হিশাম ইবনে আবদুল মালিক

উমাইয়া খলিফা

হিশাম ইবনে আবদুল মালিক (৬৯১ – ৬ ফেব্রুয়ারি ৭৪৩) (আরবি: هشام بن عبد الملك) 10 ছিলেন ১০ উমাইয়া খলিফা। ৭২৪ সাল থেকে শুরু করে ৭৪৩ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি খলিফার পদে ছিলেন। তার মা নিজের পিতার নামে সন্তানের নাম রেখেছিলেন। তার সময়ে শিয়াদের ইমাম যায়েদ ইবনে আলী বিদ্রোহ ঘোষণা করলে ততকালীন গভর্নর ইউসুফ ৭৪০ সালে তাকে হত্যা করেন৷ যায়েদের মৃত্যু উমাইয়া খিলাফতের পতনের কারণ৷ যায়েদের মৃত্যুর মধ্য দিয়ে আব্বাসীয় আন্দোলন জোড়ালো হয়৷

হিশাম ইবনে আবদুল মালিক
উমাইয়া খিলাফতের ১০ খলিফা
দামেস্কের উমাইয়া খলিফা
হিশাম ইবনে আবদুল মালিকের মুদ্রা
রাজত্ব৭২৪–৭৪৩
পূর্বসূরিদ্বিতীয় ইয়াজিদ
উত্তরসূরিদ্বিতীয় আল ওয়ালিদ
জন্ম৬৯১
মৃত্যু৬ ফেব্রুয়ারি ৭৪৩
বংশধরমাসলামা, মুয়াবিয়া, সাইদ, সুলাইমান
পূর্ণ নাম
হিশাম ইবনে আবদুল মালিক ইবনে মারওয়ান
রাজবংশউমাইয়া রাজবংশ, মারওয়ানি শাখা
পিতাআবদুল মালিক ইবনে মারওয়ান
মাতাফাতিম বিনতে হিশাম[]

গ্রন্থপঞ্জি

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Dr. Eli Munif Shahla, "Al-Ayam al-Akhira fi Hayat al-Kulafa", Dar al-Kitab al-Arabi, 1st ed., 1998, p. 238
পূর্বসূরী
দ্বিতীয় ইয়াজিদ
খলিফা
৭২৪–৭৪৩
উত্তরসূরী
দ্বিতীয় আল ওয়ালিদ