১৪ অগ্রহায়ণ
তারিখ
১৪ অগ্রহায়ণ বাংলা বর্ষপঞ্জি অনুসারে বছরের ২৩০ তম দিন। বছর শেষ হতে আরো ১৩৫ দিন (অধিবর্ষে ১৩৬ দিন) বাকি রয়েছে।
ইতিহাস
সম্পাদনাঘটনাবলী
সম্পাদনা- ১৪৪৩ইং - সেকেন্দার বেগ তার বাহিনী নিয়ে মধ্য আলবেনিয়ার খ্রুজ অঞ্চল জয় করেন ও প্রথমবারের মতো আলবেনিয়ার পতাকা উত্তোলন করেন।
- ১৫২০ইং - প্রথম ইউরোপীয়ান নাবিক হিসেবে ফার্ডিনান্ড ম্যাগেলান আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করেন।
জন্ম
সম্পাদনা- ১৯৪৩ইং - রফিকুন নবী খ্যাতনামা চিত্রকর, কার্টুনিস্ট।
- ১৯৩১ইং - গোলাম রহমান, বাংলাদেশের প্রখ্যাত শিশু সাহিত্যিক ও সাংবাদিক।
মৃত্যু
সম্পাদনা- ১৯৫৪ইং - এনরিকো ফের্মি, ইতালীয় পদার্থবিদ।
- ১৯৯৯ইং - জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাক মৃত্যু বরণ করেন।
- ফকির শাহাবুদ্দীন
ছুটি ও অন্যান্য
সম্পাদনা- স্বাধীনতা দিবস - পানামা ১৮২১ সালে স্পেনের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
- স্বাধীনতা দিবস - আলবেনিয়া ১৯১২ সালে তুরস্কের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
- স্বাধীনতা দিবস - মৌরিতানিয়া ১৯৬০ সালে ফ্রান্সের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
- প্রজাতন্ত্র দিবস - বুরুন্ডি।
- প্রজাতন্ত্র দিবস - চাদ।
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |