হোয়াট আর ইউ অ্যাট? উইথ টম পাওয়ার
কানাডীয় টেলিভিশন আলোচনা অনুষ্ঠান
হোয়াট আর ইউ অ্যাট? উইথ টম পাওয়ার হচ্ছে একটি কানাডীয় টেলিভিশন টক-শো, যা সর্বপ্রথম ২০২০ সালের ৫ এপ্রিল সিবিসি টেলিভিশনের প্রথম সম্প্রচারিত হয়।[১] কানাডায় কোভিড-১৯ মহামারীকালে একটি বিশেষ ধারাবাহিক হিসেবে প্রবর্তিত এই সিরিজটিতে সম্প্রচারক টম পাওয়ার তার বাড়ির স্টুডিও থেকে বিখ্যাত মানুষের পাশাপাশি সাধারণ কানাডীয় নাগরিকদের সাক্ষাৎকার নিয়েছেন।[২] বিশেষ পর্বে শিট'স ক্রিক ধারাবাহিকের সমাপ্তি সম্পর্কে ড্যান লেভির একটি সাক্ষাৎকার, জেসি রেয়েজের সঙ্গীত পরিবেশনা এবং মহামারী সংকট পরিচালনার প্রচেষ্টা সম্পর্কে তিনজন প্রথম প্রতিক্রিয়াশীলদের সাথে একটি আলোচনা অন্তর্ভুক্ত ছিল।[৩]
হোয়াট আর ইউ অ্যাট? উইথ টম পাওয়ার | |
---|---|
ধরন | টক শো |
উপস্থাপক | টম পাওয়ার |
দেশ | কানাডা |
মুক্তি | |
নেটওয়ার্ক | সিবিসি টেলিভিশন |
মুক্তি | ৫ এপ্রিল ২০২০ বর্তমান | –
ধারাবাহিকটির নাম নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডর অঞ্চলের একটি সাধারণ অভিবাদনবাক্য থেকে নেওয়া হয়েছে, যার অর্থ “কেমন আছেন?” অথবা “আপনার দিনকাল কেমন যাচ্ছে?”[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ ডেভিড, গ্রেগ (৩ এপ্রিল ২০২০)। "CBC launches What're You At? With Tom Power on April 5" (ইংরেজি ভাষায়)। TV, eh?।
- ↑ পিন্টো, জর্ডান (৩ এপ্রিল ২০২০)। "CBC switches up Sunday nights, puts Tom Power in primetime"। প্লেব্যাক।
- ↑ "Dan Levy, Jessie Reyez and first responders: What're You At? With Tom Power"। সিবিসি টেলিভিশন। ৩ এপ্রিল ২০২০।