১০১
বছর
১০১ জুলীয় বর্ষপঞ্জীর একটি সাধারণ বছর যেটি শুক্রবার দিয়ে শুরু। সেই সময়ে এই বছর ত্রাইয়ানুস ও পায়তুস-এর কন্সালশীপের বছর বলে পরিচিত ছিল (বা, কম প্রচলিত, আব উরবে ক্যন্দিতার ৮৫৪ বছর; রোম প্রতিষ্ঠার বছর)। এই বছরকে ১০১ বলে আখ্যায়িত করা হয় শুরুর দিকের মধ্যযুগীয় কাল থেকে, যখন ইউরোপে কমন এরা এবং অ্যানো ডোমিনি বছরের নামকরনের জন্য প্রচলিত পদ্ধতি হয়ে উঠে।
সহস্রাব্দ: | ১ম সহস্রাব্দ |
---|---|
শতাব্দী: | |
দশক: | |
বছর: |
গ্রেগরীয় বর্ষপঞ্জি | ১০১ CI |
আব উর্বে কন্দিতা | ৮৫৪ |
অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৪৮৫১ |
বাংলা বর্ষপঞ্জি | −৪৯৩ – −৪৯২ |
বেরবের বর্ষপঞ্জি | ১০৫১ |
বুদ্ধ বর্ষপঞ্জি | ৬৪৫ |
বর্মী বর্ষপঞ্জি | −৫৩৭ |
বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৫৬০৯–৫৬১০ |
চীনা বর্ষপঞ্জি | 庚子年 (ধাতুর ইঁদুর) ২৭৯৭ বা ২৭৩৭ — থেকে — 辛丑年 (ধাতুর বলদ) ২৭৯৮ বা ২৭৩৮ |
কিবতীয় বর্ষপঞ্জি | −১৮৩ – −১৮২ |
ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ১২৬৭ |
ইথিওপীয় বর্ষপঞ্জি | ৯৩–৯৪ |
হিব্রু বর্ষপঞ্জি | ৩৮৬১–৩৮৬২ |
হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
- বিক্রম সংবৎ | ১৫৭–১৫৮ |
- শকা সংবৎ | ২২–২৩ |
- কলি যুগ | ৩২০১–৩২০২ |
হলোসিন বর্ষপঞ্জি | ১০১০১ |
ইরানি বর্ষপঞ্জি | ৫২১ BP – ৫২০ BP |
ইসলামি বর্ষপঞ্জি | ৫৩৭ BH – ৫৩৬ BH |
জুলীয় বর্ষপঞ্জি | ১০১ CI |
কোরীয় বর্ষপঞ্জি | ২৪৩৪ |
মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীনের পূর্বে ১৮১১ 民前১৮১১年 |
সেলেউসিড যুগ | ৪১২/৪১৩ এজি |
থাই সৌর বর্ষপঞ্জি | ৬৪৩–৬৪৪ |
উইকিমিডিয়া কমন্সে ১০১ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনাএলাকা অনুসারে
সম্পাদনারোমান সাম্রাজ্য
সম্পাদনা- আউগুস্তুস-এর রোমান সাম্রাজ্যের সীমা ছাড়িয়ে, সম্রাট ট্রাজান দাসিয়ার বিরুদ্ধে একটি অভিযান শুরু করে।
- তাপেয়ের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়।
- এপিকতেতাস উপদেশগুলি (The Discourses) লেখে ও প্রকাশ করে।
বিষয় অনুসারে
সম্পাদনাধর্ম
সম্পাদনা- তিব্বতীরা ইন্দোনেশিয়ায় তাদের বৌদ্ধ ধর্মের প্রবর্তন করে।
কলা ও বিজ্ঞান
সম্পাদনা- প্লুতার্ক তাঁর বিখ্যাত মানুষের সমান্তরাল জীবন বইটি লেখেন (গ্রিকে Βίοι Παράλληλοι) পঞ্চাশটি জীবনী সংবলিত, যার মধ্যে ৪৬টি গ্রিক ও রোমান বিখ্যাতদের জোড়া হিসেবে তুলনা করে উপস্থাপন করা হয়— উদাহরণস্বরূপ থেসেউস ও রমুলাস, মহামতি আলেকজান্ডার ও জুলিয়াস সিজার, দেমস্থেনেস ও সিসারো.[তথ্যসূত্র প্রয়োজন]
জন্ম
সম্পাদনা- হেরোদেস এত্তিসাস, গ্রিক অলঙ্কারশাস্ত্রবিদ (মৃ. ১৭৭)
মৃত্যু
সম্পাদনা- গান ইং, চীনের হান সাম্রাজ্যের দূত যিনি তা শিন (Ta Ts'in) সম্পর্কে জানেন (রোমান সাম্রাজ্য), যদিও তিনি সেখানে কখনো যাননি।
- আপস্তলের জন সম্ভবত এই বছরে এফেসাসে মারা যান। (জ. ৬)
- রোমের সাধু ক্লেমেন্ত, পোপ
- সিলিয়াস ইতালিকাস, পুনিসাস-এর লেখক (Punicus)(দ্বিতীয় পুনিক যুদ্ধ চলাকালীন অবস্থায় হ্যানিবল-এর কাহিনী) (জ. ২৮)