হেমচন্দ্র বসু

ভারতীয় পুলিশ কর্মকর্তা, যিনি হস্তছাপ রক্ষনের মাধ্যমে অপরাধী সনাক্তকরন পদ্ধতি উদ্ভবনে সহায়তা

রায় বাহাদুর হেমচন্দ্র বসু (ইংরেজি: Hem Chandra Bose) একজন বাঙালি উদ্ভাবক ও ব্রিটিশ ভারতীয় পুলিশে কর্মরত। তিনি কলকাতা অ্যানথ্রোপোমেট্রিক ব্যুরোয় (ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো[] হওয়ার আগে) কর্মরত ছিলেন। এডওয়ার্ড হেনরির তত্ত্বাবধানে, তিনি ও কাজি আজিজুল হক আঙুলের ছাপ তালিকাভুক্ত করার জন্য হেনরি শ্রেণিবিন্যাস ব্যবস্থা উদ্ভাবন করেছিলেন।[][][]

রায় বাহাদুর হেমচন্দ্র বসু
জন্ম১৮৬৭
বেঙ্গল প্রেসিডেন্সি
মৃত্যু১৯৪৯
জাতীয়তাব্রিটিশ ভারতীয়
নাগরিকত্বব্রিটিশ ভারত
পরিচিতির কারণহেনরি শ্রেণিবিন্যাস ব্যবস্থা

জীবন এবং কর্মজীবন

সম্পাদনা

বোস ১৮৬৭ সালে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির নদিয়া জেলার দামুড়হুদা উপজেলায় কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন পোস্টমাস্টার ছিলেন। ১৮৮৩ সালে যশোর জিলা স্কুল থেকে ম্যাট্রিক পাস করার পরে তিনি কলকাতার সংস্কৃত কলেজে নাটোর রাজের বৃত্তি নিয়ে গণিত বিষয়ে অধ্যয়ন করেন এবং ১৮৮৮ সালে বিজ্ঞানের স্নাতক পাস করেন। তিনি ১৮৮৯ সালে বেঙ্গল পুলিশ সার্ভিসে সাব ইন্সপেক্টর হিসেবে যোগ দেন। ১৮৮৯ থেকে ১৮৯৪ সালের মধ্যে তিনি তৎকালীন অখণ্ড বাংলার মধুবনী, সহর্সা, পাবনানড়াইল সহ জেলার পুলিশ স্টেশনে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন। তার তীক্ষ্ণ গোয়েন্দা কাজ লক্ষ্য করা যায় এবং ১৮৯৪ সালে তিনি কলকাতায় বেঙ্গল পুলিশের ফৌজদারি তদন্ত বিভাগের অধিদপ্তর সদর দপ্তরে বা সিআইডিতে নিযুক্ত হন। সেখানে তিনি ফিঙ্গারপ্রিন্টিং সিস্টেমে কাজ করেন, এবং ১৯১৪-১৯১৭ সালে সারদা পুলিশ ট্রেনিং স্কুলে প্রশিক্ষক হিসেবে স্বল্প সময়ের জন্য সিআইডি সদর দপ্তরে নিযুক্ত ছিলেন, ১৯২৫ সালে ডিওয়াইএসপি হিসেবে অবসর গ্রহণের আগ পর্যন্ত।অবসর গ্রহণের পরে তিনি পরিবার নিয়ে কলকাতার মানিকতলায় একটি ছোট অ্যাপার্টমেন্টে থাকতেন, ১৯৪৯ সালে বার্ধক্যের কারণে মৃত্যুর আগ পর্যন্ত। তার নাতি অমিয় ভূষণ বোস ডব্লিউবিসিএস এর ১৯৫২ ব্যাচের পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিসে যোগ দেন এবং ১৯৮৮ সালে পশ্চিমবঙ্গ পুলিশের ডিআইজি হিসেবে অবসর গ্রহণ করেন।[][][]

হক ও বোস (১৮৯৭)

সম্পাদনা

১৮৯৭ সালের ১২ ই জুন, ভারতের গভর্নর জেনারেল কাউন্সিল একটি কমিটির রিপোর্টকে অনুমোদন দেয় যে আঙুলের ছাপগুলি ফৌজদারি রেকর্ডের শ্রেণিবদ্ধকরণের জন্য ব্যবহার করা উচিত। এই বছর পরে, কলকাতা অ্যানথ্রোপমেট্রিক ব্যুরো বিশ্বের প্রথম ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোতে পরিণত হয়েছিল। তিনি আজিজুল হকের সাথে কলকাতা অ্যানথ্রোপমেট্রিক ব্যুরোতে (এটি ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো হওয়ার আগে) কাজ করছিলেন। তিনি এবং হক হেনরি ক্লাসিফিকেশন সিস্টেমের প্রাথমিক বিকাশের জন্য কৃতিত্বপ্রাপ্ত দুই ভারতীয় ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ ছিলেন (তাদের তত্ত্বাবধায়ক, এডওয়ার্ড রিচার্ড হেনরি নামকরণ করেছিলেন)। হেনরি শ্রেণিবদ্ধকরণ সিস্টেমটি এখনও সমস্ত ইংরাজীভাষী দেশগুলিতে ব্যবহৃত হয় (প্রাথমিকভাবে কাগজ সংরক্ষণাগার ফাইলগুলি যা স্ক্যান করে কম্পিউটারাইজড করা যায় নি অ্যাক্সেস করার জন্য ম্যানুয়াল ফাইলিং সিস্টেম হিসাবে)। [][]

গ্রন্থপঞ্জি

সম্পাদনা
  • ফিঙ্গার প্রিন্ট নিদর্শনী (১৯২৭) [১০]

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. দ্বৈপায়ন ঘোষ (১৪ জুন ২০২২)। "West Bengal: World's oldest fingerprint bureau gets own home"timesofindia.indiatimes.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২২ 
  2. Karlekar, Malavika (২৮ অক্টোবর ২০০৭)। "MAPS AND MUGSHOTS- How visual aids became an essential tool of imperial control"। www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০০৯ 
  3. "NCRB - Empowering Indian Police with IT"। ncrb.nic.in। ৯ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০০৯ 
  4. "Finger Print Bureau - CID, West Bengal, India"। cidwestbengal.gov.in। ১২ মার্চ ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০০৯ 
  5. Karlekar, Malavika (২৮ অক্টোবর ২০০৭)। "MAPS AND MUGSHOTS – How visual aids became an essential tool of imperial control"। www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০০৯ 
  6. "NCRB – Empowering Indian Police with IT"। ncrb.nic.in। ৯ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০০৯ 
  7. "Finger Print Bureau – CID, West Bengal, India"। cidwestbengal.gov.in। ১২ মার্চ ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০০৯ 
  8. "The History of Fingerprints"। www.onin.com। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০০৯ 
  9. "INSPIRATION LINE Trivia and Facts: First Fingerprints"। www.inspirationline.com। ৭ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০০৯ 
  10. Bose, Hem Chandra (১৯২৭)। Finger Print Companion: [a Practical Handbook]। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০০৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা