১% নিয়ম (ইন্টারনেট সংস্কৃতি)

(১% প্রভাব (ইন্টারনেট সংস্কৃতি) থেকে পুনর্নির্দেশিত)

ইন্টারনেট দুনিয়াতে, মৌলিকধারণা হিসেবে ১ শতাংশের শাসন বা ১% নীতি বলতে ইন্টারনেটের বিষয়বস্তু মাত্র ১ শতাংশ মানুষ তৈরি করেন বলে ধারণা করা হয়। এছাড়াও ৯ শতাংশ অংশগ্রহণকারী এবং বাকি ৯০ ভাগ সাধারণ ব্যবহারকারী হিসেবে ধরা হয়। এই সমীকরণকে মাঝেমধ্যে ৯০-৯-১ কিংবা ৮৯:১০:১ হিসেবে প্রকাশ করা হয়। এই সমীকরণকে প্যারেটো নীতির সঙ্গেও তুলনা কায়। ৮০/২০ রুল'টি প্যারেটো নীতি নামে পরিচিত।

Pie chart showing the proportion of lurkers, contributors and creators under the 90–9–1 principle

এর মূল কারণ হিসেবে লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন অনলাইন ভিত্তিক প্লাটফর্মে কপিরাইট আইনের তোয়াক্কা না করা।

International Copyright Law অনুযায়ী কপিরাইট আইন এর আওতায় একজন নির্মাতা দু'ধরণের অধিকার রাখেন। যথাঃ -

১। ইকোনমিক রাইটস (অর্থনৈতিক অধিকার)

২। মোরাল রাইটস (আদর্শগত অধিকার)

তথ্যসূত্র

সম্পাদনা

১https://www.rightsdirect.com/international-copyright-basics/