- ১৯৮০ - জিম্বাবুইয়ে স্বাধীনতা লাভ করে।
- ১৯৯৬ - ইহুদীবাদী ইসরাইলের জঙ্গীবিমান দক্ষিণ লেবাননের কানা গ্রামে অবস্থিত জাতিসঙ্ঘের শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে ভয়াবহ হামলা চালায়।
জন্ম
সম্পাদনা- ১৫৯০ - তুরস্কের চতুর্দশ সম্রাট আহমেদ।
- ১৮০৯ - হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, একজন ইউরেশীয় কবি, যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক। (জ.১৮৩১)
- ১৮৪৭ - হের্মান অস্ট্হফ, জার্মান ভাষাবিজ্ঞানী।
- ১৯২৬ - ডগ ইনসোল, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।
- ১৯২৭ - স্যামুয়েল পি. হান্টিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রসিদ্ধ রাষ্ট্রবিজ্ঞানী।
- ১৯৫৮ - ম্যালকম মার্শাল, বার্বাডোসে জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।
- ১৯৬৩ - ফিল সিমন্স, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার।
- ১৯৬৭ - মারিয়া বেলো, মার্কিন অভিনেত্রী ও লেখিকা।
- ১৯৭০ - সাদ হারিরি, সৌদি লেবালনীয় রাজনীতিবিদ এবং ২০১৬ থেকে লেবালনের প্রধানমন্ত্রী।
- ১৯৯০ - অয়েচিখ শ্চেজনি, পোল্যান্ডের পেশাদার ফুটবলার।
- ১৯৯৫ - ডিভোক ওরিগি, বেলজীয় পেশাদার ফুটবলার।
মৃত্যু
সম্পাদনা- ১৮০২ - ইরাসমাস ডারউইন, ইংরেজ চিকিৎসক, প্রাকৃতিক দার্শনিক, চিকিৎসা বিজ্ঞান, উদ্ভাবক এবং কবি।
- ১৮৮৯ - সাহিত্যিক সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। (জ.১৮৩৪)
- ১৮৯৯ - ব্রিটিশ বিরোধী মুক্তিযোদ্ধা, বিপ্লবী শহীদ দামোদর হরি চাপেকার। (জ.১৮৬৯)
- ১৯৪৮ - সতীশচন্দ্র মুখোপাধ্যায়, ভারতে জাতীয় শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার পথিকৃৎ। (জ.০৫/০৬/১৮৬৫)
- ১৯৫৫ - আলবার্ট আইনস্টাইন, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থ বিজ্ঞানী। (জ.১৪/০৩/১৮৭৯)
- ১৯৫৯ - বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষের মৃত্যু। (জ.১৮৮০)
- ১৯৬৩ - ভারতীয় বাঙালি সাহিত্যিক ও গীতিকার হেমেন্দ্রকুমার রায় পরলোকগমন করেন। (জ.১৮/০৪/১৮৮৮)
- ১৯৮১ - নির্মলেন্দু চৌধুরী, প্রখ্যাত সুরকার, গীতিকার ও লোকগীতি শিল্পী - বাংলার লোকসঙ্গীতের প্রসারে ও প্রচারে যাঁর অবদান অসীম। (জ: ২২/০৭/১৯২২)
- ১৯৮৬ - অতুল্য ঘোষ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব, ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা, লোকসভার প্রাক্তন সদস্য।
- ২০০৩ - এডগার কড, ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী।
- ২০১১ - চলচ্চিত্র বিশেষজ্ঞ সৈয়দ বজলে হোসেন কিরমানী।
- ২০১২ - এম এন আখতার - বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও শিল্পী।
- ২০১৮ - ব্রুনো সামারটিনো, আমেরিকান পেশাদার কুস্তিগির।
- ২০২১ - একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্যশিক্ষক এস এম মহসীন।
ছুটি ও অন্যান্য
সম্পাদনা- বিশ্ব ঐতিহ্য দিবস।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ১৮ এপ্রিল সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |