হার্ডওয়্যার রেজিস্টার

ডিজিটাল ইলেক্ট্রনিক্সগুলোতে বিশেষ করে কম্পিউটারে, একটি হার্ডওয়ার রেজিষ্টার ডেটা বিট এমনভাবে সংরক্ষণ করে যাতে সিস্টেম সেটা একই সাথে সব বিটগুলো পড়তে এবং লিখতে পারে।

একটি হার্ডওয়্যার

কার্যকারিতা

সম্পাদনা

হার্ডওয়ার রেজিষ্টারের গতানুগতিক ব্যবহার হল

  • বিভিন্ন বৈশিষ্ট্য সাজানো এবং শুরু করা, বিশেষত চালু হওয়ার সময়
  • স্টোরেজের সংঘর্ষরোধএ যেমন গ্রাফিক্স কার্ডের জন্য ভিডিও স্মৃতি
  • বিভিন্ন রকম ইনপুট/আউটপুটে
  • অবস্থার প্রতিবেদনদানে যেমন কোন হার্ডওয়ার অংশে বিশেষ কিছু ঘটেছে কিনা।[])

রেজিষ্টারের ভিন্নতা

সম্পাদনা

একটি কেন্দ্রীয় প্রক্রিয়াকরন অংশের মধ্যস্থিত হার্ডওয়্যার রেজিষ্টারগুলোকে প্রসেসর রেজিষ্টার বলে।

স্ট্রোব রেজিষ্টারগুলোর একই সাধারণ বৈশিষ্ট্য থাকে যেমনটা সাধারণ হার্ডওয়ার রেজিষ্টারের থাকে। কিন্তু ডেটা সংরক্ষণের বদলে তারা একটি ক্রিয়াকে সক্রিয় করে প্রতিবার যখন তাদের লেখা হয় (খুব কমই পড়া হয়)। এগুলো সংকেতের একটি মাধ্যম।

রেজিষ্টারগুলোকে মাপা হয় তাদের মধ্যে জমা করা বিটের সংখ্যা দ্বারা উদাহরনসরূপ: একটি "৮ বিটের রেজিষ্টার" বা "৩২ বিটের রেজিষ্টার"

নকশাপ্রণয়নকারীরা রেজিষ্টারকে ব্যবহার করতে পারে বিভিন্নভাবে সেটা হতে পারে:

আরো যোগ করা যায় যে, যে সমস্ত রেজিষ্টার সফটওয়ার দিয়ে পড়া ও লেখা যায় তার কথা। অনেক চিপেরই অভ্যন্তরিন মাইক্রোআর্কিটেকচারাল রেজিষ্টার আছে। যেগুলো ব্যবহার করা হয় যন্ত্রাংশ এবং পাইপলাইনের অবস্থা জানার জন্য যেমন রেজিষ্টার করা স্মৃতি।

মানদন্ড

সম্পাদনা

SPIRIT IP-XACT এবং DITA SIDSC XML মেমোরি-ম্যাপড রেজিষ্টারের জন্য এক্সএমএলের মানদন্ডের ফরম্যাটগুলো সংজ্ঞায়িত করে ।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Bose, Sanjay K. (২০০৭)। Hardware And Software Of Personal Computers। New Age International। পৃষ্ঠা 54। আইএসবিএন 9788122403039। সংগ্রহের তারিখ ২০১২-০৯-১০Once the INS 8250 has been properly initialized, we should make proper use of the Modem Status register (MSR), Line Status register (LSR) and the Interrupt Identification register (IIR) for controlling the device during actual operation.