হেন্ড্রিক ভান ক্রমব্রুখে

ফুটবলার

হেন্ড্রিক ভান ক্রমব্রুখে (ইংরেজি: Hendrik Van Crombrugge; জন্ম: ৩০ এপ্রিল ১৯৯৩) হলেন বেলজিয়ামের লোভেনে জন্মগ্রহণকারী একজন বেলজীয় পেশাদার ফুটবল খেলোয়াড়[] তিনি বর্তমানে বেলজিয়ামের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর বেলজীয় প্রথম বিভাগ এ-এ আন্ডারলেখটের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।

হেন্ড্রিক ভান ক্রমব্রুখে
২০১৭ সালে ক্রমব্রুখে
ব্যক্তিগত তথ্য
জন্ম (1993-04-30) ৩০ এপ্রিল ১৯৯৩ (বয়স ৩১)
জন্ম স্থান লোভেন, বেলজিয়াম
উচ্চতা ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
আন্ডারলেখট
জার্সি নম্বর ৩০
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৯–২০১১ স্ট্যান্ডার্ড লিয়েজ (০)
২০১১–২০১৬ সিন্ট-ট্রইডেন্সে (০)
২০১৬–২০১৯ ইউপেন ৮৭ (০)
২০১৯– আন্ডারলেখট ২৮ (০)
জাতীয় দল
২০০৮ বেলজিয়াম অনূর্ধ্ব-১৫ (০)
২০০৮ বেলজিয়াম অনূর্ধ্ব-১৬ (০)
২০১০ বেলজিয়াম অনূর্ধ্ব-১৭ (০)
২০১০–২০১১ বেলজিয়াম অনূর্ধ্ব-১৮ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:০০, ১৯ জুন ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।

২০০৯–১০ মৌসুমে, মাত্র ১৭ বছর বয়সে, বেলজীয় ফুটবল ক্লাব স্ট্যান্ডার্ড লিয়েজের হয়ে খেলার মাধ্যমে ক্রমব্রুখে তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন; কিন্তু তিনি উক্ত দলের হয়ে একটি ম্যাচও খেলেননি। অতঃপর ২০১১–১২ মৌসুমে, বেলজীয় ক্লাব সিন্ট-ট্রইডেন্সে যোগদান করেন, যেখানে তিনি জ্যেষ্ঠ পর্যায়ে প্রথম এবং উক্ত দলের হয়ে একমাত্র ম্যাচটি খেলেন। অতঃপর তিনি ইউপেনের হয়ে খেলেছেন। ২০১৯–২০ মৌসুমে, তিনি ২.২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে বেলজীয় ফুটবল ক্লাব আন্ডারলেখটে যোগদান করেছেন।[][]

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:রয়্যাল স্পোর্টিং ক্লাব আন্ডারলেখট দল