টেন মিনিট স্কুল
টেন মিনিট স্কুল (১০ মিনিট স্কুল) হচ্ছে একটি ইন্টারনেটভিত্তিক শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান। শিক্ষা উদ্যোক্তা আয়মান সাদিক এটি প্রতিষ্ঠা করেন।[২] প্রাথমিক পর্যায়ে একে সহায়তা করেছিল বাংলাদেশী মোবাইল অপারেটর রবি।[৩] তাদের লক্ষ্যটি ছিলো এমন একটি স্থান তৈরি করা; যেখান থেকে মানুষ চাইলে সহজেই পড়াশোনা করতে পারবে। এই প্রতিষ্ঠান ইউটিউব এবং ফেসবুকে ও তাদের নিজস্ব ওয়েবসাইটে সংক্ষিপ্ত লেকচারসমৃদ্ধ তৈরী করে থাকে।[৪] মূলত এই ওয়েবসাইট বা প্রতিষ্ঠান বাংলা ভাষায় ভিডিও ক্লাস লেকচার তৈরি করে থাকে।
নীতিবাক্য | আমরা আগামীর স্বপ্নে বিভোর একঝাঁক তরুণ[১] |
---|---|
গঠিত | মে ২০১৫ |
প্রতিষ্ঠাতা | আয়মান সাদিক |
ধরন | শিক্ষামূলক, প্রযুক্তিমূলক সংস্থা |
আলোকপাত | অনলাইন শিক্ষা |
অবস্থান | |
পরিষেবা | |
দাপ্তরিক ভাষা | বাংলা, ইংরেজি |
মালিক | আয়মান সাদিক |
মূল ব্যক্তিত্ব | আয়মান সাদিক (প্রধান নির্বাহী কর্মকর্তা) |
স্টাফ (২০১৭) | ৫৭ |
ওয়েবসাইট | 10minuteschool |
এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন আয়মান সাদিক।
শিক্ষা পদ্ধতি
সম্পাদনাএই প্রতিষ্ঠান ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে শিক্ষা দান করে থাকে। এছাড়াও প্রতিষ্ঠানের ওয়েবসাইটে স্মার্টবুক, টেন মিনিট স্কুল ব্লগ, টেন মিনিট স্কুল লাইভ নামে কয়েকটি শাখায় পাঠ্যন্তর্ভুক্ত ও জীবন দক্ষতা বিষয়ক শিক্ষা দান করে। বর্তমানে এই প্রতিষ্ঠানে সাড়ে তেরো লাখ সক্রিয় সদস্য আছে।[৫]
এছাড়াও জেএসসি, এসএসসি, এইচএসসি, ভর্তি পরীক্ষা, দক্ষতা উন্নয়ন, মডেল টেস্ট, ভিডিও লাইব্রেরি, লাইভ ক্লাস। জেএসসি, এসএসসি, এইচএসসির সব বিষয়ের বিনা মূল্যে অনলাইন ক্লাস করা যাবে এখানে।[৬] বর্তমানে প্রতিষ্ঠানটি একাডেমিক, এডমিশন এবং স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক বিভিন্ন পেইড ও ফ্রি কোর্স প্রদান করে থাকে।[৭]
ইতিহাস
সম্পাদনা২০১৫ সালে আয়মান সাদিক ১০ মিনিট স্কুল প্রতিষ্ঠা করেন।[৮] সেই সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-র শিক্ষার্থী ছিলেন। তিনি খান একাডেমী, টেড এবং কোর্সেরার মতো অনলাইন শিখন ওয়েবসাইট দেখে প্রভাবিত হন এবং একই ধরনের কার্যক্রম শুরু করার কথা ভাবেন; যেখানে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য কোর্সগুলো বাংলায় নেওয়া হবে।[৯][১০] ২০১৪ সালে আয়মান সাদিক ইউটিউব চ্যানেলের মাধ্যমে ১০ মিনিট স্কুলের কার্যক্রম শুরু করেন।[১১][১২][১৩] শুরুতে ১০ মিনিট স্কুলের কোনও বড় ওয়েবসাইট ছিল না এবং কেবলমাত্র শিক্ষামূলক তথ্য গ্রাফিক্সের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছেন।[১৪][১৫] শুরুতে গণিত এবং ইংরেজি নিয়ে ভিডিও টিউটোরিয়াল তৈরি করা হত এবং ফেসবুকে লাইভ ক্লাস নেওয়া হত।[১৬][১৭] পরে ১০ মিনিট স্কুল প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সম্পূর্ণ একাডেমিক সিলেবাস, সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং বিস্তৃত সফটওয়্যার ও দক্ষতা প্রশিক্ষণের বিষয়গুলি অন্তর্ভুক্ত করে।[১৮]
পরে টেলিকম অপারেটর রবি আজিয়াটা লিমিটেড এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়সহ আরও বিভিন্ন কোম্পানি থেকে বিনিয়োগ পায় প্রতিষ্ঠানটি।[১৯]
২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময়, এটির প্রতিষ্ঠাতা আয়মান সাদিক আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মা প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেন। ১৪ জুলাই ঢাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সশস্ত্র হামলার পর তিনি লিখেন ‘রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।’[২০] ১৬ জুলাই বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান "স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড" টেন মিনিট স্কুলে তাদের ৫ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব বাতিল করে।[২১] এটি নিয়ে নেটিজেনরা সমালোচনা করেন, অনেকে লিখেন কোটা সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ায় এই বরাদ্দ বাতিল করা হয়েছে।[২২] ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন "কেউ যদি বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু নিয়ে বিতর্ক তোলে, এসব আদর্শের বিরুদ্ধে অবস্থান নেয়, সেখানে সরকার ব্যবস্থা নেবেই"[২৩] ও যেসব আলোচনা হচ্ছে সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন।[২৪]
বিতর্ক
সম্পাদনা২০২০ সালের রমজান মাসের শেষের দিকে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আয়মান সাদিক এবং সহ-প্রতিষ্ঠাতা শামীর মোন্তাজিদ ও সাকিব বিন রশীদ কর্তৃক সমকামিতা সমর্থন, যৌন সম্মতি, রজঃস্রাব, ভ্যালেন্টাইন'স ডে উদযাপন ইত্যাদি নিয়ে প্রচারণা কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ বিতর্কের সৃষ্টি করে।[২৫] স্কুলের প্রতিষ্ঠাতা এবং তাঁর সহকর্মীকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছিলো। পরবর্তীতে উভয়ই ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট দিলে এই বিতর্কের অবসান ঘটে।[২৬]
কার্যক্রম
সম্পাদনা১০ মিনিট স্কুল যে সব কার্যক্রম পরিচালনা করে:[তথ্যসূত্র প্রয়োজন]
- গণিত, বিজ্ঞান, ইতিহাস, ইংরেজি এবং সাহিত্যের উপর একাডেমিক ক্লাস নেওয়া।
- কে কি শিখল এবং পরবর্তীতে কীভাবে শিখবে তার উপর প্রতিবেদন তৈরি করা।
- সরাসরি সম্প্রচারমূলক ক্লাস নেওয়া হয়, যার ফলে শিক্ষার্থীদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারে।
- অনুশীলন করার জন্য বিভিন্ন কুইজ এবং মডেল টেস্ট দেওয়া হয়।
- বিভিন্ন শিক্ষামূলক তথ্য ধারণ সমৃদ্ধ ব্লগ লিখা।
জুন ২০২০ এ ১০ মিনিট স্কুলের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী এই ওয়েবসাইটে রয়েছে ১৭,৪৪০+ শিক্ষণীয় ভিডিও, ৯১৪+ স্মার্টবুক ৪৯,৫৩০+ টি কুইজ এবং ১,২৩৪+টি ব্লগ।[২৭]
পুরস্কার
সম্পাদনাটেন মিনিট স্কুল যেসব পুরস্কার পেয়েছে সেগুলো হলো:
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "About"। 10 Minute School।
- ↑ "পোকেমন মাস্টার থেকে অনলাইন স্কুল মাস্টার"। Priyo.com। ৭ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৭।
- ↑ "ডিজিটাল শিক্ষার প্রসারে 'টেন মিনিট স্কুল' এর সাথে রবি"। রবি। ২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৭।
- ↑ "আপনার কি ১০ মিনিট সময় হবে?"। দৈনিক প্রথম আলো।
- ↑ ১০ মিনিট স্কুলের ফেসবুক গ্রুপ
- ↑ "টেন মিনিট স্কুল যেভাবে কাজ করে"। বিবিসি বাংলা। ২০১৯-০৪-০৮। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৯।
- ↑ "Study - 10 Minute School"। 10minuteschool.com (ইংরেজি ভাষায়)। ২০২১-০৩-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৪।
- ↑ "১০ মিনিটের পাঠশালা"। দৈনিক কালের কণ্ঠ।
- ↑ "একটি স্কুল যুক্ত সারা দেশ!"। দৈনিক ইত্তেফাক।
- ↑ "১০ মিনিটের স্কুল"। দৈনিক সমকাল। ২০ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৭।
- ↑ intellect.com.bd। ""Learn. Practice. Progress.""। Intellect.com.bd (ইংরেজি ভাষায়)। ২০১৮-০২-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-০৩।
- ↑ "Ayman Sadiq & his 10 Minute School - Young Observer - observerbd.com"। The Daily Observer (ইংরেজি ভাষায়)। ২০১৮-০২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-০৩।
- ↑ "10 minutes for e-learning"। www.observerbd.com। ২০১৭-১২-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-০৩।
- ↑ "10 Minute School Infographics on SlideShare"। www.slideshare.net (ইংরেজি ভাষায়)। ২০১৭-০২-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-০৩।
- ↑ "10 Minute School Infographics on SlideShare"। www.slideshare.net (ইংরেজি ভাষায়)। ২০১৭-০২-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-০৩।
- ↑ "31 May, 2015"। Issuu (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-০৩।
- ↑ "31 May, 2015"। Issuu (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-০৩।
- ↑ "10 minutes for e-learning"। www.observerbd.com। ২০১৭-১২-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-০৩।
- ↑ Sun, The Daily। "ICT Div, Robi, 10 Minute School join hands to promote digital edu | daily sun"। Daily Sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-০৩।
- ↑ "আমার ক্যাম্পাসে রক্ত কেন, প্রতিবাদ জানাই: আয়মান সাদিক"। জাগোনিউজ২৪.কম। ১৫ জুলাই ২০২৪।
- ↑ "আয়মান সাদিকের টেন মিনিট স্কুলের বরাদ্দ বাতিল, নেপথ্যে কী?"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৪।
- ↑ "টেন মিনিট স্কুলের বিনিয়োগ প্রস্তাব বাতিল কেন?"। যমুনা টেলিভিশন। ২০২৪-০৭-১৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৬।
- ↑ "টেন মিনিট স্কুলের বরাদ্দ বাতিল, যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী পলক"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৪।
- ↑ ইসলাম, রাহিতুল (২০২৪-০৭-১৬)। "টেন মিনিট স্কুলের বিনিয়োগ প্রস্তাব বাতিল, যা বললেন প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৬।
- ↑ Muhaimin, Muhammad Mutiul (২০২০-০৭-১১)। "The 10 Minute School Issue: Why Suppression of Content is Problematic"। UpThrust (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-০৯।
- ↑ "আয়মান সাদিককে হত্যার হুমকির তদন্তে পুলিশ"। বিবিসি বাংলা। ২০২০-০৭-০৬। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৮।
- ↑ Robi 10 Minute School
- ↑ "ডিজিটাল উদ্ভাবন পুরস্কার পেলো রবির টেন মিনিট স্কুল"। ঢাকা টাইমস। ১৪ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৭।
- ↑ "10 Minute School wins Swiss Embassy Award"। এনটিভি।
- ↑ "Robi-10 Minute School wins MWC award Manthan Award"। দৈনিক প্রথম আলো। ৮ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৭।
- ↑ "রবি-টেন মিনিট স্কুলের "গ্লোমো অ্যাওয়ার্ড" অর্জন | ICTReview"। ictreview.com। ৯ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৭।
- ↑ "10 Minute School wins Asia-Pacific ICT award"।