হোসনাবাদ ইউনিয়ন, রাঙ্গুনিয়া
হোসনাবাদ বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
হোসনাবাদ | |
---|---|
ইউনিয়ন | |
২নং হোসনাবাদ ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে হোসনাবাদ ইউনিয়ন, রাঙ্গুনিয়ার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২৯′৫৯″ উত্তর ৯২°৭′৭″ পূর্ব / ২২.৪৯৯৭২° উত্তর ৯২.১১৮৬১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | রাঙ্গুনিয়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মির্জা মোহাম্মদ সেকান্দার হোসেন |
আয়তন | |
• মোট | ২৭.৮৪ বর্গকিমি (১০.৭৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৬,৩৯৮ |
• জনঘনত্ব | ৯৫০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫২.৬৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৬১ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাহোসনাবাদ ইউনিয়নের আয়তন ৬৮৭৮ একর (২৭.৮৪ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী হোসনাবাদ ইউনিয়নের লোকসংখ্যা ২৬,৩৯৮ জন। এর মধ্যে পুরুষ ১৩,০৯৮ জন এবং মহিলা ১৩,৩০০ জন।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনারাঙ্গুনিয়া উপজেলার পূর্বাংশে হোসনাবাদ ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে লালানগর ইউনিয়ন, পশ্চিমে ইছামতি নদী ও পারুয়া ইউনিয়ন, দক্ষিণে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন ও চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন এবং পূর্বে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন ও ওয়াজ্ঞা ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস
সম্পাদনা১৯৬৬ সালে হোসনাবাদ ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। অত্র ইউনিয়নে ঐতিহ্যবাহী মোগল বংশধর রয়েছেন। বর্তমানে এ ইউনিয়নে স্থাপিত হয়েছে দৃষ্টি নন্দন শেখ রাসেল অ্যাভিয়ারী পার্ক। এটি একটি স্বনির্ভর, সমৃদ্ধিশালী ও অসাম্প্রদায়িক ইউনিয়ন।[২]
প্রশাসনিক এলাকা
সম্পাদনাহোসনাবাদ ইউনিয়ন রাঙ্গুনিয়া উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাঙ্গুনিয়া মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৪নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৭ এর অংশ। এটি ৬টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- ঘাগড়া খিলমোগল
- খিলমোগল
- পূর্ব খিলমোগল
- খাঁরগোলা
- কানুরখীল
- দক্ষিণ নিশ্চিন্তাপুর
- জঙ্গল দক্ষিণ নিশ্চিন্তাপুর
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাহোসনাবাদ ইউনিয়নের সাক্ষরতার হার ৫২.৬৬%। এখানে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা, ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২টি কিন্ডারগার্টেন রয়েছে।[৪]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধ্যমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- মির্জা তৈয়্যবিয়া হোছাইনিয়া মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- কানুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খিলমোগল ঈশান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জঙ্গল দক্ষিণ নিশ্চিন্তাপুর হাজী কালা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ নিশ্চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মির্জা এমদাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- ইকরা মডেল একাডেমী
- নিশ্চিন্তাপুর কেজি স্কুল
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাহোসনাবাদ ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক উত্তর রাঙ্গুনিয়া সড়ক (মরিয়মনগর-রানীরহাট)। এছাড়া রয়েছে নিশ্চিন্তাপুর সড়ক (চন্দ্রঘোনা-মোগলেরহাট)। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা ও রিক্সা।
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনাহোসনাবাদ ইউনিয়নে ২০টি মসজিদ ও ৫টি মন্দির রয়েছে।[৪]
খাল ও নদী
সম্পাদনাহোসনাবাদ ইউনিয়নের পশ্চিম সীমান্ত দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী। এছাড়া এ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুরমাই খাল ও হৃদ খাল।[৬]
হাট-বাজার
সম্পাদনাহোসনাবাদ ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল মোগলের হাট ও লাল শাহ বাজার।[৭]
দর্শনীয় স্থান
সম্পাদনা- শেখ রাসেল অ্যাভিয়ারী পার্ক
কাপ্তাই সড়কে চন্দ্রঘোনা লিচুবাগান হয়ে হোসনাবাদ জঙ্গল দক্ষিণ নিশ্চিন্তাপুর গ্রামে সেগুন বাগান এলাকায় অবস্থিত।
- রাবার ড্যাম
ঘাগড়া খিলমোগল গ্রামের দক্ষিণ পাশে অবস্থিত।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- ছালেহ আহমদ –– বীর মুক্তিযোদ্ধা এবং প্রাক্তন পরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড।
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: দানু মিঞা [৮]
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | দানু মিয়া | |
০২ | মোহাম্মদ ইউনুছ তালুকদার | |
০৩ | আতাউর রহমান | |
০৪ | রফিকুল ইসলাম চৌধুরী | |
০৫ | নুরুল ইসলাম চৌধুরী | |
০৬ | কাজী নুরুল ইসলাম | |
০৭ | মাহবুব আলম চৌধুরী | |
০৮ | হেদায়েত আলী চৌধুরী | |
০৯ | মির্জা খোকন | ২০০৩-২০১৬ (সীমানা জটিলতায় ২০১১ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়নি) |
১০ | মির্জা মোহাম্মদ সেকান্দার হোসেন | ২০১৬-বর্তমান |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "রাঙ্গুনিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ "২নং হোসনাবাদ ইউনিয়নের ইতিহাস - হোছনাবাদ ইউনিয়ন - হোছনাবাদ ইউনিয়ন"। hosnabadup.chittagong.gov.bd। ২ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৭।
- ↑ "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - হোছনাবাদ ইউনিয়ন - হোছনাবাদ ইউনিয়ন"। hosnabadup.chittagong.gov.bd। ২ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৭।
- ↑ ক খ গ ঘ "একনজরে ইউনিয়ন - হোছনাবাদ ইউনিয়ন - হোছনাবাদ ইউনিয়ন"। hosnabadup.chittagong.gov.bd। ২ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৭।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41112&union=01[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "খাল ও নদী - হোছনাবাদ ইউনিয়ন - হোছনাবাদ ইউনিয়ন"। hosnabadup.chittagong.gov.bd। ২ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - হোছনাবাদ ইউনিয়ন - হোছনাবাদ ইউনিয়ন"। hosnabadup.chittagong.gov.bd।
- ↑ Bhorerkagoj। "পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ফলাফল"। www.bhorerkagoj.net।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]