হেনরি ডিওলফ স্মিথ একজন মার্কিন পদার্থবিজ্ঞানী।

হেনরি ডিওলফ স্মিথ
হেনরি ডিওলফ স্মিথ (1898-1986)
জন্ম(১৮৯৮-০৫-০১)১ মে ১৮৯৮
মৃত্যু১১ সেপ্টেম্বর ১৯৮৬(1986-09-11) (বয়স ৮৮)
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
নাগরিকত্বমার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনপ্রিন্সটন বিশ্ববিদ্যালয়
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণস্মিথ রিপোর্ট
পুরস্কারAtoms for Peace Award (1968)
Distinguished Honor Award (1970)
Nuclear Statesman Award (1972)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহপ্রিন্সটন বিশ্ববিদ্যালয়
উচ্চশিক্ষায়তনিক উপদেষ্টাকার্ল টেইলর কম্পটন
আর্নেস্ট রাদারফোর্ড
ডক্টরেট শিক্ষার্থীকেনেথ বেইনব্রিজ

স্মিথ ১৮৯৮ সালের ১ মে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ১৯১৮ সালে গ্র্যাজুয়েট হন। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এর পদার্থবিজ্ঞান থেকে ১৯২০ সালে মাস্তার্স এবং ১৯২১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯২৩ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এর ক্যাভেন্ডিশ ল্যাবরেটরি থেকে দ্বিতীয় পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এর পদার্থবিজ্ঞান বিভাগে ১৯২৪ সালে ইন্সট্রাক্টর হিসেবে যোগদান করেন। তিনি ১৯২৫ সালে সহকারী অধ্যাপক, ১৯২৯ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৩৬ সালে পূর্ণ অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ১৯৩৫ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত এই বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র

সম্পাদনা