হেনরি এইচ. গ্রিন

মার্কিন রাজনীতিবিদ

হেনরি হার্পার গ্রিন (২৩ জুলাই, ১৮৩৭ - ৯ মে, ১৯২১) নিউ ইয়র্কের একজন মার্কিন চিকিৎসক এবং রাজনীতিবিদ ছিলেন।

গ্রিন নিউ ইয়র্কের পেইনস হোলোতে ২৩ জুলাই, ১৮৩৭ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা-মা ছিলেন ডক্টর অ্যাবেল গ্রিন এবং এলিজা হার্টার।[]

গ্রিন লিটল ফলস এবং ফেয়ারফিল্ড একাডেমির স্কুলে পড়াশোনা করেছিলেন।[] ১৮৫৯ সালে, তিনি জেনেভা মেডিকেল কলেজ থেকে স্নাতক হন,[] একই মেডিকেল স্কুলে তার বাবা পড়াশোনা করেছিলেন। তিনি পেইনস হোলোতে থাকতেন এবং অনুশীলন করতেন। তিনি নিউইয়র্ক স্টেট মেডিকেল সোসাইটির সদস্য এবং হারকিমার কাউন্টি এগ্রিকালচারাল সোসাইটির সভাপতি ছিলেন।[]

১৯২১ সালের ৯ মে নিজ বাড়িতে গ্রিন মারা যান। তাকে মোহাক কবরস্থানে দাফন করা হয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Dr. Henry Harper Green" (পিডিএফ)Richfield Mercury56। Richfield Springs, N. Y.। ১২ মে ১৯২১। পৃষ্ঠা 8। 
  2. Lloyd, Will L. (১৮৯২)। The New York Red Book (ইংরেজি ভাষায়)। James B. Lyon। পৃষ্ঠা 130–131। 
  3. Smalley, Frank (মে ১৮৯৯)। Alumni Record and General Catalogue of Syracuse University: 1872-'99 (ইংরেজি ভাষায়)। Alumni Association of Syracuse University। পৃষ্ঠা 709। 
  4. "Death of Dr. Henry H. Green" (পিডিএফ)The Journal and Courier58। Little Falls, New York: The Journal and Courier Company। ১০ মে ১৯২১। পৃষ্ঠা 5। 

বহিঃসংযোগ

সম্পাদনা