হেনরি স্টুয়ার্ট (সংসদ সদস্য)

ব্রিটিশ রাজনীতিবিদ

হেনরি স্টুয়ার্ট (৫ এপ্রিল ১৮০৪ - ২৬ অক্টোবর ১৮৫৪, কেম্পস্টন ) একজন ইংরেজ রাজনীতিবিদ ছিলেন।

স্টুয়ার্ট ছিলেন দ্য মোস্ট রেভ. উইলিয়াম স্টুয়ার্ট, আর্মাঘের আর্চবিশপ এবং সোফিয়া মার্গারেট জুলিয়ানা পেনের দ্বিতীয় এবং কনিষ্ঠ পুত্র। তাঁর পিতামহ ছিলেন জন স্টুয়ার্ট, বুটের তৃতীয় আর্ল এবং তাঁর মাতামহ ছিলেন টমাস পেন।

স্টুয়ার্ট ১৮৩৭ সালে বেডফোর্ডের জন্য এমপি নির্বাচিত হন, কিন্তু ১৮৩৮ সালের মে মাসে পিটিশনে অনির্বাচিত হন। ১৮৪১ থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি আবার বেডফোর্ডের এমপি ছিলেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  • বোয়েস, এফ., আধুনিক ইংরেজি জীবনী,

৬ খণ্ড, ১৮৯২-১৯২১।

বহিঃসংযোগ

সম্পাদনা