হিঙ্গুলী ইউনিয়ন
হিঙ্গুলী বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
হিঙ্গুলী | |
---|---|
ইউনিয়ন | |
২নং হিঙ্গুলী ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে হিঙ্গুলী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫৩′৪৯″ উত্তর ৯১°৩১′৪৭″ পূর্ব / ২২.৮৯৬৯৪° উত্তর ৯১.৫২৯৭২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | মীরসরাই উপজেলা |
সরকার | |
• প্রশাসক | মাহফুজা জেরিন[১] |
আয়তন | |
• মোট | ১৮.৪৬ বর্গকিমি (৭.১৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৯,১৩৩ |
• জনঘনত্ব | ১,৬০০/বর্গকিমি (৪,১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫২.৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩২৬ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাহিঙ্গুলী ইউনিয়নের আয়তন ৪,৫৬২ একর (১৮.৪৬ বর্গ কিলোমিটার)।[২]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হিঙ্গুলী ইউনিয়নের মোট জনসংখ্যা ২৯,১৩৩ জন। এর মধ্যে পুরুষ ১৩,৮২৭ জন এবং মহিলা ১৫,৩০৬ জন। মোট পরিবার ৫,৮৮৯টি।[২]
অবস্থান ও সীমানা
সম্পাদনামীরসরাই উপজেলার উত্তরাংশে হিঙ্গুলী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে ধুম ইউনিয়ন, দক্ষিণে বারৈয়ারহাট পৌরসভা, পূর্বে করেরহাট ইউনিয়ন এবং উত্তরে করেরহাট ইউনিয়ন, ফেনী নদী ও ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাহিঙ্গুলী ইউনিয়ন মীরসরাই উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার জোরারগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এটি ৪টি মৌজায় বিভক্ত। ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হলো:[৩]
ক্রম নং | ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|---|
০১ | ১নং ওয়ার্ড | উত্তর আজমনগর |
০২ | ২নং ওয়ার্ড | দক্ষিণ আজমনগর |
০৩ | ৩নং ওয়ার্ড | পশ্চিম হিঙ্গুলী |
০৪ | ৪নং ওয়ার্ড | উত্তর জামালপুর |
০৫ | ৫নং ওয়ার্ড | দক্ষিণ জামালপুর |
০৬ | ৬নং ওয়ার্ড | পূর্ব হিঙ্গুলী (মেহেদীনগর) |
০৭ | ৭নং ওয়ার্ড | পূর্ব হিঙ্গুলী |
০৮ | ৮নং ওয়ার্ড | পূর্ব হিঙ্গুলী |
০৯ | ৯নং ওয়ার্ড | পূর্ব হিঙ্গুলী (সুফলা ইসলামপুর, মোহাম্মদপুর) |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হিঙ্গুলী ইউনিয়নে সাক্ষরতার হার ৫২.৭%।[২] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা, ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১টি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।[৩]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধ্যমিক বিদ্যালয়[৪]
- মাদ্রাসা
- কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান[৫]
- আইটি সেন্টার এন্ড হিঙ্গুলী তথ্য ও সেবা কেন্দ্র (কারিগরি শিক্ষা বোর্ডের অধীনের পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার)
- প্রাথমিক বিদ্যালয়
- ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খিল হিঙ্গুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গণকছরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জামালপুর জিন্নত বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব আজমনগর দৌলতবিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মেহেদীনগর এরশাদ উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হিঙ্গুলী মান বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাহিঙ্গুলী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (ঢাকা ট্রাঙ্ক রোড)। এছাড়া রয়েছে বারৈয়ারহাট-ছাগলনাইয়া সড়ক এবং হিঙ্গুলী-ধুম সড়ক। এসব সড়কে সব ধরনের যানবাহন চলাচল করে, তবে প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
খাল ও নদী
সম্পাদনাহিঙ্গুলী ইউনিয়নের উত্তর পাশ দিয়ে বয়ে চলেছে ফেনী নদী। এছাড়াও এ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে হিঙ্গুলী গাঙ, লক্ষী ছড়া খাল ও নন্দী গ্রাম খাল।[৬]
দর্শনীয় স্থান
সম্পাদনাহিঙ্গুলী ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৭]
- বারৈয়ারহাট কলেজ
কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। এ কলেজে সহ-শিক্ষা ব্যবস্থা রয়েছে। এটিতে বর্তমানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় একাদশ-দ্বাদশ শ্রেণীসহ ডিগ্রী (বিএ, বিএসএস, বিবিএস, বিএসসি) পর্যায়ে
- ইসলামপুর সুইচ গেট
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: পদশূন্য।
- চেয়ারম্যানগণের তালিকা[৮]
ক্রম নং. | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | সৈয়দ আমিন উদ্দিন | ১৯৩৭-১৯৬৫ |
০২ | তাহের আহমদ | ১৯৬৫-১৯৮৪ |
০৩ | জালাল উদ্দিন | ১৯৮৭-১৯৮৯ |
০৪ | মিজানুর রহমান ভূঁইয়া | ১৯৮৯-১৯৯২ |
০৫ | জালাল উদ্দিন | ১৯৯২-১৯৯৮ |
০৬ | মিজানুর রহমান ভূঁইয়া | ১৯৯৮-২০০৩ |
০৭ | নুরুল আফছার মিয়াজী | ২০০৩-২০১১ |
০৮ | মোহাম্মদ ইফতেখার উদ্দীন ভূঁইয়া পিন্টু | ২০১১-২০১৬ |
০৯ | নাছির উদ্দীন হারুন | ২০১৬-২০২১ |
১০ | সোনা মিয়া সওদাগর | ২০২১ - ২০২৪ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মিরসরাই উপজেলায় ১৫ ইউনিয়নে নতুন প্রশাসক"। নয়াদিগন্ত। ১৯ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২০।
- ↑ ক খ "এক নজরে ২নং হিঙ্গুলী ইউনিয়ন পরিষদ - হিংগুলি ইউনিয়ন - হিংগুলি ইউনিয়ন"। hinguliup.chittagong.gov.bd। ২৮ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - হিংগুলি ইউনিয়ন - হিংগুলি ইউনিয়ন"। hinguliup.chittagong.gov.bd। ২৮ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭।
- ↑ "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - হিংগুলি ইউনিয়ন - হিংগুলি ইউনিয়ন"। hinguliup.chittagong.gov.bd।
- ↑ "খাল ওনদী - হিংগুলি ইউনিয়ন - হিংগুলি ইউনিয়ন"। hinguliup.chittagong.gov.bd। ২৮ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭।
- ↑ "দর্শনীয়স্থান - হিংগুলি ইউনিয়ন - হিংগুলি ইউনিয়ন"। hinguliup.chittagong.gov.bd। ২৮ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - হিংগুলি ইউনিয়ন - হিংগুলি ইউনিয়ন"। hinguliup.chittagong.gov.bd। ২৮ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭।