হেম বরুয়া

অসমীয়া কবি এবং রাজনীতিবিদ

হেম বরুয়া (অসমীয়া: হেম বরুভা) ছিলেন আসামের একজন বিশিষ্ট অসমীয়া কবি এবং রাজনীতিবিদ।

হেম বরুয়া
জন্ম(১৯১৫-০৪-২২)২২ এপ্রিল ১৯১৫
মৃত্যু৯ এপ্রিল ১৯৭৭(1977-04-09) (বয়স ৬১)
আসাম, ভারত
পেশালেখক, রাজনীতিবিদ

জীবনের প্রথমার্ধ

সম্পাদনা

১৯১৫ সালের ২২ এপ্রিল তেজপুরে জন্মগ্রহণ করেন।[] হেম বড়ুয়া ১৯৩৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন এবং ১৯৪১ সালে অসমীয়া ও ইংরেজির প্রভাষক হিসেবে জেবি কলেজ, যোরহাটে যোগদান করেন। পরের বছর ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি এটি ত্যাগ করেন এবং ১৯৪৩ সালে কারারুদ্ধ হন। তার মুক্তির পর, তিনি গুয়াহাটির বি. বরোহ কলেজে যোগদান করেন এবং পরে এর অধ্যক্ষ হন।[]

সাহিত্যিক পেশা

সম্পাদনা

হেম বড়ুয়া বেশ কিছু বইয়ের রচয়িতা ছিলেন। ১৯৭২ সালে ধুবড়িতে অনুষ্ঠিত আসাম সাহিত্য সভার বার্ষিক অধিবেশনে তিনি সভাপতি হন এবং আসামের আধুনিক সাহিত্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে বিবেচিত হন।[]

রাজনৈতিক পেশা

সম্পাদনা

হেম বরুয়া ১৯৪৮ সালে কংগ্রেস ছেড়ে সমাজতান্ত্রিক দলের সদস্য হন। পরে তিনি প্রজা সমাজতান্ত্রিক দলের জাতীয় কার্যনির্বাহী নির্বাচিত হন। তিনি ১৯৫৭, ১৯৬২ এবং ১৯৬৭ সালে গৌহাটি থেকে এবং ১৯৬৭ সালে মঙ্গলদই থেকে লোকসভায় নির্বাচিত হন। তিনি ১৯৭০ সালের ডিসেম্বর পর্যন্ত লোকসভার সদস্য ছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Profile and Biography of the famous Assamese Poet Hem Barua"। Assamspider.com। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-২৮ 
  2. "Hem Barua - Assams.Info"www.assams.info। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০৫ 
  3. Desk, Sentinel Digital (২০১৫-০৪-২২)। "Hem Barua : A Tribute - Sentinelassam"www.sentinelassam.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০৫