হ্যালিডে দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য
(হ্যালিডে দ্বীপ বন্যপ্রাণ অভয়ারণ্য থেকে পুনর্নির্দেশিত)
হ্যালিডে দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগণা জেলায় অবস্থিত একটি বন্যপ্রাণ অভয়ারণ্য। বঙ্গোপসাগরের নিকটে মাতলা নদীর মুখে প্রায় ৬ বর্গকিমি বনাঞ্চল নিয়ে এই অভয়ারণ্যটি অবস্থিত। এটি ১৯৭৬ সালে অভয়ারণ্যরূপে ঘোষিত হয়।[১]
হ্যালিডে দ্বীপ বন্যপ্রাণ অভয়ারণ্য | |
---|---|
অবস্থান | দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত |
নিকটবর্তী শহর | ক্যানিং |
স্থানাঙ্ক | ২১°৪৩′০৭″ উত্তর ৮৮°৩২′০৫″ পূর্ব / ২১.৭১৮৭১৩° উত্তর ৮৮.৫৩৪৫৯৫° পূর্ব |
জীববৈচিত্র্য
সম্পাদনাএখানে চিত্রা হরিণ, দেশি বন শুকর, লাল বান্দর, লোনা জলের কুমির ও বাংলা বাঘ দেখা যায়।[১]