হেনরি অ্যান্ড্রুজ বামস্টিড
মার্কিন পদার্থবিজ্ঞানী
হেনরি অ্যান্ড্রুজ বামস্টিড একজন মার্কিন পদার্থবিজ্ঞানী।
হেনরি অ্যান্ড্রুজ বামস্টিড | |
---|---|
জন্ম | মার্চ ১২, ১৮৭০ ইলিনয়, যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ৩১ ডিসেম্বর ১৯২০ একটি ট্রেনে - শিকাগো থেকে ওয়াশিংটন ডিসি | (বয়স ৫০)
জাতীয়তা | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় ইয়েল বিশ্ববিদ্যালয় |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | ইয়েল বিশ্ববিদ্যালয় |
ডক্টরাল উপদেষ্টা | জোসিয়াহ উইলার্ড গিবস হেনরি অগাস্টাস রোল্যান্ড |
ডক্টরেট শিক্ষার্থী | Leigh Page হ্যারি নিকুইস্ট জন স্টুয়ার্ট ফস্টার |
জীবনী
সম্পাদনাবামস্টিড ১৮৭০ সালের ১২ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ১৮৯১ সালে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি লাভ করেন। তিনি ১৮৯৭ সালে ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৮৯৩ সালে ইয়েল বিশ্ববিদ্যালয় এর শেফিল্ড সায়েন্টিফিক স্কুল এ প্রশিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ১৯০০ সালে সহকারী অধ্যাপক পদে উন্নীত হন।