হাভিয়ের লোপেজ ইগলেসিয়াস

হাভিয়ের লোপেজ ইগলেসিয়াস (কামোচু নামে অধিক পরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবলার, যিনি প্রিমেরা দিভিসিওয়ের ক্লাব স্যান্টা কুলোমার হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[]

কামোচু
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হাভিয়ের লোপেজ ইগলেসিয়াস
জন্ম (1989-04-13) ১৩ এপ্রিল ১৯৮৯ (বয়স ৩৫)
জন্ম স্থান বোয়াল, স্পেন
উচ্চতা ১.৮৪ মিটার (৬ ফুট  ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
স্যান্টা কুলোমা
জার্সি নম্বর ২৪
যুব পর্যায়
স্পোর্তিং অনূর্ধ্ব-১৯
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৬–২০০৯ স্পোর্তিং বি (০)
২০০৯–২০১০ মারিনো লুয়াঙ্কো
২০১০–২০১১ কাউদাল দেপোর্তিবো (১)
২০১১–২০১৩ সেলতা বিগো বি (১)
২০১৩–২০১৪ রিয়াল আবিলেস ১৭ (৫)
২০১৪–২০১৫ ইউডি লগ্রোনিয়েস ৩২ (৭)
২০১৫–২০১৬ সিডি লেয়ালতাদ ২২ (৩)
২০১৬ বুরগোস সিএফ ১৪ (১)
২০১৬–২০১৭ করুসো এফসি ৩৫ (৭)
২০১৭–২০১৮ কাউদাল দেপোর্তিবো ৩৬ (১)
২০১৮–২০১৯ অকল্যান্ড সিটি ১১ (৮)
২০১৯– স্যান্টা কুলোমা ১১ (৪)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৮ ডিসেম্বর ২০১৯ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Camochu"uefa.com (ইংরেজি ভাষায়)। উয়েফা। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা