হারুরার যুদ্ধ
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(আগস্ট ২০২১) |
মাধারের ও হারুরার যুদ্ধ (আরবি অনুবাদ: ইয়াওম মাধার এবং ইয়াওম হারুরা) একটার পর আরেকটা ৬৮৬ খ্রিস্টাব্দের শেষ অর্ধাংশে যথাক্রমে দক্ষিণ ইরাকের কুফা ও বসরার আশপাশে এলাকায় সংঘঠিত হয়েছিল। যুদ্ধ দুইটি নিজের ভাই খলিফা আবদুল্লাহ ইবনুল জুবায়েরের (শা. ৬৮৩–৬৯২) পক্ষে বসরার গভর্নর মাস'আব ইবনুল জুবায়েরের বাহিনী এবং কুফার শাসক মুখতার আল সাকাফির আলীয়পন্থী বাহিনীর মধ্যে লড়া হয়েছিল।