(নাম: দীর্ঘ ঋ, আধ্বব: [d̪irɡʱo ri]) বাংলা-অসমীয় বর্ণমালার একটি স্বরবর্ণসংস্কৃত প্রতিলিপি করতে এটি ব্যবহৃত হয়। বাংলা ভাষায় এই বর্ণটি পূর্বে ব্যবহৃত হলেও বর্তমানে আর ব্যবহৃত হয় না। বর্ণটি লেখার ক্ষেত্রে ব্যবহৃত না হওয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা বর্ণমালার তালিকা থেকে এই বর্ণটিকে বাদ দেন।

১৭৬৮ খ্রিস্টাব্দে প্রকাশিত ন্যাথানিয়েল ব্র্যাসি হালেদের বইয়ে স্বরবর্ণের সংখ্যা ছিল ১৬টি। পরবর্তী প্রায় একশত বছর ধরে প্রকাশিত বইগুলিতে, মদনমোহনের শিশুশিক্ষা প্রথম ভাগ পর্যন্ত, স্বরবর্ণের সংখ্যা ১৬টি দেয়া ছিল। এগুলো হল অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, ৠ, , , এ, ঐ, ও, ঔ, অং, অঃ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই সংখ্যা কমিয়ে ১২টিতে আনেন। তিনি তার বর্ণপরিচয় বইয়ের ভূমিকায় লিখেন: "বহূকালাবধি [সিক] বর্ণমালা ষোল স্বর ও চৌত্রিশ ব্যঞ্জন এই পঞ্চাশ অক্ষরে পরিগণিত ছিল। কিন্তু বাঙ্গালা ভাষায় দীর্ঘ ৠ-কার ও দীর্ঘ ৡ-কারের প্রয়োজন নাই। এই নিমিত্ত ঐ দুই বর্ণ পরিত্যক্ত হইয়াছে।"

কম্পিউটিং কোড

সম্পাদনা

স্বতন্ত্র

সম্পাদনা
অক্ষর
ইউনিকোড নাম বাংলা অক্ষর দীর্ঘ-ঋ
এনকোডিং দশমিক হেক্স
ইউনিকোড 2528 U+09E0
ইউটিএফ-৮ 224 167 160 E0 A7 A0
সংখ্যাসূচক অক্ষরের তথ্যসূত্র ৠ ৠ

নির্ভরশীল

সম্পাদনা
অক্ষর
ইউনিকোড নাম বাংলা স্বর বৈশিষ্ট্যসূচক চিহ্ন দীর্ঘ-ঋ
এনকোডিং দশমিক হেক্স
ইউনিকোড 2500 U+09C4
ইউটিএফ-৮ 224 167 132 E0 A7 84
সংখ্যাসূচক অক্ষরের তথ্যসূত্র ৄ ৄ