হিলারি সোয়াঙ্ক
হিলারি অ্যান সোয়াঙ্ক (ইংরেজি: Hilary Ann Swank; জন্ম: ৩০ জুলাই ১৯৭৪)[১] হলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি দুটি একাডেমি পুরস্কার, দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার, দুটি ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার ও একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেছেন।
হিলারি সোয়াঙ্ক | |
---|---|
Hilary Swank | |
জন্ম | হিলারি অ্যান সোয়াঙ্ক ৩০ জুলাই ১৯৭৪ |
পেশা |
|
কর্মজীবন | ১৯৯১-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | চ্যাড লো (বি. ১৯৯৭; বিচ্ছেদ. ২০০৭) ফিলিপ স্নাইডার (বি. ২০১৮) |
পুরস্কার | পূর্ণ তালিকা |
সোয়াঙ্কের চলচ্চিত্রে অভিষেক হয় বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে। ১৯৯৪ সালে দ্য কারাতে কিড চলচ্চিত্র ধারাবাহিকের চতুর্থ কিস্তি দ্য নেক্সট কারাতে কিড দিয়ে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন। ১৯৯৭-৯৮ সালে তিনি টেলিভিশন ধারাবাহিক বেভারলি হিলস ৯০২১০-এর অষ্টম মৌসুমে কার্লি রেনল্ডস চরিত্রে অভিনয় করেন। সোয়াঙ্ক ১৯৯৯ সালে জীবনীমূলক চলচ্চিত্র বয়েজ ডোন্ট ক্রাই-এ অভিনয় করে সমাদৃত হন এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। ২০০৪ সালে তিনি ক্লিন্ট ইস্টউড পরিচালিত ক্রীড়া নাট্যধর্মী মিলিয়ন ডলার বেবি চলচ্চিত্রে ম্যাগি ফিট্জেরাল্ড চরিত্রে অভিনয় করে দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি ও গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।
তিনি দ্য গিফট (২০০০), ইনসোমনিয়া (২০০২), দ্য কোর (২০০৩), আইরন জড অ্যাঞ্জেলস (২০০৪), রেড ডাস্ট (২০০৪), দ্য রিপিং (২০০৭), পি. এস. আই লাভ ইউ (২০০৭), ফ্রিডম রাইটার্স (২০০৭), দ্য হোমসম্যান (২০১৪) ও লোগান লাকি (২০১৭) ছবিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন। ২০১৮ সালে তিনি এফএক্স চ্যানেলের ধারাবাহিক ট্রাস্ট-এ ডোনাল্ড সাদারল্যান্ডের বিপরীতে অ্যাবিগেল হ্যারিস গেটি চরিত্রে অভিনয় করেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনাসোয়াঙ্ক ১৯৭৪ সালের ৩০শে জুলাই নেব্রাস্কার লিংকন শহরে জন্মগ্রহণ করেন।[১][২] তার পিতা স্টিভেন মাইকেল সোয়াঙ্ক ছিলেন ওরেগন এয়ার ন্যাশনাল গার্ডের চিফ মাস্টার সার্জেন্ট এবং মাতা জুডি কে (জন্মনাম: ক্লাউ) ছিলেন অফিস সহকারী ও নৃত্যশিল্পী।[৩] সোয়াঙ্কের ভাই ড্যানিয়েল তার আট বছরের বড়।[৪] সোয়াঙ্কের পরিবারের অনেক সদস্যরা আইওয়ার রিংগোল্ড কাউন্টিতে বসবাস করতেন।[২][৫] তার নানী ফ্রান্সেস মার্থা ক্লাউ (জন্মনাম: ডোমিনগেজ) মেক্সিকান বংশোদ্ভূত, তিনি ক্যালিফোর্নিয়ার এল সেন্ট্রোতে জন্মগ্রহণ করেছিলেন।[৬] সোয়াঙ্কের দাদী ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন; তার পূর্বপুরুষগণ জার্মান, ইংরেজ, সুইস-জার্মান, স্কটিশ, স্কটস-আইরিশ, ওয়েলসীয় এবং ওলন্দাজ বংশোদ্ভূত ছিলেন।[৭] তার বংশনাম "সোয়াঙ্ক" মূলত "শোয়েঙ্ক", যা জার্মান ভাষা হতে এসেছে।[৮]
সোয়াঙ্কের যখন ছয় বছর বয়স, তখন তার পরিবার ওয়াশিংটনের স্পোকান থেকে ওয়াশিংটনের বেলিংহামের লেক সামিশের পার্শ্ববর্তী ট্রেইলার পার্কে চলে যায়।[৯] তিনি হ্যাপি ভ্যালি এলিমেন্টারি স্কুল, ফেয়ারহেভেন মিডল স্কুল এবং পরে ১৬ বছর বয়স পর্যন্ত বেলিংহামের সেহোম হাই স্কুলে পড়াশোনা করেন।[৭][১০] তিনি সাতারে জুনিয়র অলিম্পিকস ও ওয়াশিংটন স্টেট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন এবং রাজ্যে তিনি সকল জিমন্যাস্টে পঞ্চম স্থান অর্জন করেন।[১১] সোয়াঙ্ক নয় বছর বয়সে প্রথম মঞ্চে কাজ করেন। তিনি দ্য জাঙ্গল বুক নাটকে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন।'[১০]
কর্মজীবন
সম্পাদনাসোয়াঙ্ক ১৯৯২ সালে হাস্যরসাত্মক ভীতিপ্রদ বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার চলচ্চিত্র দিয়ে হলিউডে পদার্পণ করেন। এতে তিনি একটি ছোট চরিত্রে অভিনয় করেন। পরে তিনি ডিরেক্ট-টু-ভিডিও নাট্যধর্মী কোয়ায়েট ডেজ ইন হলিউড ছবিতে চ্যাড লোয়ের সাথে অভিনয় করেন। লোকে তিনি পরবর্তীকালে বিয়ে করেন। তার প্রথম মুখ্য চরিত্র ভূমিকা ছিল দ্য কারাতে কিড চলচ্চিত্র ধারাবাহিকের চতুর্থ কিস্তি দ্য নেক্সট কারাতে কিড (১৯৯৪)। এতে তিনি তার জিমন্যাস্টিকস শিক্ষা কাজে লাগান এবং প্যাট মোরিটার সাথে জুটি বাঁধেন। ১৯৯৪ সালে তিনি নাট্যধর্মী ক্রাইজ আনহার্ড: দ্য ডোনা ইয়াকলিচ স্টোরি ছবিতে ডোনা (জ্যাকলিন স্মিথ) কর্তৃক রক্ষা পাওয়া লাঞ্ছিত সৎ-মেয়ে চরিত্রে অভিনয় করেন। ১৯৯৫ সালে তাকে ব্রিটিশ অভিনেতা ব্রুস পেইনের সাথে কাউন্টারফেইট ছবিতে দেখা যায়। পরের বছর তিনি টেলিভিশন চলচ্চিত্র টেরর ইন দ্য ফ্যামিলি-এ একজন মানসিক পীড়াগ্রস্থ কিশোরী চরিত্রে অভিনয় করেন। ১৯৯৭ সালের সেপ্টেম্বর মাসে সোয়াঙ্ক বেভারলি হিলস, ৯০২১০ ধারাবাহিকে কার্লি রেনল্ডস নামে একজন একক মা চরিত্রে অভিনয় করেন। শুরুতে তার চরিত্রটি দুই বছর ব্যাপী চলবে একরম বলা হলেও পরে দেখা যায় ১৯৯৮ সালের জানুয়ারিতে ১৬টি পর্বের পর তার চরিত্রটি শেষ হয়ে আসে।[৭] সোয়াঙ্ক পরবর্তীকালে বলেন তিনি এই ধারাবাহিক থেকে বাদ পড়ার পর হতাশ হয়ে পড়েছিলেন এই ভেবে যে তিনি ৯০২১০-এর কাজের জন্য যোগ্য নন, তিনি কোন কিছুর জন্যই যোগ্য নন।[১২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Hilary Swank"। বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। ৮ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৮।
- ↑ ক খ "Senate Resolution 16 – Introduced"। The Iowa Legislature (ইংরেজি ভাষায়)। এপ্রিল ১৯, ২০০৫। ফেব্রুয়ারি ১২, ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৮।
- ↑ "Hilary Swank Biography (1974–)"। ফিল্ম রেফারেন্স (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৮।
- ↑ "Hilary Swank Biography"। Yahoo! Inc. (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৮।
- ↑ "Hilary Swank"। Ringgold County IAGenWeb Project (ইংরেজি ভাষায়)। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৮।
- ↑ "Dowling Family Genealogy Frances Martha DOMINGUEZ"। Ancestry.com (ইংরেজি ভাষায়)। জুন ১৩, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৮।
- ↑ ক খ গ "Interview"। Inside the Actors Studio. YouTube। ২০০৯।
- ↑ "The Swank Family"। Ringgold County IAGenWeb Project (ইংরেজি ভাষায়)। ১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৮।
- ↑ লংসডর্ফ, অ্যামি (জানুয়ারি ৩, ২০০৭)। "Swank: Acting gave me sense of focus"। টাইমস লিডার (ইংরেজি ভাষায়)। জানুয়ারি ১০, ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৮।
- ↑ ক খ "Hilary Swank Biography"। Tiscali UK (ইংরেজি ভাষায়)। ২০০৬। ডিসেম্বর ২৬, ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৮। জীবনবৃত্তান্ত ৯ পৃষ্ঠা জুড়ে রয়েছে, হাই স্কুল সম্পর্কিত তথ্য দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে।
- ↑ ফেইটেলবার্গ, রোজামেরি (অক্টোবর ১৮, ২০১৬)। "Hilary Swank Launches Mission Statement, Recalls Meeting Calvin Klein, Talks '55 Steps' and 'Lucky Logan'"। উইমেন্স অয়ার ডেইলি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৮।
- ↑ "Hilary Swank reaping rewards"। দ্য সিডনি মর্নিং হেরাল্ড (ইংরেজি ভাষায়)। এপ্রিল ২৩, ২০০৭। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- অলমুভিতে হিলারি সোয়াঙ্ক
- ইন্টারনেট মুভি ডেটাবেজে হিলারি সোয়াঙ্ক (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে হিলারি সোয়াঙ্ক (ইংরেজি)
- রটেন টম্যাটোসে হিলারি সোয়াঙ্ক (ইংরেজি)