হিঙ্গুলী ইউনিয়ন

চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার একটি ইউনিয়ন

হিঙ্গুলী বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

হিঙ্গুলী
ইউনিয়ন
২নং হিঙ্গুলী ইউনিয়ন পরিষদ
প্রাতিষ্ঠানিক লোগো
প্রাতিষ্ঠানিক লোগো
হিঙ্গুলী চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
হিঙ্গুলী
হিঙ্গুলী
হিঙ্গুলী বাংলাদেশ-এ অবস্থিত
হিঙ্গুলী
হিঙ্গুলী
বাংলাদেশে হিঙ্গুলী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৩′৪৯″ উত্তর ৯১°৩১′৪৭″ পূর্ব / ২২.৮৯৬৯৪° উত্তর ৯১.৫২৯৭২° পূর্ব / 22.89694; 91.52972 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলামীরসরাই উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • প্রশাসকমাহফুজা জেরিন[]
আয়তন
 • মোট১৮.৪৬ বর্গকিমি (৭.১৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৯,১৩৩
 • জনঘনত্ব১,৬০০/বর্গকিমি (৪,১০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫২.৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩২৬ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

হিঙ্গুলী ইউনিয়নের আয়তন ৪,৫৬২ একর (১৮.৪৬ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হিঙ্গুলী ইউনিয়নের মোট জনসংখ্যা ২৯,১৩৩ জন। এর মধ্যে পুরুষ ১৩,৮২৭ জন এবং মহিলা ১৫,৩০৬ জন। মোট পরিবার ৫,৮৮৯টি।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

মীরসরাই উপজেলার উত্তরাংশে হিঙ্গুলী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে ধুম ইউনিয়ন, দক্ষিণে বারৈয়ারহাট পৌরসভা, পূর্বে করেরহাট ইউনিয়ন এবং উত্তরে করেরহাট ইউনিয়ন, ফেনী নদীফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

হিঙ্গুলী ইউনিয়ন মীরসরাই উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার জোরারগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এটি ৪টি মৌজায় বিভক্ত। ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হলো:[]

ক্রম নং ওয়ার্ড নং গ্রামের নাম
০১ ১নং ওয়ার্ড উত্তর আজমনগর
০২ ২নং ওয়ার্ড দক্ষিণ আজমনগর
০৩ ৩নং ওয়ার্ড পশ্চিম হিঙ্গুলী
০৪ ৪নং ওয়ার্ড উত্তর জামালপুর
০৫ ৫নং ওয়ার্ড দক্ষিণ জামালপুর
০৬ ৬নং ওয়ার্ড পূর্ব হিঙ্গুলী (মেহেদীনগর)
০৭ ৭নং ওয়ার্ড পূর্ব হিঙ্গুলী
০৮ ৮নং ওয়ার্ড পূর্ব হিঙ্গুলী
০৯ ৯নং ওয়ার্ড পূর্ব হিঙ্গুলী (সুফলা ইসলামপুর, মোহাম্মদপুর)

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হিঙ্গুলী ইউনিয়নে সাক্ষরতার হার ৫২.৭%।[] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা, ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১টি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।[]

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
মাধ্যমিক বিদ্যালয়[]
মাদ্রাসা
কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান[]
  • আইটি সেন্টার এন্ড হিঙ্গুলী তথ্য ও সেবা কেন্দ্র (কারিগরি শিক্ষা বোর্ডের অধীনের পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার)
প্রাথমিক বিদ্যালয়
  • ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খিল হিঙ্গুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গণকছরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জামালপুর জিন্নত বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব আজমনগর দৌলতবিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মেহেদীনগর এরশাদ উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হিঙ্গুলী মান বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

হিঙ্গুলী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (ঢাকা ট্রাঙ্ক রোড)। এছাড়া রয়েছে বারৈয়ারহাট-ছাগলনাইয়া সড়ক এবং হিঙ্গুলী-ধুম সড়ক। এসব সড়কে সব ধরনের যানবাহন চলাচল করে, তবে প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

খাল ও নদী

সম্পাদনা

হিঙ্গুলী ইউনিয়নের উত্তর পাশ দিয়ে বয়ে চলেছে ফেনী নদী। এছাড়াও এ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে হিঙ্গুলী গাঙ, লক্ষী ছড়া খাল ও নন্দী গ্রাম খাল।[]

দর্শনীয় স্থান

সম্পাদনা

হিঙ্গুলী ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[]

  • বারৈয়ারহাট কলেজ

কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। এ কলেজে সহ-শিক্ষা ব্যবস্থা রয়েছে। এটিতে বর্তমানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় একাদশ-দ্বাদশ শ্রেণীসহ ডিগ্রী (বিএ, বিএসএস, বিবিএস, বিএসসি) পর্যায়ে

  • ইসলামপুর সুইচ গেট

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান: পদশূন্য।
চেয়ারম্যানগণের তালিকা[]
ক্রম নং. চেয়ারম্যানের নাম সময়কাল
০১ সৈয়দ আমিন উদ্দিন ১৯৩৭-১৯৬৫
০২ তাহের আহমদ ১৯৬৫-১৯৮৪
০৩ জালাল উদ্দিন ১৯৮৭-১৯৮৯
০৪ মিজানুর রহমান ভূঁইয়া ১৯৮৯-১৯৯২
০৫ জালাল উদ্দিন ১৯৯২-১৯৯৮
০৬ মিজানুর রহমান ভূঁইয়া ১৯৯৮-২০০৩
০৭ নুরুল আফছার মিয়াজী ২০০৩-২০১১
০৮ মোহাম্মদ ইফতেখার উদ্দীন ভূঁইয়া পিন্টু ২০১১-২০১৬
০৯ নাছির উদ্দীন হারুন ২০১৬-২০২১
১০ সোনা মিয়া স‌ওদাগর ২০২১ - ২০২৪

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "মিরসরাই উপজেলায় ১৫ ইউনিয়নে নতুন প্রশাসক"নয়াদিগন্ত। ১৯ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪ 
  2. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২০ 
  3. "এক নজরে ২নং হিঙ্গুলী ইউনিয়ন পরিষদ - হিংগুলি ইউনিয়ন - হিংগুলি ইউনিয়ন"hinguliup.chittagong.gov.bd। ২৮ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 
  4. "মাধ্যমিকবিদ্যালয় - হিংগুলি ইউনিয়ন - হিংগুলি ইউনিয়ন"hinguliup.chittagong.gov.bd। ২৮ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 
  5. "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - হিংগুলি ইউনিয়ন - হিংগুলি ইউনিয়ন"hinguliup.chittagong.gov.bd 
  6. "খাল ওনদী - হিংগুলি ইউনিয়ন - হিংগুলি ইউনিয়ন"hinguliup.chittagong.gov.bd। ২৮ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 
  7. "দর্শনীয়স্থান - হিংগুলি ইউনিয়ন - হিংগুলি ইউনিয়ন"hinguliup.chittagong.gov.bd। ২৮ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 
  8. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - হিংগুলি ইউনিয়ন - হিংগুলি ইউনিয়ন"hinguliup.chittagong.gov.bd। ২৮ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা