হারামিয়া ইউনিয়ন
হারামিয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
হারামিয়া | |
---|---|
ইউনিয়ন | |
১৮নং হারামিয়া ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে হারামিয়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২৯′৫৯″ উত্তর ৯১°২৯′৪৬″ পূর্ব / ২২.৪৯৯৭২° উত্তর ৯১.৪৯৬১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | সন্দ্বীপ উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ জসিম উদ্দিন |
আয়তন | |
• মোট | ১৫.৭৬ বর্গকিমি (৬.০৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৬,৬৯৯ |
• জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৯.৪৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩০০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাহারামিয়া ইউনিয়নের আয়তন ৩৮৯৫ একর[১] (১৫.৭৬ বর্গ কিলোমিটার)। (২০০৭ সালের তথ্য অনুযায়ী)
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী হারামিয়া ইউনিয়নের লোকসংখ্যা ১৬,৬৯৯ জন। এর মধ্যে পুরুষ ৭,৯৪৬ জন এবং মহিলা ৮,৭৫৩ জন।[২]
অবস্থান ও সীমানা
সম্পাদনাসন্দ্বীপ উপজেলার মধ্যভাগে হারামিয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৪ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে বাউরিয়া ইউনিয়ন, পশ্চিমে সন্দ্বীপ পৌরসভা, দক্ষিণে মুছাপুর ইউনিয়ন ও মগধরা ইউনিয়ন এবং পূর্বে মগধরা ইউনিয়ন, সন্দ্বীপ চ্যানেল ও সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাহারামিয়া ইউনিয়ন সন্দ্বীপ উপজেলার আওতাধীন ১৮নং ইউনিয়ন পরিষদ। এটি জাতীয় সংসদের ২৮০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৩ এর অংশ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সন্দ্বীপ থানার আওতাধীন। এটি ৫টি মৌজায় বিভক্ত।
এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- হারামিয়া
- কাছিয়াপাড়
- চর কাছিয়াপাড়
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাহারামিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৪৯.৪৮%।[১] এ ইউনিয়নে ১টি উচ্চ মাধ্যমিক কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ৮টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি আনন্দ স্কুল রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- আকবরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাছিয়াপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাটগড় উত্তর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব কাছিয়াপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব হারামিয়া জি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হারামিয়া উত্তর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হারামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আনন্দ স্কুল
- হারামিয়া শিকদার পাড়া আনন্দ স্কুল
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাউপজেলা সদর থেকে হারামিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল সন্দ্বীপ-হারামিয়া সড়ক। এছাড়া রয়েছে রহমতপুর-মগধরা সড়ক ও সারিকাইত-সন্তোষপুর সড়ক। যোগাযোগ মাধ্যম টেক্সী, মোটর সাইকেল ও রিক্সা।
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনাহারামিয়া ইউনিয়নে ৩৩টি মসজিদ, ১২টি ঈদগাহ ও ৪টি মন্দির রয়েছে।
খাল ও নদী
সম্পাদনাহারামিয়া ইউনিয়নের পূর্ব পাশে সন্দ্বীপ চ্যানেল।[৮]
হাট-বাজার
সম্পাদনাহারামিয়া ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজার হল মালেক মুন্সীর হাট, চৌমুহনি বাজার, বক্তার হাট এবং সেনের হাট।[৯]
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ জসিম উদ্দিন[১০]
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং. | চেয়ারম্যানের নাম | মেয়াদকাল |
---|---|---|
০১ | মোহাম্মদ ফখরুল ইসলাম | |
০২ | মোহাম্মদ জয়নাল আবেদীন | |
০৩ | মোহাম্মদ মোজাম্মেল হোসেন | |
০৪ | মোহাম্মদ আলী খসরু | ২০১১-২০২০ |
০৫ | মোহাম্মদ জসিম উদ্দিন | ২০২০-বর্তমান |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "সন্দ্বীপ উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - হারামিয়া ইউনিয়ন - হারামিয়া ইউনিয়ন"। haramiaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭।
- ↑ "কলেজ - হারামিয়া ইউনিয়ন - হারামিয়া ইউনিয়ন"। haramiaup.chittagong.gov.bd।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - হারামিয়া ইউনিয়ন - হারামিয়া ইউনিয়ন"। haramiaup.chittagong.gov.bd।
- ↑ "মাদ্রাসা - হারামিয়া ইউনিয়ন - হারামিয়া ইউনিয়ন"। haramiaup.chittagong.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41103&union=19[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - হারামিয়া ইউনিয়ন - হারামিয়া ইউনিয়ন"। haramiaup.chittagong.gov.bd।
- ↑ "খাল ও নদী - হারামিয়া ইউনিয়ন - হারামিয়া ইউনিয়ন"। haramiaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - হারামিয়া ইউনিয়ন - হারামিয়া ইউনিয়ন"। haramiaup.chittagong.gov.bd।
- ↑ "চট্টগ্রামে ইউপি নির্বাচন: একটি ছাড়া সব কটিতেই জয় নৌকার প্রার্থীর"। banglanews24.com। বাংলা নিউজ। ২০ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২০।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - হারামিয়া ইউনিয়ন - হারামিয়া ইউনিয়ন"। haramiaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭।