১৮তম সার্ক শীর্ষ সম্মেলন

১৮তম সার্ক শীর্ষ সম্মেলন ২৬-২৭ নভেম্বর ২০১৪ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনের উদ্দেশ্য ছিল শান্তি ও সমৃদ্ধি, সমগ্র অঞ্চল জুড়ে সহজ ট্রানজিট-পরিবহনের জন্য সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সংযোগ বৃদ্ধি করা। নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী সুশীল কৈরালা রাষ্ট্রীয় সভা গৃহে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সভাপতি ছিলেন।[] এর আগে ২০১১ সালে তিন বছরের ব্যবধানে শীর্ষ সম্মেলনটি সালে মালদ্বীপে অনুষ্ঠিত হয়েছিল।

পটভূমি

সম্পাদনা

২৬ মে ২০১৪ সালে সার্কভূক্ত দেশে সমুহের রাষ্ট্রপ্রধান/সরকার প্রধানরা নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করেন এবং পরের দিন তারা নবনিযুক্ত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে উচ্চ পর্যায়ের আলোচনা করেন যা মিডিয়াতে মিনি সার্ক শীর্ষ সম্মেলন হিসেবে দেখানো হয়ে ছিল।[] সেখানে সার্ক উদ্যোগকে পুনরুজ্জীবিত করতে সম্মত হয় এবং নেপালে দ্রুততম সময়ে একটি শীর্ষ সম্মেলন করার বিষয়ে সম্মত হয়।[] ২০১৪ সালের ২৬ নভেম্বর দুই দিনের সার্ক শীর্ষ সম্মেলনটি ছিল বহুপাক্ষিক সংস্থার ১৮তম অধিবেশন।

অংশগ্রহণকারী

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Kathmandu, Nepal to host 18th SAARC Summit in November 2014"IANS। news.biharprabha.com। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৪ 
  2. "The mini SAARC summit"The Sunday Times (Sri Lanka)। ১ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৪ 
  3. "Nepal think-tank foresees 'average' SAARC summit"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৪