হার্বার্ট চ্যাপম্যান
(হারবার্ট চ্যপম্যান থেকে পুনর্নির্দেশিত)
হারবার্ট চ্যপম্যান (জানুয়ারি ১৯, ১৯৭৮-জানুয়ারি ৬, ১৯৩৪) একজন ইংরেজ ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার। তিনি আর্সেনালের ইতিহাসের সর্বপ্রথম সফল ম্যানেজার। ১৯২৫ সালে আর্সেনালে ম্যানেজার হিসাবে যোগ দেন। তার হাত ধরেই আর্সেনাল প্রথম বারের মতো ১৯২৩-২৪ এবং ১৯২৪-২৫ সালে লীগ শিরোপা জিতে। তিনি দলে টেনে আনেন আলেক্স জেমস্ এবং ক্লিফ বাস্তিন সহ আরো নামী দামী খেলোয়াড়। ১৯৩৪ সালে এই কিংবদন্তি ম্যানেজার নিয়মোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্য বরণ করেন। চ্যপম্যান ১৯৩২ সালে লন্ডনের একটি স্থানীয় পাতাল স্টেশনের নাম "গিলেস্পি রোড" পরিবর্তন করে "আর্সেনাল" রাখার জন্য অগ্রণী ভূমিকা পালন করেন। কোন ফুটবল ক্লাবের নামে রাস্তার নামের ইতিহাস সেখান থেকেই শুরু। ১৯৩৪ সালে এই কিংবদন্তি খেলোয়াড় এবং ম্যানেজার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্য বরণ করেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | হারবার্ট চ্যপম্যান | ||
মাঠে অবস্থান | ফরোয়ার্ড | ||
যুব পর্যায় | |||
কিভটন পার্ক | |||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ (গোল) | |
১৮৯৫-১৮৯৭ ১৮৯৭ ১৮৯৭-১৮৯৮ ১৮৯৮-১৮৯৯ ১৮৯৯ ১৮৯৯-১৯০০ ১৯০০-১৯০১ ১৯০১-১৯০২ ১৯০২-১৯০৩ ১৯০৩-১৯০৫ ১৯০৫-১৯০৭ ১৯০৭-?? |
অ্যাশটন নর্থ এন্ড স্টাকিব্রিজ রোভার্স রোচডেল গ্রিমস্বাই টাউন এফসি সুইংডন টাউন এফসি শেপি ইউনাইটেড ওয়ার্কশপ টাউন নর্থহ্যাম্পটন টাউন এফসি শেফিল্ড ইউনাইটেড এফসি নট্স কাউন্টি টটেনহ্যাম হটস্পাউর এফসি নর্থহ্যাম্পটন টাউন এফসি |
১০ (৪) ২১ (২) ৭ (১) | |
পরিচালিত দল | |||
১৯০৭-১৯১২ ১৯১২-১৯১৯ ১৯২১-১৯২৫ ১৯২৫-১৯৩৪ |
নর্থহ্যাম্পটন টাউন এফসি লীড্স সিটি এফসি হাডার্স্ফিল্ড টাউন এএফসি আর্সেনাল | ||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
ফুটবল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |