হ্যারি কোথলিফ
হ্যারোল্ড টমাস কোথলিফ (ইংরেজি: Harry Cothliff; ২৪ মার্চ ১৯১৬ – ১৯৭৬; হ্যারি কোথলিফ নামে সুপরিচিত) একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন।[১][২][৩] তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় টর্কি ইউনাইটেডের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। তিনি মূলত একজন ডান-পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | হ্যারোল্ড টমাস কোথলিফ[১] | ||
জন্ম | ২৪ মার্চ ১৯১৬ | ||
জন্ম স্থান | লিভারপুল, ইংল্যান্ড | ||
মৃত্যু | ১৯৭৬ (বয়স ৫৯–৬০)[১] | ||
মৃত্যুর স্থান | নিউজিল্যান্ড | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
–১৯৩৬ | প্রেস্কট ক্যাবলস | ||
১৯৩৬–১৯৩৭ | ম্যানচেস্টার সিটি | ০ | (০) |
১৯৩৭–১৯৩৮ | নটিংহ্যাম ফরেস্ট | ০ | (০) |
১৯৩৮–১৯৪৭ | টর্কি ইউনাইটেড | ৬৫ | (১) |
ডার্টমাথ | |||
ইলফ্রাকোম্ব টাউন | |||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
ইংরেজ ফুটবল ক্লাব প্রেস্কট ক্যাবলসের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন। অতঃপর তিনি ম্যানচেস্টার সিটিতে যোগদান করেছিলেন। ম্যানচেস্টার সিটিতে ১ মৌসুম অতিবাহিত করার পর তিনি নটিংহ্যাম ফরেস্টে যোগদান করেছিলেন; সেখানেও মাত্র একটি মৌসুম অতিবাহিত করার পর তিনি টর্কি ইউনাইটেডে যোগদান করেছিলেন। টর্কি ইউনাইটেডের হয়ে ৯ মৌসুমে ৬৫ ম্যাচে ১টি গোল করার পর, তিনি ডার্টমাথে যোগদান করেছিলেন। সর্বশেষ, তিনি ইলফ্রাকোম্ব টাউনে যোগদান করেছিলেন এবং এখানেই তিনি অবসর গ্রহণ করেছিলেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "হ্যারি কোথলিফ"। ব্যারি হাগম্যান'স ফুটবলার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২০।
- ↑ Kaufman, Neilson। "VE Day WW2 players as at May 2020" (পিডিএফ)। পৃষ্ঠা 24–25। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২০।
- ↑ "Cothliff Harold Nottingham Forest 1937"। Vintage Footballers (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২০।