হিটলিস্ট (২০০৯-এর চলচ্চিত্র)
সন্দীপ রায় পরিচালিত ২০০৯ সালের চলচ্চিত্র
হিটলিস্ট হলো ২০০৯ সালের ভারতীয় বাংলা ভাষার রোমাঞ্চকর নাট্য চলচ্চিত্র। চিত্রনাট্য, গল্প, সঙ্গীতায়োজন ও পরিচালনা করেন সন্দীপ রায় এবং প্রযোজনা করেন মৌ রায়চৌধুরী। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন কোয়েল মল্লিক, সাহেব চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরী। ২০০৯ সালে চলচ্চিত্রটি মুক্তি পায়।[১][২]
হিটলিস্ট | |
---|---|
পরিচালক | সন্দীপ রায় |
প্রযোজক | মৌ রায়চৌধুরী |
রচয়িতা | সন্দীপ রায় |
চিত্রনাট্যকার | সন্দীপ রায় |
কাহিনিকার | সন্দীপ রায় |
শ্রেষ্ঠাংশে | |
সঙ্গীত পরিচালক | সন্দীপ রায় |
চিত্রগ্রাহক | শশাঙ্ক পালিত |
সম্পাদক | সুব্রত রায় |
মুক্তি | ২০০৯ |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
অভিনয়শিল্পী
সম্পাদনাপ্রধান চরিত্র
- ধৃতিমান চট্টোপাধ্যায়
- টোটা রায়চৌধুরী
- সুদীপ্তা চক্রবর্তী
- সাহেব চট্টোপাধ্যায়
- শাশ্বত চট্টোপাধ্যায়
- শুভ্রজিৎ দত্ত
- সিদ্ধার্থ চট্টোপাধ্যায়
- কোয়েল মল্লিক
অতিথি চরিত্রে উপস্থিতি
বিশেষ চরিত্রে উপস্থিতি
সঙ্গীত
সম্পাদনাসুর ও সংগীত পরিচালনা করেন সন্দীপ রায়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক্লাব, ফিল্মি। "Hitlist"। Filmiclub। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৮, ২০২৪।
- ↑ "Bengali singers who have appeared in classic Bengali hits"। টাইমস অব ইন্ডিয়া। ২০১৮-০৮-২৯। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-১২-২৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে হিটলিস্ট (ইংরেজি)