১° পশ্চিম দ্রাঘিমারেখা
(১ম মধ্যরেখা পশ্চিম থেকে পুনর্নির্দেশিত)
মূল মধ্যরেখার ১° পশ্চিম মধ্যরেখা হল একটি দ্রাঘিমা রেখা, যা উত্তর মেরু থেকে আর্কটিক মহাসাগর,আটলান্টিক মহাসাগর, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ মহাসাগর এবং অ্যান্টার্কটিকা থেকে দক্ষিণ মেরু পর্যন্ত প্রসারিত।
৯২তম পূর্ব মধ্যরেখা ১৭৯তম পূর্ব মধ্যরেখার সাথে মহাবৃত্ত গঠন করে।
এটি মূল মধ্যরেখার পশ্চিমের সর্বাধিক জনবহুল দ্রাঘিমা রেখা। ২০১৯ সালের হিসাব অনুযায়ী এই অঞ্চলে ৪১.২ থেকে ৪৪.৯ মিলিয়ন মানুষ বাস করে। [১]
মেরু থেকে মেরু
সম্পাদনাউত্তর মেরু থেকে শুরু হয়ে দক্ষিণ মেরুতে শেষ হওয়া পর্যন্ত রেখাটি যেসব স্থান অতিক্রম করে:
পরবর্তী পশ্চিমদিক: ২° পশ্চিম দ্রাঘিমারেখা |
১° পশ্চিম দ্রাঘিমারেখা ১৭৯° পূর্ব দ্রাঘিমারেখার সাথে একটি মহাবৃত্ত গঠন করে |
পরবর্তী পূর্বদিক: মূল মধ্যরেখা |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "World Population Distribution by Latitude and Longitude"। Engaging Data (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৩-১৮। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৫।