হিশাম ইবনে উরওয়াহ

হিশাম ইবনে উরওয়াহ (আরবি: هشام بن عروة, খ্রিষ্টাব্দ ৬৮০–৭৬৩) ছিলেন একজন প্রখ্যাত হাদিস বর্ণনাকারী আলিম। তার পিতা ছিলেন মাদিনার প্রখ্যাত সাত ফুকাহার অন্যতম উরওয়াহ ইবনুয যুবাইর। এবং তার পিতামহ ছিলেন আশারায়ে মুবাশশারাদের অন্যতম মহান সাহাবী যুবাইর ইবনুল আওয়াম, তার দাদি ছিলেন ইসলামের প্রথম খলিফা আবু বকর এর কন্যা আসমা বিনতে আবি বকর

তিনি জন্ম গ্রহণ করেন ৬১ হিজরি সনে (৬৮০ খ্রিষ্টাব্দ) এবং মৃত্যুবরণ করেন ১৪৬ হিজরিতে (৭৬৩ ঈ.)।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Ibn Hajar, Tahdhib, xi, 51: see also Al-Dhahabi, Mīzān al-I'tidāl.