হুটু /ˈht/ (ইংরেজি ভাষায়: Hutu) একটি জাতিগোষ্ঠী যারা মধ্য আফ্রিকার গ্রেট লেক এলাকায় বসবাস করে। এ জনগোষ্ঠীর লোকজন প্রধানত রুয়ান্ডা, পূর্ব ডেমোক্রাটিক রিপাবলিক অব কঙ্গোবুরুন্ডি-তে বাস করে। এরা আবাহুটু নামেও পরিচিত।

আফ্রিকার গ্রেট লেক এলাকায় বসবাসকারী হুটু জাতিগোষ্ঠী

বহিঃসংযোগ

সম্পাদনা