১১ পদাতিক ডিভিশন (বাংলাদেশ)
১১ পদাতিক ডিভিশন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সেনাদল। এটি রাজশাহী বিভাগের একমাত্র সেনা ডিভিশন। এর প্রধান কার্যালয় বগুড়া জেলার বগুড়া সেনানিবাসে অবস্থিত।[১][২]
১১ পদাতিক ডিভিশন | |
---|---|
![]() ১১ পদাতিক ডিভিশনের প্রতীক | |
দেশ | ![]() |
আনুগত্য | ![]() |
শাখা | ![]() |
ধরন | পদাতিক |
আকার | ডিভিশন |
গ্যারিসন/সদরদপ্তর | বগুড়া সেনানিবাস |
কমান্ডার | |
বর্তমান কমান্ডার | মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান |
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/b/bc/Monogram_of_Bogra_Cantonment_Majhira.jpg/220px-Monogram_of_Bogra_Cantonment_Majhira.jpg)
ইতিহাস
সম্পাদনাবর্তমান জিওসি
সম্পাদনাখালেদ আল মামুন PBGM, ndc, psc বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর জেনারেল, বর্তমানে 11 পদাতিক ডিভিশনের GOC এবং এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে, তিনি সামরিক সচিব এবং সেনা সদর দফতরের সামরিক গোয়েন্দা (ডিএমআই) পরিচালক ছিলেন।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ব্যুরো, রাজশাহী। "সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন বগুড়া এরিয়ার অফিসার্স বনভোজন"। DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৩-০৩।
- ↑ "বগুড়া ১১ পদাতিক ডিভিশনের মেডিকেল ক্যাম্প"। বগুড়া ১১ পদাতিক ডিভিশনের মেডিকেল ক্যাম্প। সংগ্রহের তারিখ ২০২২-০৩-০৩।