হেডা হপার
হেডা হপার (জন্ম: এল্ডা ফারি; ২ মে ১৮৮৫ - ১ ফেব্রুয়ারি ১৯৬৬) ছিলেন একজন মার্কিন কলামিস্ট ও অভিনেত্রী। ১৯৪০-এর দশকে তার কর্মজীবনের শীর্ষস্থানে থাকাকালীন তার পাঠক সংখ্যা ৩৫ মিলিয়ন ছিল। হাউজ আন-আমেরিকান অ্যাক্টিভিটিজ কমিটি (এইচইউএসি)-এর দৃঢ় সমর্থক হপার সন্দেহভাজন কমিউনিস্টদের তালিকা প্রদান করেন এবং তিনি ছিলেন হলিউড কালোতালিকার প্রধান প্রস্তাবক। হপার তার শেষজীবন পর্যন্ত তারকাদের নিয়ে খোশ-গল্প লিখে গেছেন, তার লেখনী বিভিন্ন পত্রিকায় ছাপা হয় এবং পরবর্তীকালে বেতারে প্রচারিত হয়। আরেকজন তারকাদের নিয়ে খোশ-গল্প রচয়িতা কলামিস্ট লুভেলা পারসন্সের সাথে তার দীর্ঘদিন দ্বন্দ্ব ছিল।
হেডা হপার | |
---|---|
জন্ম | এল্ডা ফারি ২ মে ১৮৮৫ |
মৃত্যু | ফেব্রুয়ারি ১, ১৯৬৬ লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৮০)
সমাধি | রোজ হিল সেমেটারি, আল্টুনা, পেনসিলভেনিয়া |
জাতীয়তা | মার্কিন |
পেশা | কলামিস্ট, অভিনেত্রী |
কর্মজীবন | ১৯০৮-১৯৬৬ |
পরিচিতির কারণ | "হেডা হপার্স হলিউড" লেখনী |
রাজনৈতিক দল | রিপাবলিকান |
দাম্পত্য সঙ্গী | ডিউল্ফ হপার (বি. ১৯১৩; বিচ্ছেদ. ১৯২২) |
সন্তান | উইলিয়াম হপার |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাহপার ১৮৮৫ সালের ২রা মে পেনসিলভেনিয়ার হলিডেসবার্গে জন্মগ্রহণ করেন। তার জন্মনাম এল্ডা ফারি। তার পিতা ডেভিড ফারি একজন কসাই ছিলেন এবং মাতা মার্গারেট (জন্মনাম: মিলার; ১৮৫৬-১৯৪১)। তারা দুজনেই জার্মান ব্যাপ্টিস্ট ব্রেথ্রেনের সদস্য ছিলেন। তার পরিবার পেনসিলভেনিয়া ওলন্দার (জার্মান) বংশোদ্ভূত।[১] যখন এল্ডার বয়স তিন, তখন তার পরিবার আল্টুনায় চলে যান।
জনপ্রিয় সংস্কৃতিতে
সম্পাদনাচিত্রায়ন
সম্পাদনা- দ্য বিগ নাইফ (১৯৫৫) চলচ্চিত্রে ইলকা চেজ অভিনীত প্যাটি বেনেডিক্ট চরিত্রটি হেডা হপার থেকে অনুপ্রাণিত। চলচ্চিত্রটি ক্লিফোর্ড ওডেটসের একই নামের নাটক থেকে উপযোগকৃত।
- ম্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড (১৯৮৫) টেলিভিশন চলচ্চিত্রে হপার চরিত্রে অভিনয় করে জেন আলেকজান্ডার একটি প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
- কারমেন মিরান্ডা: বানানাস ইজ মাই বিজনেস (১৯৯৫) প্রামাণ্যচিত্রে সিনথিয়া অ্যাডলার হেডা হপার চরিত্রে অভিনয় করেন।
- লিজ: দি এলিজাবেথ টেইলর স্টোরি (১৯৯৫) টেলিভিশন চলচ্চিত্রে ক্যাথরিন হেলমন্ড হপার চরিত্রে অভিনয় করেন।
- হলিউডের স্বর্ণযুগ নিয়ে এএমসি'র হাস্যরসাত্মক সীমিত ধারাবাহিক দ্য লট (১৯৯৯) অনুষ্ঠানে রু ম্যাক্যানাহ্যান প্রিসিলা ট্রেমেইন নামক হপারের ছায়া অবলম্বনকারী চরিত্রে অভিনয় করেন।
- সিটিজেন কেইন (১৯৪১) নির্মাণ বিষয়ক আরকেও ২৮১ (১৯৯৯) চলচ্চিত্রে ফিওনা শ হপার চরিত্রে অভিনয় করেন।
- ২০০২ সালে দ্য ম্যান ইন দ্য মুন-এ ইনগ্রিন ভ্যান বার্জেন হপার চরিত্রে কাজ করেন।
- জেমস ডিন (২০০১) টেলিভিশন চলচ্চিত্রে জোঅ্যান লিনভিল হপার চরিত্রে অভিনয় করেন।
- ২০০৬ সালে চ্যাপলিন: দ্য মিউজিক্যাল-এ ও ২০১২ সালে ব্রডওয়ে মঞ্চে জেন কোলেয়া হপার চরিত্রে অভিনয় করেন।
- ট্রাম্বো (২০১৫) চলচ্চিত্রে হেলেন মিরেন হপার চরিত্রে অভিনয় করেন।
- হেইল, সিজার! (২০১৬)-এ টিল্ডা সুইন্টন হপার চরিত্রে অভিনয় করেন।
- ফিউড ধারাবাহিকের প্রথম মৌসুমে জুডি ডেভিস হপার চরিত্রে অভিনয় করে একটি প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
- নিউ ইয়র্ক সিটি অপেরা ঘোষণা দেয় হারলেম স্টেজে ২০১৬ সালের ২৮শে এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চিত্রশিল্পী এডওয়ার্ড হপার ও হেডা হপারের কাল্পনিক বিবাহ নিয়ে স্টুয়ার্ট ওয়ালেসের হপার্স ওয়াইফ মঞ্চস্থ করবে।[২][৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "The Pennsylvania Dutchman"। ১৯৫৩।
- ↑ স্মিথ, জেনিফার (ফেব্রুয়ারি ২২, ২০১৬)। "Rebooted New York City Opera Plans Three Premieres"। ওয়াল স্ট্রিট জার্নাল। সংগ্রহের তারিখ ৩ মে ২০২২।
- ↑ কুপার, মাইকেল (ফেব্রুয়ারি ২২, ২০১৬)। "New York City Opera Unveils Rest of Season"। দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ৩ মে ২০২২।
আরও পড়ুন
সম্পাদনা- "Evolution of a Vamp, The," Photoplay, February 1921, p. 26. Photo-illustrated Hedda Hopper profile.
- Frost, Jennifer. "Hedda Hopper, Hollywood Gossip, and the Politics of Racial Representation in Film, 1946–1948," Journal of African American History, 93 (Winter 2008), 36–63.
- Rogers, John E. "An Amazing Lady," Photoplay, October 1932, p. 49. "When Garbo met Hedda." "Amazing Lady" refers to Hopper.
বহিঃসংযোগ
সম্পাদনা- অলমুভিতে হেডা হপার
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে হেডা হপার (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে হেডা হপার (ইংরেজি)
- টেমপ্লেট:Playbill person
- Hedda Hopper: Broadway Photographs (University of South Carolina)
- portraits (NYPublic Library, Billy Rose collection)
- মার্গারেট হারিক গ্রন্থাগারে হেডা হপার সম্পর্কিত পাতা