হ্যাকড (চলচ্চিত্র)
ভারতীয় চলচ্চিত্র
হ্যাকড ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হিন্দি ভাষার মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র, যা বিক্রম ভাট পরিচালিত এবং লোনর্যাঞ্জার প্রোডাকশনসের ব্যানারে অমর ঠাকর এবং কৃষ্ণ ভাট প্রযোজনা করেছেন। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন হিনা খান, রোহান শাহ, মোহিত মালহোত্রা এবং সিড মক্করের মতো অভিনয়শিল্পী। এর গল্পটি মূলত একটি বড় মেয়ের প্রতি ছেলের ভালবাসা এবং এটি কীভাবে আবেশে পরিণত হয় তা নিয়ে। এই চলচ্চিত্রটি আনুষ্ঠানিকভাবে ২০২০ সালের ২০শে জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রথম পোস্টারের মধ্য দিয়ে বিক্রম ভাটের দ্বারা ঘোষণা করা হয়েছিল। এই চলচ্চিত্রের মূল ফটোগ্রাফি ২০১৯ সালের আগস্ট মাসে শুরু হয়েছিল। ২০২০ সালের ৭ই ফেব্রুয়ারি তারিখে এই চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।[১][২]
হ্যাকড | |
---|---|
হ্যাকড | |
পরিচালক | বিক্রম ভাট |
প্রযোজক | অমর ঠাকর কৃষ্ণ ভাট |
রচয়িতা | বিক্রম ভাট সাইফ জিলানী |
চিত্রনাট্যকার | বিক্রম ভাট শ্রীভিনয় সালিন সন্দীপ প্রভু রাজকুমার রিয়া |
কাহিনিকার | বিক্রম ভাট |
শ্রেষ্ঠাংশে | হিনা খান রোহান শাহ মোহিত মালহোত্রা সিড মক্কর |
সুরকার | অর্ক জিৎ গাঙ্গুলী চিরন্তন ভট্ট সানি ও ইনডোর বাওরা আমজাদ নাদীম আমির |
চিত্রগ্রাহক | প্রকাশ কুট্টি |
সম্পাদক | কুলদীপ মেহন |
প্রযোজনা কোম্পানি | লোনর্যাঞ্জার প্রোডাকশনস |
পরিবেশক | জি স্টুডিওজ |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- হিনা খান – সামীরা খান্না ওরফে স্যাম
- রোহান শাহ – বিবেক
- মোহিত মালহোত্রা
- সিড মক্কর – ওম কাপুর
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Vikram Bhatt ropes in a popular television actor opposite Hina Khan for his film Hacked"। Bollywood Hungama। ৯ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০।
- ↑ "Vikram Bhatt's 'Hacked' to release on February 7"। Deccan Herald। ৮ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০।