হোয়াট আর ইউ অ্যাট? উইথ টম পাওয়ার

কানাডীয় টেলিভিশন আলোচনা অনুষ্ঠান

হোয়াট আর ইউ অ্যাট? উইথ টম পাওয়ার হচ্ছে একটি কানাডীয় টেলিভিশন টক-শো, যা সর্বপ্রথম ২০২০ সালের ৫ এপ্রিল সিবিসি টেলিভিশনের প্রথম সম্প্রচারিত হয়।[] কানাডায় কোভিড-১৯ মহামারীকালে একটি বিশেষ ধারাবাহিক হিসেবে প্রবর্তিত এই সিরিজটিতে সম্প্রচারক টম পাওয়ার তার বাড়ির স্টুডিও থেকে বিখ্যাত মানুষের পাশাপাশি সাধারণ কানাডীয় নাগরিকদের সাক্ষাৎকার নিয়েছেন।[] বিশেষ পর্বে শিট'স ক্রিক ধারাবাহিকের সমাপ্তি সম্পর্কে ড্যান লেভির একটি সাক্ষাৎকার, জেসি রেয়েজের সঙ্গীত পরিবেশনা এবং মহামারী সংকট পরিচালনার প্রচেষ্টা সম্পর্কে তিনজন প্রথম প্রতিক্রিয়াশীলদের সাথে একটি আলোচনা অন্তর্ভুক্ত ছিল।[]

হোয়াট আর ইউ অ্যাট? উইথ টম পাওয়ার
ধরনটক শো
উপস্থাপকটম পাওয়ার
দেশকানাডা
মুক্তি
নেটওয়ার্কসিবিসি টেলিভিশন
মুক্তি৫ এপ্রিল ২০২০ (2020-04-05) –
বর্তমান

ধারাবাহিকটির নাম নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডর অঞ্চলের একটি সাধারণ অভিবাদনবাক্য থেকে নেওয়া হয়েছে, যার অর্থ “কেমন আছেন?” অথবা “আপনার দিনকাল কেমন যাচ্ছে?”[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ডেভিড, গ্রেগ (৩ এপ্রিল ২০২০)। "CBC launches What're You At? With Tom Power on April 5" (ইংরেজি ভাষায়)। TV, eh?। 
  2. পিন্টো, জর্ডান (৩ এপ্রিল ২০২০)। "CBC switches up Sunday nights, puts Tom Power in primetime"প্লেব্যাক 
  3. "Dan Levy, Jessie Reyez and first responders: What're You At? With Tom Power"। সিবিসি টেলিভিশন। ৩ এপ্রিল ২০২০।